ETV Bharat / state

Kolkata Metro Service: চলবে লাইন মেরামতির কাজ, রবিবার সকালে মেট্রো চলাচল নিয়ন্ত্রণ নর্থ-সাউথ শাখায় - মেট্রো চলাচল নিয়ন্ত্রণ

চলবে লাইন মেরামতির কাজ ৷ সে কারণে রবিবার সকালে কিছুটা নিয়ন্ত্রণ করা হবে কলকাতা মেট্রো রেলের নর্থ-সাউথ শাখায় মেট্রো পরিষেবা ৷ মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে সকাল 9টা থেকে সকাল 10টার মধ্যে পরিষেবা বন্ধ থাকবে ।

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 20, 2023, 5:43 PM IST

কলকাতা, 20 মে: মেট্রোর ট্র্যাক মেরামতের কাজের জন্য আগামিকাল অর্থাৎ রবিবার কলকাতা মেট্রো রেলের নর্থ-সাউথ শাখায় (ব্লু লাইন) পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে । ব্লু লাইনে এই ট্র্যাক মেরামতের কাজের জন্য চলতি মে মাস এবং জুন মাসের প্রথম দিক পর্যন্ত মেট্রো পরিষেবা কিছুটা নিয়ন্ত্রণ করা হবে ।

তবে সপ্তাহের কাজের দিন অর্থাৎ সোম থেকে শনিবার এই মেট্রো লাইন মেরামতির কাজ করা হবে না ৷ সপ্তাহান্তে চলবে এই কাজ । বেশ কয়েকটি দিন লাগবে মেট্রোর ব্লু লাইনের ট্র্যাক মেরামতের জন্য ৷ রবিবার অর্থাৎ 21 মে এই কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । তবে যাত্রীদের সুবিধার্থে রবিবার ভোরের দিকেই এই কাজ করা হবে ৷ এরফলে আগামিকাল যারা বিভিন্ন কাজে মেট্রোয় যাতায়াত করবেন তাদের কোনও সমস্যা পড়তে হবে না । এমনটাই দাবি মেট্রো কর্তৃপক্ষের ৷

মেট্রো রেলের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রবিবার দক্ষিণেশ্বর ও দমদম থেকে মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন পর্যন্ত সকাল 9 টা থেকে সকাল 10 টার মধ্যে পরিষেবা স্বাভাবিক থাকবে । তবে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে সকাল 9 টা থেকে সকাল 10টার মধ্যে পরিষেবা বন্ধ থাকবে । লাইনের কাজ চলবে সকাল 10 টা পর্যন্ত । তাই সকাল 10 টার পর থেকে আবার দক্ষিণেশ্বর ও দমদম মেট্রো স্টেশন থেকে কবি সুভাষের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে । উল্লেখ্য, ট্র্যাক মেরামতের কাজের জন্য যে এক মাসের বেশ কয়েকটি দিন এই ধরনের পাওয়ার ব্লক নেওয়া হবে তা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ ৷ এবার সেই কাজ শুরু হচ্ছে ৷

আরও পড়ুন: দোকানে দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, নষ্ট হওয়া খাবার ডাস্টবিনে ফেললেন আধিকারিক

কলকাতা, 20 মে: মেট্রোর ট্র্যাক মেরামতের কাজের জন্য আগামিকাল অর্থাৎ রবিবার কলকাতা মেট্রো রেলের নর্থ-সাউথ শাখায় (ব্লু লাইন) পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে । ব্লু লাইনে এই ট্র্যাক মেরামতের কাজের জন্য চলতি মে মাস এবং জুন মাসের প্রথম দিক পর্যন্ত মেট্রো পরিষেবা কিছুটা নিয়ন্ত্রণ করা হবে ।

তবে সপ্তাহের কাজের দিন অর্থাৎ সোম থেকে শনিবার এই মেট্রো লাইন মেরামতির কাজ করা হবে না ৷ সপ্তাহান্তে চলবে এই কাজ । বেশ কয়েকটি দিন লাগবে মেট্রোর ব্লু লাইনের ট্র্যাক মেরামতের জন্য ৷ রবিবার অর্থাৎ 21 মে এই কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । তবে যাত্রীদের সুবিধার্থে রবিবার ভোরের দিকেই এই কাজ করা হবে ৷ এরফলে আগামিকাল যারা বিভিন্ন কাজে মেট্রোয় যাতায়াত করবেন তাদের কোনও সমস্যা পড়তে হবে না । এমনটাই দাবি মেট্রো কর্তৃপক্ষের ৷

মেট্রো রেলের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রবিবার দক্ষিণেশ্বর ও দমদম থেকে মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন পর্যন্ত সকাল 9 টা থেকে সকাল 10 টার মধ্যে পরিষেবা স্বাভাবিক থাকবে । তবে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের মধ্যে সকাল 9 টা থেকে সকাল 10টার মধ্যে পরিষেবা বন্ধ থাকবে । লাইনের কাজ চলবে সকাল 10 টা পর্যন্ত । তাই সকাল 10 টার পর থেকে আবার দক্ষিণেশ্বর ও দমদম মেট্রো স্টেশন থেকে কবি সুভাষের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে । উল্লেখ্য, ট্র্যাক মেরামতের কাজের জন্য যে এক মাসের বেশ কয়েকটি দিন এই ধরনের পাওয়ার ব্লক নেওয়া হবে তা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ ৷ এবার সেই কাজ শুরু হচ্ছে ৷

আরও পড়ুন: দোকানে দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, নষ্ট হওয়া খাবার ডাস্টবিনে ফেললেন আধিকারিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.