ETV Bharat / state

Kolkata Municipal Corporation: কলকাতা পৌরনিগমে কর্মী-আধিকারিকরা ফাইল আটকে রাখলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেয়রের - কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেয়রের

কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) কর্মী ও আধিকারিকদের উদাসীনতায় বিভিন্ন ফাইল দীর্ঘদিন আটকে থাকে বলে অভিযোগ ওঠে বারবার ৷ এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ৷

Kolkata Mayor Firhad Hakim orders strict action against staff not releasing the files
Kolkata Municipal Corporation: কলকাতা পৌরনিগমে কর্মী-আধিকারিকরা ফাইল আটকে রাখলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেয়রের
author img

By

Published : Dec 9, 2022, 7:11 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: লাল ফিতের বাঁধনে দিনের পর দিন ফাইল আটকে রাখার দিন শেষ কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) । টক টু মেয়রে (Talk to Mayor) অভিযোগ পাওয়ার পর, তার ভিত্তিতে ফাইল এক মাসের বেশি ফেলে রাখলে শোকজ ও তিন মাসের বেশি ফেলে রাখলে সাসপেন্ড করার জন্য বিশেষ পৌর কমিশনারকে নির্দেশিকা জারির নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ।

শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে কলকাতার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামসুন্দর সাউ ফোন করেন । বি/20/2/এইচ/4 এই ঠিকানার বাসিন্দা শ্যামসুন্দরবাবু । তাঁর অভিযোগ, এর আগেও জমির মিউটেশন নিয়ে ফোন করেছিলেন টক টু মেয়রে । মেয়রের পরামর্শ অনুযায়ী তিনি কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় কার্যালয় এসে ফাইল জমা দিয়েছিলেন । তিন মাস আগে সেই ফাইল জমা দিলেও ফাইলের কাজ একটু এগোয়নি । তাই বাধ্য হয়ে আজ ফের ফোন করেন টক টু মেয়রে ।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, শ্যামসুন্দরবাবুর ওই ঠিকানা তাঁর বাবা রাজারাম সাউয়ের নামে । যেহেতু ঠিকানায় এইচ রয়েছে, তাই ঠিকা জমি কি না সেই নিয়ে সমস্যা । কিন্তু এভাবে ফাইল আটকে রাখায় অসন্তোষ প্রকাশ করেন মেয়র । স্পেশাল কমিশনার সোমনাথ দে-কে উদ্দেশ্য করে বলেন, ‘‘এবার একটা সিদ্ধান্ত নিন ।’’

এর আগে গত 2 নভেম্বর অ্যাসেসমেন্ট বিভাগের তিন আধিকারিককে শোকজ করা হয়েছিল । 25 নভেম্বর তাঁদের সাসপেন্ড করা হয় । দেড় বছর ধরে ফাইল আটকে রাখার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে । তারপরেও কর্মীদের মধ্যে হেলদোল দেখা যাচ্ছে না এদিনের এই অভিযোগই ফের প্রমাণ করে ।

মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘তিনজনকে সাসপেন্ড করেও শিক্ষা হয়নি । এবার একটা সিদ্ধান্ত নিন । একমাস টেবিলে ফাইল আটকে রাখলেই শোকজ করা হবে এবং তিন মাস আটকে রাখলে কেন, সাসপেন্ড করা হবে না তা জানাতে হবে ।’’

আরও পড়ুন: জানুয়ারিতে শুরু শিশুদের টিকাকরণ, প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে কলকাতা পৌরনিগমকে

কলকাতা, 9 ডিসেম্বর: লাল ফিতের বাঁধনে দিনের পর দিন ফাইল আটকে রাখার দিন শেষ কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) । টক টু মেয়রে (Talk to Mayor) অভিযোগ পাওয়ার পর, তার ভিত্তিতে ফাইল এক মাসের বেশি ফেলে রাখলে শোকজ ও তিন মাসের বেশি ফেলে রাখলে সাসপেন্ড করার জন্য বিশেষ পৌর কমিশনারকে নির্দেশিকা জারির নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) ।

শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে কলকাতার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামসুন্দর সাউ ফোন করেন । বি/20/2/এইচ/4 এই ঠিকানার বাসিন্দা শ্যামসুন্দরবাবু । তাঁর অভিযোগ, এর আগেও জমির মিউটেশন নিয়ে ফোন করেছিলেন টক টু মেয়রে । মেয়রের পরামর্শ অনুযায়ী তিনি কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় কার্যালয় এসে ফাইল জমা দিয়েছিলেন । তিন মাস আগে সেই ফাইল জমা দিলেও ফাইলের কাজ একটু এগোয়নি । তাই বাধ্য হয়ে আজ ফের ফোন করেন টক টু মেয়রে ।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, শ্যামসুন্দরবাবুর ওই ঠিকানা তাঁর বাবা রাজারাম সাউয়ের নামে । যেহেতু ঠিকানায় এইচ রয়েছে, তাই ঠিকা জমি কি না সেই নিয়ে সমস্যা । কিন্তু এভাবে ফাইল আটকে রাখায় অসন্তোষ প্রকাশ করেন মেয়র । স্পেশাল কমিশনার সোমনাথ দে-কে উদ্দেশ্য করে বলেন, ‘‘এবার একটা সিদ্ধান্ত নিন ।’’

এর আগে গত 2 নভেম্বর অ্যাসেসমেন্ট বিভাগের তিন আধিকারিককে শোকজ করা হয়েছিল । 25 নভেম্বর তাঁদের সাসপেন্ড করা হয় । দেড় বছর ধরে ফাইল আটকে রাখার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে । তারপরেও কর্মীদের মধ্যে হেলদোল দেখা যাচ্ছে না এদিনের এই অভিযোগই ফের প্রমাণ করে ।

মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘তিনজনকে সাসপেন্ড করেও শিক্ষা হয়নি । এবার একটা সিদ্ধান্ত নিন । একমাস টেবিলে ফাইল আটকে রাখলেই শোকজ করা হবে এবং তিন মাস আটকে রাখলে কেন, সাসপেন্ড করা হবে না তা জানাতে হবে ।’’

আরও পড়ুন: জানুয়ারিতে শুরু শিশুদের টিকাকরণ, প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে কলকাতা পৌরনিগমকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.