ETV Bharat / state

বিপজ্জনক বাড়ি ভাঙতে পৌরনিগমের বিশেষ দল - illegal construction

বেআইনি নির্মাণ রুখতে ও বিপজ্জনক বাড়িগুলি ভাঙতে এবার দু'টি বিশেষ দল গঠন করছে কলকাতা পৌরনিগম ।

বেআইনি নির্মাণ
author img

By

Published : Nov 5, 2019, 3:52 AM IST

কলকাতা, 5 নভেম্বর : কলকাতার বিপজ্জনক বাড়িগুলি ভাঙতে এবার দু'টি বিশেষ দল গঠন করছে কলকাতা পৌরনিগম । বিল্ডিং বিভাগের আধিকারিক ও পুলিশ প্রশাসনের প্রাক্তন আধিকারিক মিলিয়ে একটি দল ও বাকি 30 সদস্যের একটি দল যা বাড়িগুলির পরিদর্শক হিসেবে কাজ করবে । পাশাপাশি অবৈধ নির্মাণ ভাঙার জন্যও কাজ করবে এই বিশেষ দলটি । কলকাতা শহরে অবৈধ নির্মাণ রুখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পৌরনিগম । এর পরিপ্রেক্ষিতেই আরও 35 জন পরিদর্শক শীঘ্রই নিয়োগ করতে চলছে বলে জানা গেছে ।

কলকাতা শহরে বর্তমানে দেড় হাজারেরও বেশি অবৈধ নির্মাণ রয়েছে । সাড়ে তিন হাজার বিপজ্জনক বাড়ি । 1000 অতি বিপজ্জনক বাড়ি রয়েছে । অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার পৌর আইন আছে । কিন্তু অনেক সময় অবৈধ নির্মাণ ভাঙতে গেলে বাধার মুখে পড়তে হয় পৌর কর্মীদের । যার জন্য অনেক সময়ই অবৈধ নির্মাণ ভেঙে ফিরে আসতে হয় । এই সমস্যা সমাধান করতেই এই বিশেষ দল গঠনের পরিকল্পনা নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

সেইসঙ্গে সিদ্ধান্ত নেয়া হয়েছে অবৈধ নির্মাণগুলি এমন ভাবে ভাঙা হবে যাতে নির্মাণকারী সংস্থা তা মেরামত না করতে পারে । নির্মাণ করতে গেলে ফের নকশা কলকাতা পৌরনিগমে জমা দিয়ে নতুন প্ল্যান স্যাংশন করাতে হবে । তবেই ফের নির্মাণ করার অনুমতি মিলবে পৌরনিগমের পক্ষ থেকে । এই নয়া পরিকল্পনা বাস্তবায়িত করে কলকাতা শহরের বুক থেকে অবৈধ নির্মাণ বন্ধ করতে চাইছে তারা ।

কলকাতা, 5 নভেম্বর : কলকাতার বিপজ্জনক বাড়িগুলি ভাঙতে এবার দু'টি বিশেষ দল গঠন করছে কলকাতা পৌরনিগম । বিল্ডিং বিভাগের আধিকারিক ও পুলিশ প্রশাসনের প্রাক্তন আধিকারিক মিলিয়ে একটি দল ও বাকি 30 সদস্যের একটি দল যা বাড়িগুলির পরিদর্শক হিসেবে কাজ করবে । পাশাপাশি অবৈধ নির্মাণ ভাঙার জন্যও কাজ করবে এই বিশেষ দলটি । কলকাতা শহরে অবৈধ নির্মাণ রুখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পৌরনিগম । এর পরিপ্রেক্ষিতেই আরও 35 জন পরিদর্শক শীঘ্রই নিয়োগ করতে চলছে বলে জানা গেছে ।

