ETV Bharat / state

KOLKATA METRO : স্টাফ স্পেশাল মেট্রোতে উঠতে পারবেন জরুরি পরিষেবায় যুক্ত কর্মীরা

মেন্টেনেন্স সার্ভিস স্পেশাল হিসেবে সারাদিনে চলবে মোট 12টি মেট্রো (6টি আপ ও 6টি ডাউন) ৷ কলকাতা মেট্রোর দুই প্রান্তিক স্টেশন অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন ও দমদম মেট্রো স্টেশন থেকে সকালে ট্রেন ছাড়ার সময় হল- 9.20 টা, 10টা ও 10.45 মিনিট । অন্যদিকে বিকেলে দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো ছাড়বে যথাক্রমে বিকেল 4.30টা, 5টা ও 5.30 মিনিটে ।

KOLKATA METRO
KOLKATA METRO
author img

By

Published : Jun 15, 2021, 9:29 PM IST

কলকাতা, 15 জুন : আগামীকাল অর্থাৎ 16 জুন থেকে মেট্রোর মেন্টেনেন্স সার্ভিস স্পেশালে উঠতে পারবেন জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীরা । আজ এমনই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষর তরফে । ব্যাঙ্ক কর্মী, ইন্সুরেন্স কর্মী, পুলিশ কর্মী, হাসপাতাল কর্মীরা নিজেদের আইডি কার্ড দেখিয়ে স্মার্ট কার্ডের ব্যবহার করে এই ট্রেনগুলিতে যাতায়াত করতে পারবেন ।

আগামীকাল থেকে মেন্টেনেন্স সার্ভিস স্পেশাল হিসেবে সারাদিনে চলবে মোট 12টি মেট্রো (6টি আপ ও 6টি ডাউন) ৷ কলকাতা মেট্রোর দুই প্রান্তিক স্টেশন অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন ও দমদম মেট্রো স্টেশন থেকে সকালে ট্রেন ছাড়ার সময় হল- 9.20 টা, 10টা ও 10.45 মিনিট । অন্যদিকে বিকেলে দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো ছাড়বে যথাক্রমে বিকেল 4.30টা, 5টা ও 5.30 মিনিটে । সোমবার থেকে শনিবার এই পরিষেবা চলবে ।

KOLKATA METRO
মেট্রোকে দেওয়া রাজ্যের চিঠি ।

আরও পড়ুন : শুভেন্দুর চ্যালেঞ্জের জবাব, বিধায়ক পদ এখনই ছাড়ছেন না মুকুল

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কর্মীদেরও এই ট্রেনে যাত্রা করতে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে । মেট্রো কর্তৃপক্ষকে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে , সংবাদ মাধ্যমের যে সমস্ত কর্মীদের রাজ্য সরকারের অ্যাক্রেডিটেশন রয়েছে তাঁদের এই ট্রেনে উঠতে দেওয়া হোক । রাজ্য সরকারে এই আবেদন মেনে নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ।

কলকাতা, 15 জুন : আগামীকাল অর্থাৎ 16 জুন থেকে মেট্রোর মেন্টেনেন্স সার্ভিস স্পেশালে উঠতে পারবেন জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মীরা । আজ এমনই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষর তরফে । ব্যাঙ্ক কর্মী, ইন্সুরেন্স কর্মী, পুলিশ কর্মী, হাসপাতাল কর্মীরা নিজেদের আইডি কার্ড দেখিয়ে স্মার্ট কার্ডের ব্যবহার করে এই ট্রেনগুলিতে যাতায়াত করতে পারবেন ।

আগামীকাল থেকে মেন্টেনেন্স সার্ভিস স্পেশাল হিসেবে সারাদিনে চলবে মোট 12টি মেট্রো (6টি আপ ও 6টি ডাউন) ৷ কলকাতা মেট্রোর দুই প্রান্তিক স্টেশন অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন ও দমদম মেট্রো স্টেশন থেকে সকালে ট্রেন ছাড়ার সময় হল- 9.20 টা, 10টা ও 10.45 মিনিট । অন্যদিকে বিকেলে দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো ছাড়বে যথাক্রমে বিকেল 4.30টা, 5টা ও 5.30 মিনিটে । সোমবার থেকে শনিবার এই পরিষেবা চলবে ।

KOLKATA METRO
মেট্রোকে দেওয়া রাজ্যের চিঠি ।

আরও পড়ুন : শুভেন্দুর চ্যালেঞ্জের জবাব, বিধায়ক পদ এখনই ছাড়ছেন না মুকুল

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কর্মীদেরও এই ট্রেনে যাত্রা করতে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে । মেট্রো কর্তৃপক্ষকে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে , সংবাদ মাধ্যমের যে সমস্ত কর্মীদের রাজ্য সরকারের অ্যাক্রেডিটেশন রয়েছে তাঁদের এই ট্রেনে উঠতে দেওয়া হোক । রাজ্য সরকারে এই আবেদন মেনে নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.