ETV Bharat / state

Kolkata Metro Rail: জি-20 লোগো সমন্বয়ে নয়া স্মার্ট কার্ড বিক্রি শুরু মেট্রোয় - Kolkata Metro Smart Card

মেট্রোর স্মার্ট কার্ড সেজে উঠেছে নতুন রূপে। জি-20 সামিটকে ((G-20 Summit) স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতা মেট্রোর (Kolkata Metro) যাত্রীরা এই বিশেষ লোগো দেওয়া কার্ডটি নিজেদের সংগ্রহে রাখতে পারবেন।

Kolkata Metro Rail
স্মার্ট কার্ড বিক্রি শুরু মেট্রোয়
author img

By

Published : Jan 28, 2023, 4:38 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: এবার নব কলেবরে আত্মপ্রকাশ করল কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড (Kolkata Metro Smart Card) । মেট্রো রেলের স্মার্ট কার্ডে এবার দেখতে পাওয়া যাবে জি-20 (G-20) লোগো। ইতিমধ্যেই কাউন্টার থেকে শুরু হয়েছে এই নতুন রূপে স্মার্ট কার্ডের বিক্রি। নতুন রূপের প্রথম কার্ড কালীঘাট মেট্রো স্টেশনে এক যাত্রীর হাতে তুলে দেন কলকাতা মেট্রোর চিফ অপারেশনস ম্যানেজার চন্দ্রিমা রায়।

গতবছর 30 ডিসেম্বর জোকা-তারাতলা পার্পল লাইনের মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে জি-20 লোগো দিয়ে নতুন চেহারার স্মার্ট কার্ডের উদ্বোধন করে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এই ধরনের এক লক্ষ স্মার্ট কার্ড বিক্রি করা হবে কাউন্টার থেকে। এই স্মার্ট কার্ড ব্লু, গ্রিন এবং পার্পল লাইনের সবকটি বুকিং কাউন্টার থেকেই কিনতে পারবেন যাত্রীরা। ঠিক একইভাবে এর আগেও মেট্রোর স্মার্ট কার্ড সেজে উঠেছিল নতুন রূপে।

75তম স্বাধীনতা দিবসকে যাত্রীদের মধ্যে স্মরণীয় করে রাখতে মেট্রোর স্মার্ট কার্ডে বসানো হয়েছিল 'আজাদি কা অমৃত মহোৎসব' লোগো। তখন 2 লক্ষ 30 হাজার এই বিশেষ স্মার্ট কার্ড তৈরি করেছিল মেট্রো। মেট্রোর টোকেনও পেয়েছে নতুন রূপ। এমনকী বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ইতিপূর্বে স্মার্ট কার্ড এবং টোকেন পেয়েছিল নতুন রূপ। কারণ করোনা অতিমারির যেতে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে মেট্রোর আয়। কমেছিল যাত্রী সংখ্যাও। তাই কলকাতা মেট্রোর আয় বাড়াতে কর্তৃপক্ষ এই ধরনের বিভিন্ন বিকল্প পথ নিয়েছে।

আরও পড়ুন: 26 জানুয়ারিতে কমছে মেট্রোর সংখ্যা, জোকা-তারাতলা বন্ধ পরিষেবা

এর ফলে বার্ষিক আয়েও বাড়বে অনেকটাই। তাই আবার ঘুরে দাঁড়াতে মেট্রো কর্তৃপক্ষ একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে এই ধরনের ব্র্যান্ডিংয়ের সঙ্গে যুক্ত হয়ে সই করে, আয় বাড়ার আশায়। ভবিষ্যতে আরও একাধিক ক্ষেত্র থেকে আয় বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে কলকাতা মেট্রোর তরফে ৷ সম্প্রতি নর্থ-সাউথ করিডোরে মেট্রো আবার ছুঁয়েছে ছ'লক্ষেরও বেশি যাত্রী সংখ্যা ৷ এর ফলে স্বাভাবিকভাবেই কিছুটা উন্নতি এসেছে মেট্রো আয়ের নিরিখে।

কলকাতা, 28 জানুয়ারি: এবার নব কলেবরে আত্মপ্রকাশ করল কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড (Kolkata Metro Smart Card) । মেট্রো রেলের স্মার্ট কার্ডে এবার দেখতে পাওয়া যাবে জি-20 (G-20) লোগো। ইতিমধ্যেই কাউন্টার থেকে শুরু হয়েছে এই নতুন রূপে স্মার্ট কার্ডের বিক্রি। নতুন রূপের প্রথম কার্ড কালীঘাট মেট্রো স্টেশনে এক যাত্রীর হাতে তুলে দেন কলকাতা মেট্রোর চিফ অপারেশনস ম্যানেজার চন্দ্রিমা রায়।

গতবছর 30 ডিসেম্বর জোকা-তারাতলা পার্পল লাইনের মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে জি-20 লোগো দিয়ে নতুন চেহারার স্মার্ট কার্ডের উদ্বোধন করে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এই ধরনের এক লক্ষ স্মার্ট কার্ড বিক্রি করা হবে কাউন্টার থেকে। এই স্মার্ট কার্ড ব্লু, গ্রিন এবং পার্পল লাইনের সবকটি বুকিং কাউন্টার থেকেই কিনতে পারবেন যাত্রীরা। ঠিক একইভাবে এর আগেও মেট্রোর স্মার্ট কার্ড সেজে উঠেছিল নতুন রূপে।

75তম স্বাধীনতা দিবসকে যাত্রীদের মধ্যে স্মরণীয় করে রাখতে মেট্রোর স্মার্ট কার্ডে বসানো হয়েছিল 'আজাদি কা অমৃত মহোৎসব' লোগো। তখন 2 লক্ষ 30 হাজার এই বিশেষ স্মার্ট কার্ড তৈরি করেছিল মেট্রো। মেট্রোর টোকেনও পেয়েছে নতুন রূপ। এমনকী বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ইতিপূর্বে স্মার্ট কার্ড এবং টোকেন পেয়েছিল নতুন রূপ। কারণ করোনা অতিমারির যেতে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে মেট্রোর আয়। কমেছিল যাত্রী সংখ্যাও। তাই কলকাতা মেট্রোর আয় বাড়াতে কর্তৃপক্ষ এই ধরনের বিভিন্ন বিকল্প পথ নিয়েছে।

আরও পড়ুন: 26 জানুয়ারিতে কমছে মেট্রোর সংখ্যা, জোকা-তারাতলা বন্ধ পরিষেবা

এর ফলে বার্ষিক আয়েও বাড়বে অনেকটাই। তাই আবার ঘুরে দাঁড়াতে মেট্রো কর্তৃপক্ষ একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে এই ধরনের ব্র্যান্ডিংয়ের সঙ্গে যুক্ত হয়ে সই করে, আয় বাড়ার আশায়। ভবিষ্যতে আরও একাধিক ক্ষেত্র থেকে আয় বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে কলকাতা মেট্রোর তরফে ৷ সম্প্রতি নর্থ-সাউথ করিডোরে মেট্রো আবার ছুঁয়েছে ছ'লক্ষেরও বেশি যাত্রী সংখ্যা ৷ এর ফলে স্বাভাবিকভাবেই কিছুটা উন্নতি এসেছে মেট্রো আয়ের নিরিখে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.