ETV Bharat / state

Firhad Hakim: বেহালা-কাণ্ডে পুলিশের উপরই কার্যত দায় চাপালেন মেয়র ফিরহাদ হাকিম - বেহালার বড়িশা হাইস্কুল

Kolkata Mayor Firhad Hakim on Behala Accident: শুক্রবার সকালে মাটি বোঝাই লরির ধাক্কায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয় ৷ সেই ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা ৷ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে ৷ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও এই ঘটনায় কার্যত পুলিশের উপরই দায় চাপিয়েছেন ৷

Firhad Hakim
Firhad Hakim
author img

By

Published : Aug 4, 2023, 8:18 PM IST

বেহালা-কাণ্ডে পুলিশের উপরই কার্যত দায় চাপালেন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা, 4 অগস্ট: পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকালে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেহালার বরিশা ৷ ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷ সেই একই সুর শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও ৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তাকেই তিনি কার্যত কাঠগড়ায় তুললেন ৷

মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘বেআইনি হকার, পার্কিং এসবই দেখার বিষয় পুলিশের । তাদের ব্যবস্থা নিতে হবে । টাউন ভেন্ডিং কমিটিতে হকার প্রতিনিধি থাকলেও হকাররা ওদের কথা শোনে না । বেআইনি হকার ও পার্কিং, দুই নিয়েই ফের চিঠি দেব ৷ পুলিশকে এই বিষয় বললে তখন সক্রিয় হয়, পরবর্তী সময় ফের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে । তাই লাগাতার বলে যেতে হবে ।’’

অভিযোগ, বেহালার বড়িশা হাইস্কুল (প্রাথমিক) গেটের দু’দিকের ফুটপাথ চলে গিয়েছে বেআইনি হকারদের দখলে । আশপাশের সিগন্যালের চারপাশের ফুটপাথে হেঁটে যাওয়ার উপায় নেই । রাস্তায় মেট্রো হওয়াতে রাস্তার মাঝে পিলার, ডিভাইডার । রাস্তা আগের থেকে হয়েছে সঙ্কীর্ণ । আর সেই রাস্তার উপরে দু’পাশের সার দিয়ে বেআইনি অটো স্ট্যান্ড, লরি দাঁড়িয়ে থাকে । ফলে পিচ রাস্তায় যেখানে যান চলাচল করে সেখান দিয়েই পথচারীদের হাঁটতে হয় । জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করা এখন দস্তুর বেহালাবাসীর ।

আরও পড়ুন: বেহালায় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের গরম শেল গাল ফুটো করল মহিলার, আজই অস্ত্রোপচার

শুক্রবার সেভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যেতে গিয়ে প্রাণ গিয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরনীল সরকারের ৷ মাটি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে যায় ওই শিশু ৷ দুর্ঘটনায় গুরুতর জখম তার বাবা ৷ তিনিও হাসপাতালে চিকিৎসাধীন ৷ সৌরনীলের মৃত্যুই বেহালাবাসীর দীর্ঘদিনের ক্ষোভের আগুনে ঘি ঢালে ৷ সকাল থেকেই তাই রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা ৷ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজি থেকে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন বিক্ষুব্ধ জনতা থেকে মৃত ছাত্রের বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকরা । হকারদের বেআইনিভাবে ফুটপাথ দখল, পার্কিংকেও কাঠগড়ায় তুলেছেন স্থানীয় মানুষ ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু পড়ুয়ার, মৃতদেহ আটকে বিক্ষোভ বেহালায়

ঘটনার পরে বহু অভিভাবক অভিযোগ করেন, আশপাশে একাধিক বেসরকারি স্কুল আছে ৷ সেখানে স্কুলের সময় পুলিশি ব্যবস্থা থাকলেও সরকারি স্কুলের সামনে থাকে না ৷ বারবার বলার পরেও পুলিশ নির্বিকার । এই বিষয় হাকিম জানান, বেসরকারি স্কুলে গাড়ির সংখ্যা বেশি ৷ তাই সেটা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দেওয়া হয় । মানুষ নিয়ন্ত্রণে কী করে ট্রাফিক পুলিশ দেবে ৷ ওরা তো ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন ।

বেহালা-কাণ্ডে পুলিশের উপরই কার্যত দায় চাপালেন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা, 4 অগস্ট: পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকালে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেহালার বরিশা ৷ ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷ সেই একই সুর শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও ৷ এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তাকেই তিনি কার্যত কাঠগড়ায় তুললেন ৷

মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘বেআইনি হকার, পার্কিং এসবই দেখার বিষয় পুলিশের । তাদের ব্যবস্থা নিতে হবে । টাউন ভেন্ডিং কমিটিতে হকার প্রতিনিধি থাকলেও হকাররা ওদের কথা শোনে না । বেআইনি হকার ও পার্কিং, দুই নিয়েই ফের চিঠি দেব ৷ পুলিশকে এই বিষয় বললে তখন সক্রিয় হয়, পরবর্তী সময় ফের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে । তাই লাগাতার বলে যেতে হবে ।’’

অভিযোগ, বেহালার বড়িশা হাইস্কুল (প্রাথমিক) গেটের দু’দিকের ফুটপাথ চলে গিয়েছে বেআইনি হকারদের দখলে । আশপাশের সিগন্যালের চারপাশের ফুটপাথে হেঁটে যাওয়ার উপায় নেই । রাস্তায় মেট্রো হওয়াতে রাস্তার মাঝে পিলার, ডিভাইডার । রাস্তা আগের থেকে হয়েছে সঙ্কীর্ণ । আর সেই রাস্তার উপরে দু’পাশের সার দিয়ে বেআইনি অটো স্ট্যান্ড, লরি দাঁড়িয়ে থাকে । ফলে পিচ রাস্তায় যেখানে যান চলাচল করে সেখান দিয়েই পথচারীদের হাঁটতে হয় । জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করা এখন দস্তুর বেহালাবাসীর ।

আরও পড়ুন: বেহালায় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের গরম শেল গাল ফুটো করল মহিলার, আজই অস্ত্রোপচার

শুক্রবার সেভাবেই জীবনের ঝুঁকি নিয়ে যেতে গিয়ে প্রাণ গিয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরনীল সরকারের ৷ মাটি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে যায় ওই শিশু ৷ দুর্ঘটনায় গুরুতর জখম তার বাবা ৷ তিনিও হাসপাতালে চিকিৎসাধীন ৷ সৌরনীলের মৃত্যুই বেহালাবাসীর দীর্ঘদিনের ক্ষোভের আগুনে ঘি ঢালে ৷ সকাল থেকেই তাই রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা ৷ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজি থেকে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন বিক্ষুব্ধ জনতা থেকে মৃত ছাত্রের বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকরা । হকারদের বেআইনিভাবে ফুটপাথ দখল, পার্কিংকেও কাঠগড়ায় তুলেছেন স্থানীয় মানুষ ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু পড়ুয়ার, মৃতদেহ আটকে বিক্ষোভ বেহালায়

ঘটনার পরে বহু অভিভাবক অভিযোগ করেন, আশপাশে একাধিক বেসরকারি স্কুল আছে ৷ সেখানে স্কুলের সময় পুলিশি ব্যবস্থা থাকলেও সরকারি স্কুলের সামনে থাকে না ৷ বারবার বলার পরেও পুলিশ নির্বিকার । এই বিষয় হাকিম জানান, বেসরকারি স্কুলে গাড়ির সংখ্যা বেশি ৷ তাই সেটা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ দেওয়া হয় । মানুষ নিয়ন্ত্রণে কী করে ট্রাফিক পুলিশ দেবে ৷ ওরা তো ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.