ETV Bharat / state

Kolkata Hawker: ত্রিপল-প্লাস্টিক নয়, অস্থায়ী লোহার কাঠামো দিয়ে হবে হকারদের দোকান

author img

By

Published : Oct 11, 2022, 10:34 PM IST

হকারদের সুবিধার জন্য মাসের শুরুতে এই সংক্রান্ত বিষয়ে সমাধানে বৈঠকে বসে টাউন ভেন্ডিং কমিটি (Town Vending Committee) ও কলকাতা পৌরনিগম ।

Kolkata Hawker News
অস্থায়ী লোহার কাঠামো টিনের ছাউনি দিয়ে হবে হকারদের দোকান

কলকাতা, 11 অক্টোবর: কলকাতার ফুটপাত হকারদের অধিকাংশ দোকানই হয় ত্রিপল, না-হলে প্লাস্টিকের ছাউনি । ফলে বাজার এলাকাগুলিতে কোনও অংশে আগুন লাগলে মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই আগুন ।

বেশ কয়েক বছর আগে গড়িয়াহাটের মোড়ে এই ছাউনি দেওয়া দোকানগুলির কারণে ভয়াবহ আকার নিয়েছিল আগুন । তারপর টাউন ভেন্ডিং কমিটি (Town Vending Committee) ও কলকাতা কর্পোরেশন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয় হকাদের পোর্টেবল স্টল দেওয়া হবে । বেশ কিছু বানানো হয় । তবে তা খাবার বিক্রেতাদের সুবিধা হলেও পোশাক বিক্রেতাদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় । এরপরে ভাবা হয় ছাতার কথা, যাতে কেউ রাজি হননি ।

প্লাস্টিক সরাতে নির্দেশ, হুঁশিয়ারি দিয়েও লাভের লাভ হয়নি । এই ছাউনি সম্প্রতি মুখ্যমন্ত্রীর নজরে এলে টাউন ভেন্ডিং কমিটিকে বিষয়টি দেখতে বলেন । তারপরেই তৎপর হন তাঁরা ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, আগামী মাসের শুরুতে টাউন ভেন্ডিং কমিটি এই সংক্রান্ত বিষয়ে সমাধান বৈঠকে বসবে ।

আরও পড়ুন: হকার বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার ডানকুনি স্টেশন চত্বরে

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হাতিবাগান, উল্টোডাঙার ফুটপাতে হকাররা লোহার অস্থায়ী কাঠামো করে টিনের ছাউনি দিয়ে সারিবদ্ধভাবে দোকান করেছে । তাতে যেমন তাঁদের রোদ বা ঝড় জলে কোনও সমস্যা হয় না, তেমনই আগুন লাগা বা ছড়িয়ে পড়ার বিপদও প্রায় নেই । তাই সেই ধরনের দোকানকে মডেল করেই কলকাতার অন্যান্য হকার জোনগুলিতে একই ধাঁচে দোকান করার নির্দেশ দেওয়া হবে ।

কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, টিনের ছাউনি ও লোহার কাঠামো করে যে সমস্ত হকাররা দোকান করেছেন সেখানে অগ্নিকাণ্ডের ভয় অনেকটাই কম । আবার যথেচ্ছভাবে ফুটপাতে হকার বসতেও পারবে না । এতে সাধারণ মানুষের সুবিধাও হবে ৷ এড়ানো যাবে যানজটও ৷ নির্দিষ্ট জায়গা ছাড়া হকাররা যেখানে খুশি বসতে দেওয়া হবে না । সেক্ষেত্রে পুলিশের সাহায্য নিতে হবে ।

কলকাতা, 11 অক্টোবর: কলকাতার ফুটপাত হকারদের অধিকাংশ দোকানই হয় ত্রিপল, না-হলে প্লাস্টিকের ছাউনি । ফলে বাজার এলাকাগুলিতে কোনও অংশে আগুন লাগলে মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই আগুন ।

বেশ কয়েক বছর আগে গড়িয়াহাটের মোড়ে এই ছাউনি দেওয়া দোকানগুলির কারণে ভয়াবহ আকার নিয়েছিল আগুন । তারপর টাউন ভেন্ডিং কমিটি (Town Vending Committee) ও কলকাতা কর্পোরেশন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয় হকাদের পোর্টেবল স্টল দেওয়া হবে । বেশ কিছু বানানো হয় । তবে তা খাবার বিক্রেতাদের সুবিধা হলেও পোশাক বিক্রেতাদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় । এরপরে ভাবা হয় ছাতার কথা, যাতে কেউ রাজি হননি ।

প্লাস্টিক সরাতে নির্দেশ, হুঁশিয়ারি দিয়েও লাভের লাভ হয়নি । এই ছাউনি সম্প্রতি মুখ্যমন্ত্রীর নজরে এলে টাউন ভেন্ডিং কমিটিকে বিষয়টি দেখতে বলেন । তারপরেই তৎপর হন তাঁরা ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, আগামী মাসের শুরুতে টাউন ভেন্ডিং কমিটি এই সংক্রান্ত বিষয়ে সমাধান বৈঠকে বসবে ।

আরও পড়ুন: হকার বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার ডানকুনি স্টেশন চত্বরে

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হাতিবাগান, উল্টোডাঙার ফুটপাতে হকাররা লোহার অস্থায়ী কাঠামো করে টিনের ছাউনি দিয়ে সারিবদ্ধভাবে দোকান করেছে । তাতে যেমন তাঁদের রোদ বা ঝড় জলে কোনও সমস্যা হয় না, তেমনই আগুন লাগা বা ছড়িয়ে পড়ার বিপদও প্রায় নেই । তাই সেই ধরনের দোকানকে মডেল করেই কলকাতার অন্যান্য হকার জোনগুলিতে একই ধাঁচে দোকান করার নির্দেশ দেওয়া হবে ।

কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, টিনের ছাউনি ও লোহার কাঠামো করে যে সমস্ত হকাররা দোকান করেছেন সেখানে অগ্নিকাণ্ডের ভয় অনেকটাই কম । আবার যথেচ্ছভাবে ফুটপাতে হকার বসতেও পারবে না । এতে সাধারণ মানুষের সুবিধাও হবে ৷ এড়ানো যাবে যানজটও ৷ নির্দিষ্ট জায়গা ছাড়া হকাররা যেখানে খুশি বসতে দেওয়া হবে না । সেক্ষেত্রে পুলিশের সাহায্য নিতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.