কলকাতা, 1 সেপটেম্বর : প্রাতঃভ্রমণের জন্য আগেই 4 ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছিল পার্কগুলি ৷ এবার সান্ধ্য ভ্রমণের জন্য পার্ক আরও দুই ঘণ্টা খোলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ করোনা পরিস্থিতির জন্য পার্কগুলি সম্পূর্ণ বন্ধ রাখা হয় দীর্ঘদিন । এরপর প্রাতঃভ্রমণের জন্য সকাল 6 টা থেকে বেলা 10টা পর্যন্ত পার্ক খুলে দেওয়া হয় । গতকাল পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে সান্ধ্যভ্রমণের জন্য বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কলকাতা পৌরনিগমের পার্কগুলি খোলা থাকবে । তবে পার্কগুলোতে প্রাতঃভ্রমণ অথবা সন্ধ্যাকালীন ভ্রমণ করার জন্য করোনা ভ্যাকসিনের দুটি ডোজ় থাকা আবশ্যক । তবে পৌরনিগমের চিলড্রেন'স পার্কগুলি বন্ধ থাকছে ।
কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তথা কলকাতা পৌরনিগমের উদ্যান ও পার্কিং বিভাগের প্রধান দেবাশিস কুমার জানিয়েছেন, এবার থেকে বিকেলবেলা অতিরিক্ত দু ঘণ্টার জন্য পুরনিগমের পার্কগুলি খোলা থাকবে । সকাল 6 টা থেকে সকাল দশটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত পার্কগুলি খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে পার্কে প্রবেশ করার জন্য করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে । পার্কে প্রবেশের সময় পার্কের নিরাপত্তারক্ষাকর্মীকে দুটো ডোজ়ের ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হবে । তবে চিলড্রেন'স পার্ক খোলা হচ্ছে না । চিলড্রেন'স পার্ক আপাতত বন্ধ থাকবে ।
একইসঙ্গে দেবাশিস কুমার জানিয়েছেন, এবার থেকে রাত দশটা পর্যন্ত শহরে গাড়ি পার্কিং করা যাবে । নাইট কারফিউ রাত 11 টা পর্যন্ত হয়ে যাওয়াতে রাত দশটা পর্যন্ত শহরের গাড়ি পার্কিং করা যাবে । আগে রাত ন'টা থেকে নাইট কারফিউ থাকায় আটটা পর্যন্ত কার পার্কিং করা যেত । সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত শহরের রাস্তায় গাড়ি পার্কিং করা যাবে ।
Kolkata Municipal Corporation : সান্ধ্যকালীন ভ্রমণের জন্য অতিরিক্ত দুই ঘণ্টা খোলা থাকবে পার্ক, প্রবেশের শর্ত দুটি ডোজ় - পার্ক
সান্ধ্যকালীন ভ্রমণের জন্য আরও দুই ঘণ্টা পার্কগুলি খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত পার্কগুলি খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে পার্কে প্রবেশ করার জন্য করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে ।
কলকাতা, 1 সেপটেম্বর : প্রাতঃভ্রমণের জন্য আগেই 4 ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছিল পার্কগুলি ৷ এবার সান্ধ্য ভ্রমণের জন্য পার্ক আরও দুই ঘণ্টা খোলার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ করোনা পরিস্থিতির জন্য পার্কগুলি সম্পূর্ণ বন্ধ রাখা হয় দীর্ঘদিন । এরপর প্রাতঃভ্রমণের জন্য সকাল 6 টা থেকে বেলা 10টা পর্যন্ত পার্ক খুলে দেওয়া হয় । গতকাল পৌরনিগম সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে সান্ধ্যভ্রমণের জন্য বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কলকাতা পৌরনিগমের পার্কগুলি খোলা থাকবে । তবে পার্কগুলোতে প্রাতঃভ্রমণ অথবা সন্ধ্যাকালীন ভ্রমণ করার জন্য করোনা ভ্যাকসিনের দুটি ডোজ় থাকা আবশ্যক । তবে পৌরনিগমের চিলড্রেন'স পার্কগুলি বন্ধ থাকছে ।
কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তথা কলকাতা পৌরনিগমের উদ্যান ও পার্কিং বিভাগের প্রধান দেবাশিস কুমার জানিয়েছেন, এবার থেকে বিকেলবেলা অতিরিক্ত দু ঘণ্টার জন্য পুরনিগমের পার্কগুলি খোলা থাকবে । সকাল 6 টা থেকে সকাল দশটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত পার্কগুলি খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে পার্কে প্রবেশ করার জন্য করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে । পার্কে প্রবেশের সময় পার্কের নিরাপত্তারক্ষাকর্মীকে দুটো ডোজ়ের ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হবে । তবে চিলড্রেন'স পার্ক খোলা হচ্ছে না । চিলড্রেন'স পার্ক আপাতত বন্ধ থাকবে ।
একইসঙ্গে দেবাশিস কুমার জানিয়েছেন, এবার থেকে রাত দশটা পর্যন্ত শহরে গাড়ি পার্কিং করা যাবে । নাইট কারফিউ রাত 11 টা পর্যন্ত হয়ে যাওয়াতে রাত দশটা পর্যন্ত শহরের গাড়ি পার্কিং করা যাবে । আগে রাত ন'টা থেকে নাইট কারফিউ থাকায় আটটা পর্যন্ত কার পার্কিং করা যেত । সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত শহরের রাস্তায় গাড়ি পার্কিং করা যাবে ।