কলকাতা শহরে বর্তমানে দেড় হাজারেরও বেশি অবৈধ নির্মাণ রয়েছে । সাড়ে তিন হাজার বিপজ্জনক বাড়ি । 1000 অতি বিপজ্জনক বাড়ি রয়েছে । অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার পৌর আইন আছে । কিন্তু অনেক সময় অবৈধ নির্মাণ ভাঙতে গেলে বাধার মুখে পড়তে হয় পৌর কর্মীদের । যার জন্য অনেক সময়ই অবৈধ নির্মাণ ভেঙে ফিরে আসতে হয় । এই সমস্যা সমাধান করতেই এই বিশেষ দল গঠনের পরিকল্পনা নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

সেইসঙ্গে সিদ্ধান্ত নেয়া হয়েছে অবৈধ নির্মাণগুলি এমন ভাবে ভাঙা হবে যাতে নির্মাণকারী সংস্থা তা মেরামত না করতে পারে । নির্মাণ করতে গেলে ফের নকশা কলকাতা পৌরনিগমে জমা দিয়ে নতুন প্ল্যান স্যাংশন করাতে হবে । তবেই ফের নির্মাণ করার অনুমতি মিলবে পৌরনিগমের পক্ষ থেকে । এই নয়া পরিকল্পনা বাস্তবায়িত করে কলকাতা শহরের বুক থেকে অবৈধ নির্মাণ বন্ধ করতে চাইছে তারা ।

Intro:কলকাতার বিপজ্জনক বাড়িগুলি ভাঙতে এবার দুটি বিশেষ দল গঠন করছে কলকাতা পৌরনিগম। অবৈধ নির্বাণ ভেঙার জন্য এই বিশেষ কাজ করবে। বিল্ডিং বিভাগের আধিকারিক ও পুলিশ প্রশাসনের প্রাক্তন আধিকারিকদের নিয়ে এই বিশেষ দল গঠন করছে কলকাতা পৌর নিগম। বেআইনি না বিপদজনক বাড়ি তাকে দেখতে 30 সদস্যের একটি পরিদর্শক দল রয়েছে। বেআইনি নির্মাণ এর সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। এবার কলকাতা শহরে অবৈধ নির্মাণ রুখতে এই নতুন দল গঠনের পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম। এর পরিপ্রেক্ষিতেই আরো 35 জন পরিদর্শক শীঘ্রই নিয়োগ করতে চলছে কলকাতা পৌরনিগম।


Body:কলকাতা শহরে বর্তমানে দেড় হাজারের বেশি অবৈধ নির্মাণ রয়েছে। সাড়ে তিন হাজার বিপদজনক বাড়ি রয়েছে। 1000 অতি বিপদজনক বাড়ি রয়েছে। অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার পু্র আইন আছে। কিন্তু অনেক সময় অবৈধ নির্মাণ ভাঙতে গেলে বাধার মুখে পড়তে হয় পুর কর্মীদের। বাধার মুখে পড়ে পুর কর্মীদের অনেক সময় অবৈধ নির্ভানা ভেঙে ফিরে আসতে হয়। এই সমস্যা সমাধান করতেই এই বিশেষ দল গঠনের পরিকল্পনা নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পুরো নিগমের বিল্ডিং বিভাগের আধিকারিক ও প্রাক্তন পুলিশ আধিকারিক দের নিয়ে এই বিশেষ দল গঠন করা হবে। অবৈধ নির্মাণ ভাঙতে পুলিশ প্রশাসন অবৈধ নির্মানে সাহায্য করবে।


Conclusion:সেইসঙ্গে সিদ্ধান্ত নেয়া হয়েছে অবৈধ নির্মাণ গুলি এমন ভাবে ভাঙ্গা হবে যাতে নির্মাণকারী সংস্থা তা মেরামত না করতে পারে। নির্মাণ করতে গেলে ফের নকশা কলকাতা পৌর নিগমে জমা দিয়ে নতুন প্লান সেকশন করাতে হবে। তবেই ফের নির্মাণ করার অনুমতি মিলবে পুর নিগমের পক্ষ থেকে। এই নয়া পরিকল্পনা বাস্তবায়িত করে কলকাতা শহরের বুক থেকে অবৈধ নির্মাণ বন্ধ করতে চাইছে কলকাতা পৌরনিগম।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.