কলকাতা, 21 মার্চ : কোরোনা প্রতিরোধে সবরকম পদক্ষেপ নিচ্ছে কলকাতা পৌরনিগম । জঞ্জাল সাফাই থেকে শুরু করে অন্যান্য বিভাগের কর্মীরা অবিরাম কাজ করে চলেছে । আজ একথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।
আজ বোরো স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম । সেখানে গিয়ে খোঁজ নেন পর্যাপ্ত পরিমাণ গ্লাভস-স্যানিটাইজ়ার-মাস্ক রয়েছে কি না । তিনি জানান, ইতিমধ্যে স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগানো হয়েছে । 50 লিটার করে হ্যান্ড স্যানিটাইজ়ার প্রতিটি বোরো হেলথ অফিসে দেওয়া হয়েছে । 50 লিটারের মধ্যে 30 লিটার স্যানিটাইজ়ার জঞ্জাল সাফাইকর্মীদের দেওয়া হবে । 10 লিটার দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের । আর বাকি 10 লিটার দেওয়া হবে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিকাল-সহ অন্যান্য বিভাগে ।
ফিরহাদ হাকিম বলেন, "কলকাতা ঘনবসিতপূর্ণ এলাকা । তাই সবচেয়ে বেশি বিপদ কলকাতায় । তবে, আতঙ্কিত হওয়ার কিছু নেই । কলকাতা পৌরনিগম কোরোনা মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত । সর্বত্র নিয়মিত নজরদারি চালানো হচ্ছে । বিমানবন্দর থেকে প্রতিনিয়ত তথ্য নেওয়া হচ্ছে । বিদেশ থেকে যারা আসছেন তাদের উপর বিশেষ নজরদারি রাখছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যদপ্তর ।"