ETV Bharat / state

কোরোনা-আমফানের জোড়া ধাক্কায় অনিশ্চিত কলকাতা পৌরনিগমের পুষ্প প্রদর্শনী - কলকাতা পৌরনিগমের পুষ্প প্রদর্শনী

কোরোনা সংক্রমনের জেরে দীর্ঘদিন লকডাউনের ফলে গাছের পরিচর্যা বন্ধ ছিল । সেই সঙ্গে 20 মে ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গেছে শহর ও শহরতলি । এই পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা পৌরনিগমের পুষ্প প্রদর্শনী ।

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Nov 3, 2020, 1:37 AM IST

কলকাতা, 2 নভেম্বর : প্রতিবছরই শীতের মরশুমে বাহারি ফুল নিয়ে পুষ্প প্রদর্শনীর আয়োজন করে কলকাতা পৌরনিগম । চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, গোলাপ নানা রঙের ফুলের সমাহার ঘটে এই প্রদর্শনীতে । তবে এবছর কোরোনা সংক্রমণ ও ঘূর্ণিঝড় আমফানের দাপটে অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা পৌরনিগমের এই পুষ্প প্রদর্শনী । কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে কোথাও মেলা বা জমায়েত করার অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার । তাই পুষ্প প্রদর্শনীর আয়োজন করলে রাজ্য সরকারের কাছে থেকে অনুমতি পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ।

কলকাতা পৌরনিগমের নিজস্ব বেশ কয়েকটি নার্সারি রয়েছে । সারাবছর সেই নার্সারিতে সযত্নে রাখা হয় বিভিন্ন ধরনের দেশি-বিদেশি গাছ । কোরোনা সংক্রমনের জেরে দীর্ঘদিন লকডাউনের ফলে গাছের পরিচর্যা বন্ধ ছিল । সেই সঙ্গে 20 মে ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গেছে শহর ও শহরতলি । ঝড়ের তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে টালা পার্ক, দেশপ্রিয় পার্ক, যোধপুর পার্ক, অকল্যান্ড পার্ক, উডবার্ন পার্কের মতো পৌরনিগমের একাধিক নার্সারি । ঝড়ের তাণ্ডবে বড় গাছের সঙ্গেও ক্ষতিগ্রস্ত হয়েছে চারা গাছ ও টবের ফুল গাছগুলিও ।

এবার শীতে অনিশ্চিত কলকাতা পৌরনিগমের পুষ্প প্রদর্শনী

এছাড়া লকডাউন সময় পৌরনিগমের মালিরা বাড়ি চলে যায় । ফলেই গাছের সঠিকভাবে পরিচর্যা ও বন্ধ ছিল । কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের প্রধান দেবাশিস কুমার জানিয়েছেন, "পুষ্প প্রদর্শনী করতে গেলে প্রায় ছ'মাস আগে থেকেই গাছ তৈরি করতে হয় । কিন্তু এই বছর 6 মাস আগে থেকে গাছ প্রস্তুত করা যায়নি । বরং যত্নের অভাবে বিভিন্ন জাতের গোলাপ গাছ শুকিয়ে গেছে । ঘূর্ণি ঝড়ের দাপটে বহু গাছ মারা গেছে । পরিচর্যার অভাবে অনেক গাছের ক্ষতি হয়েছে । তাই এত স্বল্প সময়ে গাছ প্রস্তুত করে পুষ্প প্রদর্শনী করা যাবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ।"

দীর্ঘদিন পৌরনিগমের বহু পার্ক বন্ধ পড়ে রয়েছে । পার্কগুলি বন্ধ থাকার ফলে পার্কের ভেতরের গাছগুলির দীর্ঘদিন পরিচর্যা হয়নি । অনেক পার্কেই গাছ বেহাল অবস্থায় পড়ে রয়েছে । সব উদ্যানের গাছগুলিকে আবার পুনরায় সাজিয়ে তুলতে বেশ খানিকটা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি ।

কলকাতা, 2 নভেম্বর : প্রতিবছরই শীতের মরশুমে বাহারি ফুল নিয়ে পুষ্প প্রদর্শনীর আয়োজন করে কলকাতা পৌরনিগম । চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, গোলাপ নানা রঙের ফুলের সমাহার ঘটে এই প্রদর্শনীতে । তবে এবছর কোরোনা সংক্রমণ ও ঘূর্ণিঝড় আমফানের দাপটে অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা পৌরনিগমের এই পুষ্প প্রদর্শনী । কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে কোথাও মেলা বা জমায়েত করার অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার । তাই পুষ্প প্রদর্শনীর আয়োজন করলে রাজ্য সরকারের কাছে থেকে অনুমতি পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে ।

কলকাতা পৌরনিগমের নিজস্ব বেশ কয়েকটি নার্সারি রয়েছে । সারাবছর সেই নার্সারিতে সযত্নে রাখা হয় বিভিন্ন ধরনের দেশি-বিদেশি গাছ । কোরোনা সংক্রমনের জেরে দীর্ঘদিন লকডাউনের ফলে গাছের পরিচর্যা বন্ধ ছিল । সেই সঙ্গে 20 মে ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গেছে শহর ও শহরতলি । ঝড়ের তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে টালা পার্ক, দেশপ্রিয় পার্ক, যোধপুর পার্ক, অকল্যান্ড পার্ক, উডবার্ন পার্কের মতো পৌরনিগমের একাধিক নার্সারি । ঝড়ের তাণ্ডবে বড় গাছের সঙ্গেও ক্ষতিগ্রস্ত হয়েছে চারা গাছ ও টবের ফুল গাছগুলিও ।

এবার শীতে অনিশ্চিত কলকাতা পৌরনিগমের পুষ্প প্রদর্শনী

এছাড়া লকডাউন সময় পৌরনিগমের মালিরা বাড়ি চলে যায় । ফলেই গাছের সঠিকভাবে পরিচর্যা ও বন্ধ ছিল । কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগের প্রধান দেবাশিস কুমার জানিয়েছেন, "পুষ্প প্রদর্শনী করতে গেলে প্রায় ছ'মাস আগে থেকেই গাছ তৈরি করতে হয় । কিন্তু এই বছর 6 মাস আগে থেকে গাছ প্রস্তুত করা যায়নি । বরং যত্নের অভাবে বিভিন্ন জাতের গোলাপ গাছ শুকিয়ে গেছে । ঘূর্ণি ঝড়ের দাপটে বহু গাছ মারা গেছে । পরিচর্যার অভাবে অনেক গাছের ক্ষতি হয়েছে । তাই এত স্বল্প সময়ে গাছ প্রস্তুত করে পুষ্প প্রদর্শনী করা যাবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ।"

দীর্ঘদিন পৌরনিগমের বহু পার্ক বন্ধ পড়ে রয়েছে । পার্কগুলি বন্ধ থাকার ফলে পার্কের ভেতরের গাছগুলির দীর্ঘদিন পরিচর্যা হয়নি । অনেক পার্কেই গাছ বেহাল অবস্থায় পড়ে রয়েছে । সব উদ্যানের গাছগুলিকে আবার পুনরায় সাজিয়ে তুলতে বেশ খানিকটা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.