ETV Bharat / state

পরিত্যক্ত বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলতে রাজ্যকে আইন প্রণয়নের প্রস্তাব কলকাতা পৌরনিগমের - কলকাতার পরিত্যক্ত বিপজ্জনক বাড়ি

বৃষ্টির সময় পরিত্যক্ত বিপজ্জনক বাড়িগুলি রক্ষণাবেক্ষণের অভাবে দেওয়াল দুর্বল হয়ে গিয়ে ভেঙে পড়ে । অনেক সময় মানুষ মারা গিয়েছেন চাপা পড়ে । এই সব বাড়িগুলি ভেঙে ফেলা অত্যন্ত প্রয়োজন । বলছেন পৌর প্রশাসক ফিরহাদ হাকিম ৷

কলকাতার পরিত্যক্ত বিপজ্জনক বাড়ি
কলকাতার পরিত্যক্ত বিপজ্জনক বাড়ি
author img

By

Published : May 29, 2021, 7:26 PM IST

কলকাতা, 29 মে : কলকাতা শহরে বেশকিছু পরিত্যক্ত বাড়ি রয়েছে, যেখানে কেউ থাকেন না । দীর্ঘদিন ধরে কেউ বসবাস না করার ফলে বাড়িগুলি বিপজ্জনক হয়ে উঠেছে । বাড়ির দেওয়াল ধরে গজিয়ে উঠেছে বড় বড় গাছপালা । বর্ষার সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে । সেইসব পরিতক্ত বাড়িগুলি ভেঙে ফেলার পরিকল্পনা নিচ্ছে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক রাজ্য সরকারের কাছে এই বিপজ্জনক পরিত্যক্ত বাড়িগুলি ভেঙে ফেলার জন্য আইন প্রণয়নের প্রস্তাব জানিয়েছেন ।

আজ টক টু কেএমসিতে বেশ কয়েকজন নাগরিক পরিত্যক্ত বাড়িগুলির করুণ দশা নিয়ে অভিযোগ জানিয়েছেন । পৌর প্রশাসক ফিরহাদ হাকিমও এই পরিস্থিতির কথা স্বীকার করে নেন । তিনি বলেন, "এই পরিত্যক্ত বাড়ির দেওয়ালে গজিয়ে উঠেছে বড় বড় গাছ । বৃষ্টির সময় বাড়িগুলি রক্ষণাবেক্ষণের অভাবে দেওয়াল দুর্বল হয়ে গিয়ে ভেঙে পড়ে । অনেক সময় মানুষ মারা গিয়েছেন চাপা পড়ে । এই সব বাড়িগুলি ভেঙে ফেলা অত্যন্ত প্রয়োজন ।"

তিনি আরও বলেন, "কিন্তু বিপজ্জনক ও পরিত্যক্ত বাড়িগুলি ভেঙে ফেলার আইন নেই কলকাতা পৌরনিগমের । শহরের বুকে পরিতক্ত ও বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে হবে । রাজ্য সরকার আইন তৈরি করলে কলকাতা পৌরনিগম এই ধরনের পরিতক্ত বাড়িগুলি ভাঙতে পারবে ।"

কলকাতা, 29 মে : কলকাতা শহরে বেশকিছু পরিত্যক্ত বাড়ি রয়েছে, যেখানে কেউ থাকেন না । দীর্ঘদিন ধরে কেউ বসবাস না করার ফলে বাড়িগুলি বিপজ্জনক হয়ে উঠেছে । বাড়ির দেওয়াল ধরে গজিয়ে উঠেছে বড় বড় গাছপালা । বর্ষার সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে । সেইসব পরিতক্ত বাড়িগুলি ভেঙে ফেলার পরিকল্পনা নিচ্ছে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক রাজ্য সরকারের কাছে এই বিপজ্জনক পরিত্যক্ত বাড়িগুলি ভেঙে ফেলার জন্য আইন প্রণয়নের প্রস্তাব জানিয়েছেন ।

আজ টক টু কেএমসিতে বেশ কয়েকজন নাগরিক পরিত্যক্ত বাড়িগুলির করুণ দশা নিয়ে অভিযোগ জানিয়েছেন । পৌর প্রশাসক ফিরহাদ হাকিমও এই পরিস্থিতির কথা স্বীকার করে নেন । তিনি বলেন, "এই পরিত্যক্ত বাড়ির দেওয়ালে গজিয়ে উঠেছে বড় বড় গাছ । বৃষ্টির সময় বাড়িগুলি রক্ষণাবেক্ষণের অভাবে দেওয়াল দুর্বল হয়ে গিয়ে ভেঙে পড়ে । অনেক সময় মানুষ মারা গিয়েছেন চাপা পড়ে । এই সব বাড়িগুলি ভেঙে ফেলা অত্যন্ত প্রয়োজন ।"

তিনি আরও বলেন, "কিন্তু বিপজ্জনক ও পরিত্যক্ত বাড়িগুলি ভেঙে ফেলার আইন নেই কলকাতা পৌরনিগমের । শহরের বুকে পরিতক্ত ও বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে হবে । রাজ্য সরকার আইন তৈরি করলে কলকাতা পৌরনিগম এই ধরনের পরিতক্ত বাড়িগুলি ভাঙতে পারবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.