হাওড়া, 11 জুলাই: দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল এই কলকাতা শহরেই ৷ যা এখন দুটি করিডরে বিভক্ত । একটি উত্তর-দক্ষিণ ও অপরটি পূর্ব-পশ্চিম । উত্তর-দক্ষিণ মেট্রোর উদ্বোধন হয় 1984 সালে । পূর্ব-পশ্চিম মেট্রো সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প । যা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত 16.6 কিলোমিটার পথ অতিক্রম করছে ।
এই যাত্রাপথের মধ্যে রয়েছে 12টি স্টেশন । 13 ফেব্রুয়ারি 2020 উদ্বোধনের পরদিনই তা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য । বর্তমানে যা সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলছে । এরপর ফুলবাগান পর্যন্ত তা আরও 6.97 কিলোমিটার পথ সম্প্রসারিত হয় ।
অষ্টম মেট্রো স্টেশনের মধ্যে শিয়ালদা মেট্রোর উদ্বোধন আজ অর্থাৎ সোমবার (Kolkata Metro service at a glance before the inauguration of Sealdah Metro)৷ গোটা প্রকল্পটি 2023 সালের মধ্যে সম্পূর্ণ করা হবে । যা হাওড়া ও শিয়ালদার মতো এশিয়ার ব্যস্ততম দুটি রেলস্টেশনকে সংযুক্ত করবে ।
আরও পড়ুন : বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে না, শিয়ালদা মেট্রোর উদ্বোধন নিয়ে মন্তব্য শমীকের
এই প্রকল্পে প্রায় 9 লক্ষেরও অধিক যাত্রীদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে । এটাই ভারতে সর্বপ্রথম যেখানে গঙ্গার নিচ দিয়ে টানেলের মাধ্যমে এর যাত্রাপথ করা হয়েছে । বর্তমানে উত্তর-দক্ষিণ মেট্রো 31.40 কিলোমিটার পথে 7 লক্ষ যাত্রী সুবিধা পাচ্ছে এই প্রকল্পে ।
2023 সালের বাজেটে 1380.06 কোটি টাকা বরাদ্দ করা হয় । এতে সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । সোমবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির শিয়ালদা স্টেশনের উদ্বোধনের মাধ্যমে পূর্ব-পশ্চিম মেট্রোর ফুলবাগান মেট্রোর 2.33 কিলোমিটার পথ যুক্ত হবে । ফুলবাগান ও শিয়ালদা মেট্রো তৈরিতে 1 হাজার 250 কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে । এই রুটটি যাত্রীদের জন্য দ্রুত, সুরক্ষিত ও পরিবেশ বান্ধব হবে বলে জানানো হয়েছে । প্রায় 35 হাজার নিত্যযাত্রী এই রুটের মাধ্যমে সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে ৷ এতে দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন ।
আরও পড়ুন : এপ্রিলেই ফুলবাগানের সঙ্গে জুড়ছে শিয়ালদা মেট্রো, এ বছরে আরও দু’টি করিডরে পরিষেবা
হাওড়া ময়দান থেকে 2025 সালের মধ্যে মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে এই নিত্যযাত্রীর সংখ্যা 1.83 লক্ষ ছাড়িয়ে যাবে বলেই আশা মেট্রো কর্তৃপক্ষের । যাত্রীরা খুব সহজেই মেডিক্যাল কলেজ হাসপাতাল, কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, শিয়ালদা বিআর সিং কলেজে যাতায়াত করতে পারবেন ।
শিয়ালদা মেন ও দক্ষিণ শাখার যাত্রীরা সহজেই স্টেশন থেকেই সল্টলেক সেক্টর ফাইভের আইটি হাব, আন্তর্জাতিক বাস টার্মিনাল ও বইমেলা প্রাঙ্গন সহজেই পৌঁছে যাবেন । 20 মিনিটের দূষণহীন রুটে সহজেই এই স্থানগুলো পৌঁছানো যাবে বলে সূত্রের খবর । বর্তমানে সড়ক পথে যা এক ঘণ্টারও বেশি সময় লাগে ।
আরও পড়ুন : শিয়ালদা মেট্রোর উদ্বোধনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, থাকবেন মেয়রও
এতে সল্টলেক ও নিউটাউন এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন । ওই এলাকার পড়ুয়া, শিক্ষকরা সহজেই প্রেসিডেন্সি কলেজ ও কলেজ স্ট্রিট পৌঁছাতে পারবেন । সম্পূর্ণ বাতানুকূল ও আধুনিক সুবিধাযুক্ত কামরায় স্টেশনের লিফট, এসকালেটর, শৌচালয়-সহ বিভিন্ন সুবিধা পাবেন যাত্রীরা ।
এছাড়াও প্রতিটা স্টেশনে থাকছে আপৎকালীন নিরাপত্তা সংক্রান্ত সমস্ত সুবিধা, যা কিনা যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি হয়েছে । এছাড়াও স্টেশনে ভিতর দৃষ্টি নন্দন ভাস্কর্যের মাধ্যমে সুন্দরভাবে রাজ্যের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে । পূর্ব-পশ্চিম মেট্রো শিয়ালদা পর্যন্ত যাত্রীদের যাত্রাপথের দূরত্ব ও সময়কে কমাবে ৷ শুধু তাই নয় এর পাশাপাশি সার্বিকভাবে ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে যোগদান দেবে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের ।
আরও পড়ুন : শিয়ালদা মেট্রোর উদ্বোধনের দিনও কাটছে না বিতর্ক, তরজা তুঙ্গে তৃণমূল-বিজেপির