ETV Bharat / state

ভূপেন হাজারিকার বাড়িকে হেরিটেজ করার সিদ্ধান্ত - ভূপেন হাজারিকার বাড়িকে হেরিটেজের সিদ্ধান্ত

ভূপেন হাজারিকা ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী । অসমে তাঁর জন্ম । কলকাতার 77/2 গলফ ক্লাব রোডের বাড়িতে দীর্ঘ জীবন কাটিয়েছেন তিনি । এই বাড়িটিকে এবার হেরিটেজ বাড়ি করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগমের হেরিটেজ কমিটি ।

image
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jan 2, 2020, 9:11 PM IST

কলকাতা, 2 জানুয়ারি : প্রয়াত গায়ক ভূপেন হাজারিকার বাড়িকে হেরিটেজ বাড়ি করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম । পাশাপাশি ইসকনের আদি মন্দিরটিও হেরিটেজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ভূপেন হাজারিকা ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী । অসমে তাঁর জন্ম । কলকাতার 77/2 গলফ ক্লাব রোডের বাড়িতে দীর্ঘ জীবন কাটিয়েছেন তিনি । এই বাড়িটিকে এবার হেরিটেজ বাড়ি করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম । সেই সঙ্গে মাইকেল মধুসূদনের বাড়ি আগেই হেরিটেজ বাড়ির তালিকাভুক্ত করা হয়েছিল । কিন্তু পৌরনিগম সূত্রে জানা গেছে , মাইকেল মধুসূদন দত্তের পরিবারের তরফ থেকে হেরিটেজ তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছে ।

পৌর নিগমের মেয়র পরিষদের বৈঠকে হেরিটেজ বাড়িগুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই মুহূর্তে হেরিটেজ বাড়ির তালিকায় রয়েছে 611 টি বাড়ি, গ্রেড-2A তে রয়েছে 197 টি বাড়ি । গ্রেড 2B তে রয়েছে 109 টি হেরিটেজ বাড়ি । এখন পৌর আইন অনুসারে গ্রেড-A বাড়িগুলিতে কোনওরকম নির্মাণ কাজ করা যায় না । গ্রেড 2A-এর হেরিটেজ বাড়ির সামনের অংশ অক্ষত রেখে পেছনের অংশ নির্মাণ কাজ করা যায় । গ্রেড 2B- হেরিটেজ বাড়িগুলির সামনে ও পেছনে অংশে নির্মাণ কাজ করা যায় । বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত মেট্রোপলিটন ইনস্টিটিউট হেরিটেজ বাড়ির তালিকাভুক্ত হওয়া নিয়ে কোনও কিছু স্থির হয়নি । দ্রুত এই বাড়িটিকে গ্রেডের তালিকার অন্তর্ভুক্ত করা হবে ।

কলকাতা, 2 জানুয়ারি : প্রয়াত গায়ক ভূপেন হাজারিকার বাড়িকে হেরিটেজ বাড়ি করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম । পাশাপাশি ইসকনের আদি মন্দিরটিও হেরিটেজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ভূপেন হাজারিকা ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী । অসমে তাঁর জন্ম । কলকাতার 77/2 গলফ ক্লাব রোডের বাড়িতে দীর্ঘ জীবন কাটিয়েছেন তিনি । এই বাড়িটিকে এবার হেরিটেজ বাড়ি করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম । সেই সঙ্গে মাইকেল মধুসূদনের বাড়ি আগেই হেরিটেজ বাড়ির তালিকাভুক্ত করা হয়েছিল । কিন্তু পৌরনিগম সূত্রে জানা গেছে , মাইকেল মধুসূদন দত্তের পরিবারের তরফ থেকে হেরিটেজ তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছে ।

পৌর নিগমের মেয়র পরিষদের বৈঠকে হেরিটেজ বাড়িগুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই মুহূর্তে হেরিটেজ বাড়ির তালিকায় রয়েছে 611 টি বাড়ি, গ্রেড-2A তে রয়েছে 197 টি বাড়ি । গ্রেড 2B তে রয়েছে 109 টি হেরিটেজ বাড়ি । এখন পৌর আইন অনুসারে গ্রেড-A বাড়িগুলিতে কোনওরকম নির্মাণ কাজ করা যায় না । গ্রেড 2A-এর হেরিটেজ বাড়ির সামনের অংশ অক্ষত রেখে পেছনের অংশ নির্মাণ কাজ করা যায় । গ্রেড 2B- হেরিটেজ বাড়িগুলির সামনে ও পেছনে অংশে নির্মাণ কাজ করা যায় । বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত মেট্রোপলিটন ইনস্টিটিউট হেরিটেজ বাড়ির তালিকাভুক্ত হওয়া নিয়ে কোনও কিছু স্থির হয়নি । দ্রুত এই বাড়িটিকে গ্রেডের তালিকার অন্তর্ভুক্ত করা হবে ।

Intro:প্রয়াত গায়ক ভূপেন হাজারিকার বাড়িকে হেরিটেজ বাড়ি করার সিদ্ধান্ত নিলো কলকাতা পৌরনিগম। 77/2 গলফ ক্লাব রোডের বাড়িতে দীর্ঘ জীবন কাটিয়েছেন প্রয়াত ভূপেন হাজারিকা। কলকাতা পুর নিগমের হেরিটেজ কমিটি সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে ইসকনের আদি মন্দিরটি কেউ হেরিটেজ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম। সেই সঙ্গে মাইকেল মধুসূদনের বাড়ি আগেই হেরিটেজ বাড়ির তালিকাভুক্ত করা হয়েছিল। পুরনিগম সূত্রে জানা গেছে মাইকেল মধুসূদন দত্তের পরিবারের তরফ থেকে পুর নিগমের আবেদন জানিয়েছে হেরিটেজ তালিকা থেকে বাদ দেওয়ার জন্য।


Body: পৌর নিগমের মেয়র পরিষদের বৈঠকে হেরিটেজ বাড়িগুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে হেরিটেজ বাড়ির তালিকায় রয়েছে 611বাড়ি, গ্রেড 2 A- তে রয়েছে 197 টি বাড়ি। গ্রেড 2 B তে রয়েছে 109 টি হেরিটেজ বাড়ি। এখন grade-a বাড়ি গুলিতে কোনরকম নির্মাণ কাজ করা যায় না পুর আইন অনুসারে। গ্রেড 2A-এর হেরিটেজ বাড়ির সামনের অংশ অক্ষত রেখে পেছনের অংশ নির্মাণ কাজ করা যায় পুর আইন অনুযায়ী। গ্রেড 2B- হেরিটেজ বাড়িগুলির সামনে ও পেছনে অংশে নির্মাণ কাজ করা যায় পুর আইন অনুযায়ী। বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত মেট্রোপলিটন ইনস্টিটিউট হেরিটেজ বাড়ির তালিকায় অন্তর্ভুক্ত হলো এখনো স্থির হয়নি। দ্রুত এই বাড়িটিকে গ্রেডের তালিকার অন্তর্ভুক্ত করা হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.