ETV Bharat / state

Firhad Slams Governor: মিজোরামে মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে রেলের আর্থিক সাহায্য কেন রাজ্যপাল দিলেন, প্রশ্ন ফিরহাদের - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Kolkata Mayor Firhad Hakim Slams Governor CV Ananda Bose: শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমালোচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ প্রশ্ন তুললেন, রেলের হয়ে কেন তিনি মিজোরামে মৃতদের পরিবারের হাতে রেলের আর্থিক সাহায্য কেন রাজ্যপাল তুলে দেন ?

Firhad Slams Governor
Firhad Slams Governor
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 7:26 PM IST

Updated : Aug 25, 2023, 8:07 PM IST

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমালোচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা, 25 অগস্ট: মিজোরামে নির্মীয়মান রেলসেতু ভেঙে মৃত্যু হয়েছে একাধিক শ্রমিকের । যার মধ্যে মালদার 24 জন পরিযায়ী শ্রমিক আছেন । শুক্রবার তাঁদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রেলের তরফে দেওয়া সাড়ে 9 লাখ টাকার চেক ও 50 হাজার টাকা নগদ তুলে দেন তিনি । আর এনিয়েই রাজ্যপালকে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

এ দিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের রেলের হয়ে আর্থিক সাহায্য দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘পক্ষপাতিত্ব করা রাজ্যপালের কাজ নয় । এঁরা রাজনৈতিক লোক নয় । এঁদের সংবিধান বসিয়েছে । যেহেতু আগের রাজ্যপালকে দেখা গিয়েছে যে রাজ্যপাল হয়ে পরে উপরাষ্ট্রপতি হয়েছেন । এখন সেই পথে সমস্ত রাজ্যপাল সেটা অনুকরণ করছেন । এটা ঠিক নয় ।’’

পাশাপশি বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, রাজ্যে কাজ নেই । তাই বাধ্য হয়ে সংসার চালাতে পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলার ছেলেদের ভিন রাজ্যে যেতে হচ্ছে ।
এই প্রসঙ্গে পালটা জবাব দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ।

তাঁর কথায়, ‘‘শ্রমিকদের অধিকার আছে তাঁরা রাজ্যে কাজ করবেন কি করবেন না । পরিযায়ী পরিযায়ী বলা যায় না । তাঁরা স্কিল লেবার । তাই তাঁদের সারা দেশে ডেকে নিয়ে যাওয়া হয় । যেমন জহুরিদের বাজারে যেখানে, সেখানে বাঙালি বেশি । পরিযায়ী শ্রমিক আজকের নতুন নয় । 40 বছর ধরে তারা অন্য রাজ্য কাজ করছে । আমাদের বাঙালি মাছ খায় বলে আমাদের ছেলেদের আই কিউ বেশি । তাই তাঁরা বেঙ্গালুরুতে কাজ পাচ্ছেন ।’’

তাঁর আরও দাবি, অনেক গুজরাতি এই রাজ্যে কাজ করেন । তাহলে কি তাঁরা গুজরাতে কাজ পাচ্ছেন না, এই প্রশ্ন তুলেছেন ফিরহাদ ৷ তাই কলকাতার মেয়রের বক্তব্য, ‘‘কে কথায় কাজ করবেন, সেটা তাঁর বিষয় । এখানে বহু ভিনরাজ্যের লোকজন ব্যবসা করেন । তার মানে সেখানে কাজ নেই, তেমন নয় ।’’

আরও পড়ুন: মিজোরামে নিহত শ্রমিকের পরিবারের হাতে রেলের তরফে আর্থিক সাহায্য় তুলে দিলেন রাজ্যপাল

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমালোচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা, 25 অগস্ট: মিজোরামে নির্মীয়মান রেলসেতু ভেঙে মৃত্যু হয়েছে একাধিক শ্রমিকের । যার মধ্যে মালদার 24 জন পরিযায়ী শ্রমিক আছেন । শুক্রবার তাঁদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রেলের তরফে দেওয়া সাড়ে 9 লাখ টাকার চেক ও 50 হাজার টাকা নগদ তুলে দেন তিনি । আর এনিয়েই রাজ্যপালকে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

এ দিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের রেলের হয়ে আর্থিক সাহায্য দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘পক্ষপাতিত্ব করা রাজ্যপালের কাজ নয় । এঁরা রাজনৈতিক লোক নয় । এঁদের সংবিধান বসিয়েছে । যেহেতু আগের রাজ্যপালকে দেখা গিয়েছে যে রাজ্যপাল হয়ে পরে উপরাষ্ট্রপতি হয়েছেন । এখন সেই পথে সমস্ত রাজ্যপাল সেটা অনুকরণ করছেন । এটা ঠিক নয় ।’’

পাশাপশি বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, রাজ্যে কাজ নেই । তাই বাধ্য হয়ে সংসার চালাতে পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলার ছেলেদের ভিন রাজ্যে যেতে হচ্ছে ।
এই প্রসঙ্গে পালটা জবাব দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ।

তাঁর কথায়, ‘‘শ্রমিকদের অধিকার আছে তাঁরা রাজ্যে কাজ করবেন কি করবেন না । পরিযায়ী পরিযায়ী বলা যায় না । তাঁরা স্কিল লেবার । তাই তাঁদের সারা দেশে ডেকে নিয়ে যাওয়া হয় । যেমন জহুরিদের বাজারে যেখানে, সেখানে বাঙালি বেশি । পরিযায়ী শ্রমিক আজকের নতুন নয় । 40 বছর ধরে তারা অন্য রাজ্য কাজ করছে । আমাদের বাঙালি মাছ খায় বলে আমাদের ছেলেদের আই কিউ বেশি । তাই তাঁরা বেঙ্গালুরুতে কাজ পাচ্ছেন ।’’

তাঁর আরও দাবি, অনেক গুজরাতি এই রাজ্যে কাজ করেন । তাহলে কি তাঁরা গুজরাতে কাজ পাচ্ছেন না, এই প্রশ্ন তুলেছেন ফিরহাদ ৷ তাই কলকাতার মেয়রের বক্তব্য, ‘‘কে কথায় কাজ করবেন, সেটা তাঁর বিষয় । এখানে বহু ভিনরাজ্যের লোকজন ব্যবসা করেন । তার মানে সেখানে কাজ নেই, তেমন নয় ।’’

আরও পড়ুন: মিজোরামে নিহত শ্রমিকের পরিবারের হাতে রেলের তরফে আর্থিক সাহায্য় তুলে দিলেন রাজ্যপাল

Last Updated : Aug 25, 2023, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.