ETV Bharat / state

Firhad on Parking Fees: পার্কিং ফি বাড়িয়েছিলাম কলকাতার লাগামহীন দূষণ রুখতে, পরিবেশ দিবসে আক্ষেপ ফিরহাদের - কলকাতা পৌরনিগম

সোমবার ছিল বিশ্ব পরিবেশ দিবস ৷ সেই উপলক্ষ্যে কলকাতা পৌরনিগমের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জানান, তিনি পার্কিং ফি বাড়িয়েছিলাম কলকাতার লাগামহীন দূষণ রুখতে ৷

Firhad on Parking Fees
Firhad on Parking Fees
author img

By

Published : Jun 5, 2023, 8:40 PM IST

কলকাতায় পার্কিং ফি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য

কলকাতা, 5 জুন: মাসখানেক আগে তোলপাড় হয়েছিল কলকাতা পৌরনিগমের পার্কিং ফি নিয়ে । পৌরনিগমের পার্কিং ফি জনস্বার্থ বিরোধী বলে তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল । সেই ফি প্রত্যাহার করার দাবিও করা হয় । দলের চাপের মুখেই ছুটির দিন রাতে নতুন পার্কিং ফি প্রত্যাহার করা হয়েছিল পৌরনিগমের ।

তবে এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম মুখে কুলুপ এঁটেছিলেন । আজ, সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা পৌরনিগমের এক অনুষ্ঠানের মঞ্চে প্রথম এই বিষয় তিনি মুখ খুললেন । এ দিন ফিরহাদের গলায় এই প্রসঙ্গে শোনা গেল আক্ষেপের সুর ।

environment day
পরিবেশ দিবসে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠান

মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘হ্যাঁ নিশ্চিত ভেবে আমরা চেয়েছি যে পার্কিং ফি বেড়ে যাক । তার কারণ মানুষ যাতে গাড়ি নিয়ে কম আসে । গাড়ি নিয়ে কম বেরোলে জ্বালানি তেল পুড়বে কম । বাতাসে দূষণ হবে কম । মানুষের উপর চাপ সৃষ্টি নয়, জ্বালিয়ে ধোঁয়া যাতে কম উৎপন্ন হয় । যত গাড়ি ঘুরছে আমরা খালি চোখে দেখতে না পারলেও ধোঁয়া মিশছে । বাতাস দূষিত করে দিচ্ছে ।’’

Firhad on Parking Fees
কলকাতায় পার্কিং ফি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য

তাঁর আরও বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী লন্ডনের সঙ্গে তুলনা করেছিলেন । কারণ, তিনি চেয়েছিলেন কলকাতা মেট্রো রেল ঘিরে থাকবে । অনেক দেরি হল কারণ উনি মন্ত্রিত্ব ছেড়ে বিরোধী দলে চলে এসেছিলেন । কিন্তু আসতে আসতে প্রকল্প শেষ হচ্ছে । এগুলোর কাজ শেষ হলে আমরা চাই কলকাতায় কোনও গাড়ি যাতে না ঢোকে । মানুষ তাঁর বাড়ি থেকে বেরিয়ে স্টেশন যাবে । সেখান থেকে কাজে । আবার ট্রেনে ফিরবেন ।’’

environment day
পরিবেশ দিবসে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠান

আরও পড়ুন: অবশেষে পিছু হঠল কলকাতা পৌরনিগম, পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার

এ দিন এই মঞ্চ থেকেই একাধিক ঘোষণা করা হয় । তার মধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় দূষণের কারণ খোঁজে সমীক্ষা করা হবে বলে জানানো হয় । অন্যদিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য ফেরাতে কলকাতা শহর ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে প্রায় 25 লাখের বেশি গাছ লাগানো হবে । বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠান মঞ্চ থেকে এই বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এদিন অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার-সহ সমস্ত বরো চেয়ারম্যান । অনুষ্ঠান পরিচালনা করেন কলকাতা পৌরনিগমের পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার ।

environment day
পরিবেশ দিবসে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠান

এ দিন পরিবেশ দিবসের মঞ্চ থেকে জানানো হয়, কলকাতার বিভিন্ন এলাকায় দূষণের কারণ বিভিন্ন । ফলে কোন এলাকায় কী ধরনের দূষণ ও তার উৎস কী, এবার সেই খোঁজ করার জন্য কলকাতা পৌরনিগমের পরিবেশ বিভাগ সমীক্ষা করবে । সৌর বিদ্যুৎ ব্যবহার ও উৎপাদনের দিকে আরও বেশি জোর দেবে কলকাতা কর্পোরেশন ।

এদিন মেয়র ফিরহাদ ঘোষণা করেন, 25 লক্ষ গাছ এবার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর জন্য বিভিন্ন সংস্থা হাত বাড়ালে ভালো হয় ৷ এই বিপুল পরিমাণ গাছের চারা শুধু কলকাতা শহরে নয় পার্শ্ববর্তী এলাকায় এমনকি হাওড়া শহরেও লাগানো হবে । ইতিমধ্যে বন্দর ও রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তাদের জায়গা দেওয়ার আবেদন করা হয়েছে । সেখানে বনায়ন করা হবে ।

মেয়রের পাশাপশি পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার বলেন, ‘‘যথেচ্ছ ভাবে খোলা অবস্থায় নির্মাণ কাজ করা যাবে না । নির্মাণের ধুলো মিশে বাতাস দূষিত হলে সেই নির্মাণ মুহূর্তে লোক পাঠিয়ে কলকাতা পৌরনিগম বন্ধ করে দেবে । নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করলে তবেই করতে দেওয়া হবে ।’’

আরও পড়ুন: আজ বিশ্ব পরিবেশ দিবস ! জেনে নিন তাৎপর্য

কলকাতায় পার্কিং ফি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য

কলকাতা, 5 জুন: মাসখানেক আগে তোলপাড় হয়েছিল কলকাতা পৌরনিগমের পার্কিং ফি নিয়ে । পৌরনিগমের পার্কিং ফি জনস্বার্থ বিরোধী বলে তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল । সেই ফি প্রত্যাহার করার দাবিও করা হয় । দলের চাপের মুখেই ছুটির দিন রাতে নতুন পার্কিং ফি প্রত্যাহার করা হয়েছিল পৌরনিগমের ।

তবে এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম মুখে কুলুপ এঁটেছিলেন । আজ, সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা পৌরনিগমের এক অনুষ্ঠানের মঞ্চে প্রথম এই বিষয় তিনি মুখ খুললেন । এ দিন ফিরহাদের গলায় এই প্রসঙ্গে শোনা গেল আক্ষেপের সুর ।

environment day
পরিবেশ দিবসে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠান

মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘হ্যাঁ নিশ্চিত ভেবে আমরা চেয়েছি যে পার্কিং ফি বেড়ে যাক । তার কারণ মানুষ যাতে গাড়ি নিয়ে কম আসে । গাড়ি নিয়ে কম বেরোলে জ্বালানি তেল পুড়বে কম । বাতাসে দূষণ হবে কম । মানুষের উপর চাপ সৃষ্টি নয়, জ্বালিয়ে ধোঁয়া যাতে কম উৎপন্ন হয় । যত গাড়ি ঘুরছে আমরা খালি চোখে দেখতে না পারলেও ধোঁয়া মিশছে । বাতাস দূষিত করে দিচ্ছে ।’’

Firhad on Parking Fees
কলকাতায় পার্কিং ফি নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য

তাঁর আরও বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী লন্ডনের সঙ্গে তুলনা করেছিলেন । কারণ, তিনি চেয়েছিলেন কলকাতা মেট্রো রেল ঘিরে থাকবে । অনেক দেরি হল কারণ উনি মন্ত্রিত্ব ছেড়ে বিরোধী দলে চলে এসেছিলেন । কিন্তু আসতে আসতে প্রকল্প শেষ হচ্ছে । এগুলোর কাজ শেষ হলে আমরা চাই কলকাতায় কোনও গাড়ি যাতে না ঢোকে । মানুষ তাঁর বাড়ি থেকে বেরিয়ে স্টেশন যাবে । সেখান থেকে কাজে । আবার ট্রেনে ফিরবেন ।’’

environment day
পরিবেশ দিবসে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠান

আরও পড়ুন: অবশেষে পিছু হঠল কলকাতা পৌরনিগম, পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার

এ দিন এই মঞ্চ থেকেই একাধিক ঘোষণা করা হয় । তার মধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় দূষণের কারণ খোঁজে সমীক্ষা করা হবে বলে জানানো হয় । অন্যদিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য ফেরাতে কলকাতা শহর ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে প্রায় 25 লাখের বেশি গাছ লাগানো হবে । বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠান মঞ্চ থেকে এই বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এদিন অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার-সহ সমস্ত বরো চেয়ারম্যান । অনুষ্ঠান পরিচালনা করেন কলকাতা পৌরনিগমের পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার ।

environment day
পরিবেশ দিবসে কলকাতা পৌরনিগমের অনুষ্ঠান

এ দিন পরিবেশ দিবসের মঞ্চ থেকে জানানো হয়, কলকাতার বিভিন্ন এলাকায় দূষণের কারণ বিভিন্ন । ফলে কোন এলাকায় কী ধরনের দূষণ ও তার উৎস কী, এবার সেই খোঁজ করার জন্য কলকাতা পৌরনিগমের পরিবেশ বিভাগ সমীক্ষা করবে । সৌর বিদ্যুৎ ব্যবহার ও উৎপাদনের দিকে আরও বেশি জোর দেবে কলকাতা কর্পোরেশন ।

এদিন মেয়র ফিরহাদ ঘোষণা করেন, 25 লক্ষ গাছ এবার লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর জন্য বিভিন্ন সংস্থা হাত বাড়ালে ভালো হয় ৷ এই বিপুল পরিমাণ গাছের চারা শুধু কলকাতা শহরে নয় পার্শ্ববর্তী এলাকায় এমনকি হাওড়া শহরেও লাগানো হবে । ইতিমধ্যে বন্দর ও রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তাদের জায়গা দেওয়ার আবেদন করা হয়েছে । সেখানে বনায়ন করা হবে ।

মেয়রের পাশাপশি পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার বলেন, ‘‘যথেচ্ছ ভাবে খোলা অবস্থায় নির্মাণ কাজ করা যাবে না । নির্মাণের ধুলো মিশে বাতাস দূষিত হলে সেই নির্মাণ মুহূর্তে লোক পাঠিয়ে কলকাতা পৌরনিগম বন্ধ করে দেবে । নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করলে তবেই করতে দেওয়া হবে ।’’

আরও পড়ুন: আজ বিশ্ব পরিবেশ দিবস ! জেনে নিন তাৎপর্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.