কলকাতা, 20 মে: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জেরবার কলকাতার পৌর প্রশাসন । বেশ কয়েক বছর ধরেই ঘটে যাওয়া দুর্ঘটনাগুলির নেপথ্যে ছিল হুকিং বা বিদ্যুৎ চুরি । যা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে পৌর প্রশাসনকে । শনিবার এরই মাঝে ভরা অধিবেশন কক্ষে কার্যত বিস্ফোরক মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, "কাউন্সিলররা জানেন কোথায় হুকিং হচ্ছে । সর্বসমক্ষে বলতে না পারলে আমাকে ফোন করে জানাক তাঁরা । সেই মতো ব্যবস্থা নেবে পৌর কর্তৃপক্ষ ।"
গত বছর বর্ষাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় প্রাণ গিয়েছে একাধিক ব্যক্তির । প্রত্যেকটি দুর্ঘটনার নেপথ্যেই হুকিং ছিল বলে অভিযোগ । আরও অভিযোগ, কলকাতা পৌরনিগমের তরফে হাজার চেষ্টা করেও রোখা যায়নি বিদ্যুৎ চুরি । এদিকে সামনেই আবার বর্ষা আসছে । এই অবস্থায় শনিবার কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশন চলাকালীন কাউন্সিলরদের সচেতন করার জন্য মেয়র ফিরহাদ হাকিমকে অনুরোধ করেন চেয়ারপার্সন মালা রায় ।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কাউন্সিলররা জানেন কোথায় হুকিং হচ্ছে । তারা সেই জায়গার তথ্য কর্পোরেশনকে জানাক । সর্বসমক্ষে বলার প্রয়োজন নেই, মেয়র পারিষদ আলো সন্দীপ বক্সি অথবা আমাকে ফোন করে জানালেই হবে । আমরা সিইএসসিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাব । সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে ।"
এদিকে মেয়রের এই বক্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছেন বিরোধীরা । এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "মেয়রের নিজের ওয়ার্ডেই সবচেয়ে বেশি হুকিং হয়ে থাকে । তাহলে তিনি কাকে ফোন করে জানাবেন !" বিজেপি কাউন্সিলর এর আরও দাবি, সবকিছু দুর্নীতি ধামাচাপা দিতে টাকা খায় তৃণমূলের কাউন্সিলররা । হুকিং এর খবর পেলেও সেখান থেকে টাকা তুলবেন তৃণমূল কাউন্সিলররা । ফলে সমস্যার সমাধান আদৌ হবে না ।
একইভাবে মেয়রের বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন তুলেছেন সিপিএম কাউন্সিলর নন্দিতা রায় । তিনি বলেন, ‘‘বছর কয়েকের মধ্যে যে কটা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, প্রত্যেকটাই তৃণমূল কাউন্সিলরদের ওয়ার্ডে । তাহলে মেয়রের বক্তব্য অনুযায়ী কাউন্সিলাররা যদি হুকিং প্রসঙ্গে জেনে থাকেন, কোথাও সেই দুর্ঘটনার দায় তাঁদেরও ছিল ।"
প্রসঙ্গত, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রুখতে ইতিমধ্যেই তৎপর হয়েছে নবান্ন । যার প্রেক্ষিতে সম্প্রতি কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে এক প্রস্থ বৈঠক সেরেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । সেই বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফে । সূত্রের খবর, বলা হয়েছে হুকিং রুখতে কলকাতা পুলিশ ও সিইএসসি-র সঙ্গে একযোগে কাজ করবে কলকাতা পৌরনিগম । কোথায় কোথায় হুকিং হচ্ছে, সেই তালিকা সিইএসসি ও কলকাতা পৌরনিগমের তরফে পুলিশকে দেওয়া হবে । সেই অনুযায়ী, পদক্ষেপ নেবে পুলিশ ।
আরও পড়ুন: হুকিং বন্ধে তৎপরতা বাড়তেই নতুন মিটারের চাহিদা বাড়ছে কলকাতার বস্তিতে