কলকাতা, 17 জানুয়ারি: বিগত কয়েক বছরে কলকাতা মহানগরীকে আলোয় মুড়ে ফেলা হয়েছে । এখন অলিগলি থেকে বড় রাস্তার ল্যাম্পপোস্ট- সবেতেই আধুনিক এলইডি ৷ আবার কোথাও কোথাও সৌর বিদ্যুৎ ব্যবহার করা হয় ৷ আর এভাবেই বিপুল বিদ্যুৎ খরচ থেকে এক্কেবারে 50 কোটি টাকা সাশ্রয় করল কর্পোরেশন ৷
এই বিষয়ে কলকাতা পৌরনিগমের আলোক বিভাগের মেয়র পরিষদ সদস্য সন্দীপরঞ্জন বক্সি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলোকজ্জ্বল মহানগর গড়ে তোলা আমাদের লক্ষ্য ৷ সেটা করতে আমরা অলিগলি থেকে রাজপথ আলোকিত করেছি ৷ বিভিন্ন উৎসবে বিভিন্ন এলাকা রংবাহারি আলোয় মুড়ে ফেলা হয় ৷ তবে সবটাই খরচের কথা মাথায় রেখে ৷ আলোক ব্যবস্থা আধুনিকীকরণ করা থেকে বিকল্প বিদ্যুৎ শক্তির ব্যবহার বাড়ানোয় নজর দেওয়া হয়েছে ৷ সৌর বিদ্যুতের ব্যবহার আরও বাড়ানো হবে ৷ এখন প্রতিমাসের বিদ্যুৎ বিলের সাশ্রয় ধরলে কম বেশি 4 কোটি টাকা ৷ বছরে প্রায় 48-50 কোটি টাকা ৷"
কোষাগারের হাল খারাপ হলেও তারই মধ্যে হ্যালোজেন থেকে সোডিয়াম ভ্যাপার তুলে রাস্তার ল্যাম্প পোস্টগুলিতে এলইডি লাগানো হয়েছে ৷ সাধারণ আলোর থেকে ওয়াট কম হলেও আলো অনেক বেশি ৷ তবে রাত 11টা হলেই স্বাভাবিকের থেকে ঔজ্জ্বল্য খানিক কমে যাচ্ছে ৷ একদিকে শহরের অধিকাংশ এলাকায় এলইডি লাইট লাগিয়েছে কলকাতা পৌরনিগম ৷ পাশাপশি কলকাতার পার্কগুলিতে সৌরবিদ্যুতের স্থায়ী পরিকাঠামো করা হয়েছে ৷
কলকাতা পৌরনিগম সূত্রের খবর, মাসিক বিদ্যুৎ বিলে এখন কমবেশি 4 কোটি টাকা সাশ্রয় হয় ৷ সেই হিসেবে 12 মাসে 48-50 কোটি টাকা সাশ্রয় হচ্ছে ৷ এখনও সংযুক্ত এলাকার বেশ কিছু জায়গায় ল্যাম্পপোস্টগুলিতে এলইডি লাইট লাগানো বাকি রয়েছে ৷ সেগুলি হলে আরও খানিকটা বিদ্যুৎ বিল কমবে বলেই আশাবাদী কলকাতা পৌরনিগম ৷
এক আধিকারিকের কথায়, "শহর যেমন আলোকিত করা হচ্ছে, তেমনই খরচের দিকটিও মাথায় রাখতে হচ্ছে ৷ পার্ক স্ট্রিটে এত রঙ বাহারি আলো লাগিয়েও মাসখানেক ধরে বিল হয়েছে মাত্র 3-4 লক্ষ টাকা ৷ বিভিন্ন পার্কে অতিরিক্ত আলো লাগালেও তাতে সৌর বিদ্যুৎ খরচ করা হয় ৷ ফলে খরচ কমেছে ৷"
আরও পড়ুন: