কলকাতা, 18 অগস্ট: পাথুরিয়াঘাটা স্ট্রিটে ভেঙে পড়া বাড়ির 11টি পরিবারের হাতে অকুপেন্সি সার্টিফিকেট তুলে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ পাথুরিয়াঘাটা স্ট্রিটে জরাজীর্ণ একটি 5 তলা বাড়ির তিন তলার একাংশ ভেঙে পড়েছিল বুধবার রাতে । ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যু হয়েছিল বছর 48 এর এক মহিলা ইলা আগরওয়ালের । তাঁর স্বামী অজয় আগরওয়াল আহত হয়ে হাসপাতালে ভর্তি । তাই ওই দম্পতির ছেলে আদর্শ আগরওয়াল-সহ ওই বহুতলের 11টি পরিবারের হাতে শুক্রবার অকুপেন্সি সার্টিফিকেট তুলে দেন মেয়র ৷
এদিন মেয়র ফিরহাদ হাকিম কলকাতা কর্পোরেশনের কনফারেন্স হলে তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দেন । ওই বাড়িতে মোট 26টি পরিবারের বাস ছিল । বাকিদের কয়েকদিনের মধ্যেই অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র । পৌরনিগমের হিসেব অনুযায়ী, কলকাতায় বিপজ্জনক বাড়ির সংখ্যা প্রায় 3 হাজার 500 ৷
বিভিন্ন সময় বিশেষ করে বর্ষার সময় শহরে পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা নতুন নয় ৷ তবু নানা কারণে এই সমস্ত বাড়ির মালিক বা ভাড়াটিয়ারা বাড়ি সংস্কারে উদ্যোগী হন না । ফলে প্রাণের ঝুঁকি নিয়েই দিন যাপন করেন ওইসব বাড়ির সদস্যরা, ভিটেমাটি হাতছাড়া হতে পারে এই আশঙ্কা থাকা সত্ত্বেও । শহরজুড়ে ছড়িয়ে থাকা বিপজ্জনক বাড়িগুলি যে কলকাতা কর্পোরেশনের বড় মাথাব্যথা বলার কোন অবকাশ রাখে না । বহু বছরের এই সমস্যা সমাধানে আইন সংশোধন করে বলা হয়েছিল, মালিক ও ভাড়াটিয়া-সহমত হলে তৃতীয় পক্ষ এই বাড়িগুলি সংস্কার করবে । তবে তৃতীয় পক্ষ বলতে প্রোমোটারকে উৎসাহ দেওয়া হচ্ছে, এই আশঙ্কায় কেউ এগোয়নি ।
ফলে যতদিন গিয়েছে দুর্ঘটনা বেড়েছে । মৃত্যু বেড়েছে । পরবর্তী সময়ে পৌর আইন ফের সংশোধন করা হয় । বলা হয়, নতুন আইন অনুসারে বাড়ির মালিকের সঙ্গে স্বার্থ রক্ষিত থাকবে বাড়ির ভাড়াটিয়াদের । তারা যতটা অংশ নিয়ে থাকছেন ততটা অংশই পাবেন সংস্কারের পর । আর সেই গ্যারেন্টার হবে কলকাতা কর্পোরেশন । পৌরনিগমের তরফে ভাড়াটিয়াদের একটি অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হবে, যা তাদের সত্ত্ব বা অধিকার রক্ষা করবে আইনিভাবে । বাড়ি সংস্কার করার ক্ষেত্রে নকশায় ওই ভাড়াটিয়াদের জায়গা চিহ্নিত করে দেখলে তবেই অনুমোদন মিলবে । তবু এরপরেও সেভাবে সারা মিলছে না পুরনো বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের তরফে ।
আরও পড়ুন: বেআইনি নির্মাণ শুরুর আগেই বন্ধ করুন, বৈঠকে নির্দেশ মেয়র ফিরহাদের
তাই এবার খাতায় কলমে নয় সরেজমিনে কাজ শুরু করল কলকাতা কর্পোরেশন। পাথুরিয়াঘাটার এই বাড়ি সে ক্ষেত্রে একটি মাইলস্টোন হতে চলেছে । এদিন 11টি পরিবারের হাতে সেই সার্টিফিকেট তুলে দেওয়া হয় । শুক্রবার এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানান, এই সার্টিফিকেট এই বাড়িটির বাসিন্দাদের অধিকার বা সত্ত্ব রক্ষা করবে । ফলে তাদের চিন্তা থাকল না-উচ্ছেদ বা ভিটে মাটি হারানোর । বাড়ি সংস্কার হলে তারা নতুন বাড়িতে ফিরবেন । ঝুঁকি মুক্তভাবে বাস করবেন ৷