কলকাতা, 5 এপ্রিল: আগামী শুক্রবার, 7 এপ্রিল গুডফ্রাইডে । এদিন রাজ্যেও ছুটি ঘোষণা করা হয়েছে । তাই স্কুল কলেজ এবং বহু অফিসে ছুটি রয়েছে বলে ব্লু এবং গ্রিন লাইনে কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । আগামী শুক্রবার ব্লু লাইনে 288টির পরিবর্তে 188টি মেট্রো চালানো হবে । মোট মেট্রোর মধ্যে 94টি আপ ও 94টি ডাউন মেট্রো রয়েছে । ব্লু লাইনে 7 এপ্রিল দিনের শুরু ও শেষ মেট্রো পরিষেবার সময় একই থাকবে ৷
গ্রিন লাইনে 7 এপ্রিল সারাদিনে চলবে মোট 90টি মেট্রো । মোট সংখ্যার মধ্যে 45টি আপ এবং 45টি ডাউন । সাধারণত এই লাইনে সারাদিনে 106টি মেট্রো চলে । তবে দিনের শুরু ও শেষ মেট্রোর সময় একই থাকবে ৷
বিশেষ দিনগুলিতে কলকাতা মেট্রোর তরফে বরাবরই পরিষেবা বাড়ানো হয়ে থাকে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ৷ এবার শহরের ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে আগামী 6,14, 23 এপ্রিল ও 8, 11 ও 20 মে আইপিএল ম্যাচের জন্য রাতে থাকবে বিশেষ মেট্রো পরিষেবা । বুধবার কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এমনটাই জানিয়েছেন । নিজের শহরে ম্যাচ দেখতে এই দিনগুলিতে বহু ক্রিকেটপ্রেমীদের সমাগম হবে ইডেন গার্ডেন্সে । তাই খেলা দেখে ফেরার সময় মধ্যরাতে যাতে দর্শকদের কোনও সমস্যায় পড়তে না হয় তাই ওই নির্দিষ্ট দিনগুলিতে বিশেষ মেট্রো চালানো হবে ।
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ম্যাচের দিনগুলিতে ঠিক রাত 12টা 15 মিনিটে এসপ্ল্যানেড থেকে ছেড়ে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছবে রাত 12টা 48 মিনিটে । আর ডাউন লাইনে ম্যাচের দিনগুলিতে রাত 12টা 15 মিনিটে এসপ্ল্যানেড থেকে ছেড়ে কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছবে রাত 12টা 48 মিনিটে ৷
আরও পড়ুন : শীঘ্রই শুরু হতে চলেছে নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিষেবা