ETV Bharat / state

Kolkata Metro Railway: তিন বছরের মধ্যে ভোলবদল কলকাতা মেট্রোর, বরাদ্দ ছ' হাজার কোটি টাকা - কলকাতা মেট্রো নেটওয়ার্ক

আগামী তিন বছরের মধ্যেই নতুন সাজে 85টি রেক যুক্ত হতে চলেছে কলকাতা মেট্রো নেটওয়ার্ক। অত্যাধুনিক এই রেকগুলি পৃথিবীর অন্য যে কোনও স্মার্ট সিটির মেট্রোর সঙ্গে টেক্কা দিতে পারবে বলেই জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Etv Bharat
কলকাতা মেট্রো
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 4:53 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: অচিরেই একেবারে ভোল বদলে যাবে কলকাতা মেট্রোর ! যার জন্য ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে বিপুল অঙ্কের টাকা। আগামী তিন বছরের মধ্যেই নতুন সাজে 85টি রেক যুক্ত হতে চলেছে কলকাতা মেট্রো নেটওয়ার্কে। অত্যাধুনিক এই রেকগুলি পৃথিবীর অন্য যে কোনও স্মার্ট সিটির মেট্রোর সঙ্গে টেক্কা দিতে পারবে বলেই জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

দীর্ঘ 37 বছর পরিষেবা দেওয়ার পর অবশেষে সময়ের স্বাভাবিক নিয়মে 2021 সালের 24 অক্টোবর বিদায় নিয়েছিল কলকাতা মেট্রো নেটওয়ার্কের শেষ নন এসি মেট্রো রেক। 1984 সালের 24 অক্টোবর ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থা (বিএইচইএল)-এর তৈরি নয়টি নন এসি রেক দিয়ে পথ চলা শুরু হয়েছিল কলকাতা মেট্রোর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এবং যাত্রী স্বাচ্ছন্দের জন্য 2008 সালে প্রথম ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)-এর তৈরি এসি রেক চালানো শুরু হয়। এরপর লাগাতার বিভিন্ন সময় মেট্রো নেটওয়ার্কে যুক্ত হয়েছে দেশীয় অত্যাধুনিক মানের রেক। রেক এসেছে চীনের ডালিয়ান থেকেও।

তবে এবার কলকাতা পাবে একেবারে বিদেশের ধাঁচের মেট্রোয় চড়ার অনুভূতি। কারণ এই ঝাঁ চকচক আন্তর্জাতিক মানের 85টি রেক তৈরির জন্য ছ'হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রেলমন্ত্রক। মেট্রোর এই রেকগুলি তৈরি করবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ। এই 85টি রেকের মধ্যে 82টি ব্রড গেজ রেক ও তিনটি স্ট্যান্ডার্ড গেজের রেক বলে জানা গিয়েছে।

যাত্রী নিরাপত্তার দিকেও যেমন 100 শতাংশ নজর দেওয়া হচ্ছে, তেমনই সাজসজ্জার ক্ষেত্রেও থাকছে নতুনত্ব। রাজ্যের সংস্কৃতির কিছু খন্ডচিত্র দেখা যাবে রেকের বাইরে এবং অন্দরে। টেরাকোটা শিল্প থেকে শুরু করে বাংলার বিয়ের সাজের শিল্প ব্যাবহার করা হবে রকগুলিতে। আবার কোথাও থাকবে বাংলার মনীষীদের উক্তি। এছাড়াও বাংলার বিভিন্ন রাজ্যের শিল্প সংস্কৃতি হস্তশিল্প সঙ্গীত লোককথা লোকগীতি থেকে অনুপ্রেরণা নিয়ে নবকলেবরে আত্মপ্রকাশ করবে রেকগুলি।

আরও পড়ুন: টিকিটের দাম সংক্রান্ত ভাইরাল নির্দেশিকা ভুয়ো, সতর্ক করল পূর্ব রেল

রেকের ভেতরে দু'দিকেই থাকবে ইউএসবি চার্জিং পোর্ট। অ্যান্টি স্কিট মেজে বা ফ্লোটিং, সিসিটিভি নজরদারিও থাকবে রেকে। কোনও আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হলে চালকের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন যাত্রীরা অর্থাৎ টকব্যাক সিস্টেমও থাকছে। একপাশে থাকছে ‘স্ট্যান্ডিং সিট’ । এর আগে কোনও রেকে এই ব্যবস্থা ছিল না বলেই জানা যাচ্ছে। যাত্রীদের সঙ্গে মালপত্র থাকলে সেগুলি রাখা ব্যবস্থাও থাকবে। যাত্রীদের মনোরঞ্জনের জন্য প্রতিটি রেকের ভেতরে থাকবে 'ইনফোটেনমেন্ট'-এর ব্যবস্থাও।

কলকাতা, 4 সেপ্টেম্বর: অচিরেই একেবারে ভোল বদলে যাবে কলকাতা মেট্রোর ! যার জন্য ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে বিপুল অঙ্কের টাকা। আগামী তিন বছরের মধ্যেই নতুন সাজে 85টি রেক যুক্ত হতে চলেছে কলকাতা মেট্রো নেটওয়ার্কে। অত্যাধুনিক এই রেকগুলি পৃথিবীর অন্য যে কোনও স্মার্ট সিটির মেট্রোর সঙ্গে টেক্কা দিতে পারবে বলেই জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

দীর্ঘ 37 বছর পরিষেবা দেওয়ার পর অবশেষে সময়ের স্বাভাবিক নিয়মে 2021 সালের 24 অক্টোবর বিদায় নিয়েছিল কলকাতা মেট্রো নেটওয়ার্কের শেষ নন এসি মেট্রো রেক। 1984 সালের 24 অক্টোবর ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থা (বিএইচইএল)-এর তৈরি নয়টি নন এসি রেক দিয়ে পথ চলা শুরু হয়েছিল কলকাতা মেট্রোর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এবং যাত্রী স্বাচ্ছন্দের জন্য 2008 সালে প্রথম ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)-এর তৈরি এসি রেক চালানো শুরু হয়। এরপর লাগাতার বিভিন্ন সময় মেট্রো নেটওয়ার্কে যুক্ত হয়েছে দেশীয় অত্যাধুনিক মানের রেক। রেক এসেছে চীনের ডালিয়ান থেকেও।

তবে এবার কলকাতা পাবে একেবারে বিদেশের ধাঁচের মেট্রোয় চড়ার অনুভূতি। কারণ এই ঝাঁ চকচক আন্তর্জাতিক মানের 85টি রেক তৈরির জন্য ছ'হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রেলমন্ত্রক। মেট্রোর এই রেকগুলি তৈরি করবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ। এই 85টি রেকের মধ্যে 82টি ব্রড গেজ রেক ও তিনটি স্ট্যান্ডার্ড গেজের রেক বলে জানা গিয়েছে।

যাত্রী নিরাপত্তার দিকেও যেমন 100 শতাংশ নজর দেওয়া হচ্ছে, তেমনই সাজসজ্জার ক্ষেত্রেও থাকছে নতুনত্ব। রাজ্যের সংস্কৃতির কিছু খন্ডচিত্র দেখা যাবে রেকের বাইরে এবং অন্দরে। টেরাকোটা শিল্প থেকে শুরু করে বাংলার বিয়ের সাজের শিল্প ব্যাবহার করা হবে রকগুলিতে। আবার কোথাও থাকবে বাংলার মনীষীদের উক্তি। এছাড়াও বাংলার বিভিন্ন রাজ্যের শিল্প সংস্কৃতি হস্তশিল্প সঙ্গীত লোককথা লোকগীতি থেকে অনুপ্রেরণা নিয়ে নবকলেবরে আত্মপ্রকাশ করবে রেকগুলি।

আরও পড়ুন: টিকিটের দাম সংক্রান্ত ভাইরাল নির্দেশিকা ভুয়ো, সতর্ক করল পূর্ব রেল

রেকের ভেতরে দু'দিকেই থাকবে ইউএসবি চার্জিং পোর্ট। অ্যান্টি স্কিট মেজে বা ফ্লোটিং, সিসিটিভি নজরদারিও থাকবে রেকে। কোনও আপৎকালীন পরিস্থিতির সৃষ্টি হলে চালকের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন যাত্রীরা অর্থাৎ টকব্যাক সিস্টেমও থাকছে। একপাশে থাকছে ‘স্ট্যান্ডিং সিট’ । এর আগে কোনও রেকে এই ব্যবস্থা ছিল না বলেই জানা যাচ্ছে। যাত্রীদের সঙ্গে মালপত্র থাকলে সেগুলি রাখা ব্যবস্থাও থাকবে। যাত্রীদের মনোরঞ্জনের জন্য প্রতিটি রেকের ভেতরে থাকবে 'ইনফোটেনমেন্ট'-এর ব্যবস্থাও।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.