কলকাতা, 3 জুন : বেআইনি বাড়ি নির্মাণে লাগাম দিতে ও পৌর আধিকারিকদের একাংশের দুর্নীতি রুখতে এবার নির্দিষ্ট নির্দেশিকা তৈরির সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম। পৌর কমিশনার বিনোদ কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটিই অবৈধ বাড়ি ভাঙার ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশিকা তৈরি করবে ৷ সেগুলি পৌরনিগমের অনুমোদন পাওয়ার পর বিল্ডিং বিভাগের আধিকারিকদের দেওয়া হবে ৷ এমনটাই জানালেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷
কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর কাছে শহরে অবৈধ নির্মাণ নিয়ে আধিকারিকদের পক্ষপাতিত্বের অভিযোগ এসেছে। অনেক ছোট বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হলেও, বহুলাংশে বহুতল ও প্রোমোটারদের নির্মাণে ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বস্তুত এই কারণেই বৃহস্পতিবার পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর মাসিক বৈঠকে বেআইনি বাড়ি ভাঙা নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, অবৈধভাবে টাকা নিয়ে বড় বাড়ি ও প্রোমোটারদের অবৈধ নির্মাণগুলিতে অনুমতি ও ছাড় দেওয়ার অভিযোগ উঠেছে অনেক পৌর আধিকারিকের বিরুদ্ধে ৷ এরকম পক্ষপাতিত্ব যাতে না হয় এবং কোনও পৌর আধিকারিক যাতে অবৈধভাবে টাকা লেনদেনের মাধ্যমে নির্মাণ কাজে সাহায্য না করতে পারেন, তাই এই নির্দিষ্ট নির্দেশিকা তৈরির সিদ্ধান্ত ৷ কোন নির্মাণ ভাঙা হবে বা ভাঙা হবে না বা ভাঙা হলেও কতটা অংশ ভাঙা হবে , সেসব নিয়েই এই নির্দেশিকা তৈরি হবে ৷
আরও পড়ুন : দুই দলের তৎপরতায় ফের মুকুলকে নিয়ে মুকুলিত জল্পনা
পাশাপাশি তিনি এও জানান , এই নির্দেশিকা তৈরির জন্য যে কমিটি গঠন করা হয়েছে , সেখানে থাকবেন দেবাশিস কুমার, স্বপন সমাদ্দার , বৈশ্বানর চট্টোপাধ্যায় ,দেবব্রত মজুমদার ও পৌর কমিশনার বিনোদ কুমার।