ETV Bharat / state

মুখে কালি-পিঠে চাবুক, আন্দোলনের 500 দিনে চাকরিপ্রার্থীদের হুমকি 'ভোটবাক্সে খেলা হবে' - গায়ে বেল্ট

Jobseekers Protest: 2014 টেট উত্তীর্ণ বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলনের 500তম দিনে আজ মুখে কালি মেখে, গায়ে বেল্ট মেরে চলল প্রতিবাদ ।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 3:43 PM IST

Updated : Jan 14, 2024, 4:39 PM IST

মুখে কালি মেখে, গায়ে বেল্ট মেরে চলল প্রতিবাদ

কলকাতা, 14 জানুয়ারি: 2014 সালের টেট উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ 500তম দিন ৷ এখনও তাঁদের দাবি পূরণ না হওয়ায় আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ালেন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা ৷ রবিবার তাঁরা মুখে কালি মেখে, নিজেদের গায়ে বেল্ট দিয়ে মেরে প্রতিবাদ জানালেন ৷ একইসঙ্গে তাঁদের হুঁশিয়ারি, প্রাথমিকে তাঁদের নিয়োগ করা না হলে, তার ফল ভুগতে হবে ভোটের বাক্সে ৷

এতদিন ধরে বিক্ষোভ করেও চাকরি মেলেনি ৷ আন্দোলন আজ 500 দিনে পড়েছে ৷ এই দিনে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে শাসকদলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন 2014 সালের টেট উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের হুঁশিয়ারি, প্রাথমিকে নিয়োগ করতে হবে, না হলে ভোটবাক্সে খেলা হবে । তাঁদের সাফ কথা, "নিয়োগ না হলে আসন্ন লোকসভায় তার ফল ভুগতে হবে । ভোট বাক্সই হবে তাঁদের প্রতি বঞ্চনার জবাব ।"

Jobseekers Protest
চাকরির দাবিতে প্রতিবাদ

আন্দোলনের 500তম দিনে চাকরিপ্রার্থীরা আজ নিজেদের গায়ে বেল্ট মেরে প্রতিবাদ জানান ৷ কেউ আবার মুখে কালি মেখে নিয়োগের দাবি জানান ৷ চাকরিপ্রার্থীদের আর্তি, "প্রয়োজনে দু ঘা চাবুক মারুন, কিন্তু আমদের চাকরি ফিরিয়ে দিন । এই ভাবে ভাতে মারবেন না।"

ইতিমধ্যেই হয়েছে দুটো টেট । 2023 ও 2024 সালে দু'বার পরীক্ষা হয়েছে । তবে 2014 টেট উত্তীর্ণদেরও এখনও চাকরি মেলেনি । আন্দোলকারীদের দাবি, 2020 সালে নভেম্বর মাসে সাংবাদিক সম্মেলন করে তাঁদের চাকরির কথা বলা হলেও এখনও পর্যন্ত তাঁরা চাকরি পাননি । এ দিকে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী থেকে পর্ষদ সভাপতি একাধিক ব্যক্তি কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছেন । এর মধ্যেই আবার বিহার সরকার এক লাখ 20 হাজার শিক্ষককে স্থায়ী করেছে । কিন্তু বাংলায় ন্যায্য দাবিদার প্রার্থীরা তাঁদের হকের চাকরির দাবিতে খোলা আকাশের নীচে বসে দিন কাটাচ্ছেন । আন্দোলন করতে হচ্ছে । কড়া শীতে কেউ খালি গায়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ করছেন, কেউ আবার রক্ত দিয়ে লিখে নিয়োগের দাবি করছেন । তাঁদের আক্ষেপ, হকের চাকরি পেলে এতদিনে তাঁদের সংসার আরও সুন্দর হত ৷ প্রত্যেকে দু'বার করে ইন্টারভিউ দিয়েও নিয়োগ পাননি বলে অভিযোগ ।

Jobseekers Protest
চাকরিপ্রার্থীদের আন্দোলনের 500 দিন

এ দিন সবার হাতে ছিল নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড ৷ কোথাও লেখা উপেক্ষার 500 দিন ৷ কোথাও প্রশ্ন, আর কতদিন মুখ্যমন্ত্রী ? এ দিকে, আজ চাকরিপ্রার্থীদের এই ধরনামঞ্চে যান সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন:

  1. দীর্ঘ-আন্দোলনে বড়দিন নতুন নয়, উৎসবমুখর শহরে খোলা আকাশের নীচেই দিন কাটে বঞ্চিত চাকরিপ্রার্থীদের
  2. কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসেছিলেন প্রতিবাদে, জামিনে মুক্ত 4 চাকরিপ্রার্থী
  3. ‘বোবা-কালা সরকারের’ বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ বিমানের

মুখে কালি মেখে, গায়ে বেল্ট মেরে চলল প্রতিবাদ

কলকাতা, 14 জানুয়ারি: 2014 সালের টেট উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ 500তম দিন ৷ এখনও তাঁদের দাবি পূরণ না হওয়ায় আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ালেন বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা ৷ রবিবার তাঁরা মুখে কালি মেখে, নিজেদের গায়ে বেল্ট দিয়ে মেরে প্রতিবাদ জানালেন ৷ একইসঙ্গে তাঁদের হুঁশিয়ারি, প্রাথমিকে তাঁদের নিয়োগ করা না হলে, তার ফল ভুগতে হবে ভোটের বাক্সে ৷

এতদিন ধরে বিক্ষোভ করেও চাকরি মেলেনি ৷ আন্দোলন আজ 500 দিনে পড়েছে ৷ এই দিনে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে শাসকদলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন 2014 সালের টেট উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীরা ৷ তাঁদের হুঁশিয়ারি, প্রাথমিকে নিয়োগ করতে হবে, না হলে ভোটবাক্সে খেলা হবে । তাঁদের সাফ কথা, "নিয়োগ না হলে আসন্ন লোকসভায় তার ফল ভুগতে হবে । ভোট বাক্সই হবে তাঁদের প্রতি বঞ্চনার জবাব ।"

Jobseekers Protest
চাকরির দাবিতে প্রতিবাদ

আন্দোলনের 500তম দিনে চাকরিপ্রার্থীরা আজ নিজেদের গায়ে বেল্ট মেরে প্রতিবাদ জানান ৷ কেউ আবার মুখে কালি মেখে নিয়োগের দাবি জানান ৷ চাকরিপ্রার্থীদের আর্তি, "প্রয়োজনে দু ঘা চাবুক মারুন, কিন্তু আমদের চাকরি ফিরিয়ে দিন । এই ভাবে ভাতে মারবেন না।"

ইতিমধ্যেই হয়েছে দুটো টেট । 2023 ও 2024 সালে দু'বার পরীক্ষা হয়েছে । তবে 2014 টেট উত্তীর্ণদেরও এখনও চাকরি মেলেনি । আন্দোলকারীদের দাবি, 2020 সালে নভেম্বর মাসে সাংবাদিক সম্মেলন করে তাঁদের চাকরির কথা বলা হলেও এখনও পর্যন্ত তাঁরা চাকরি পাননি । এ দিকে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী থেকে পর্ষদ সভাপতি একাধিক ব্যক্তি কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছেন । এর মধ্যেই আবার বিহার সরকার এক লাখ 20 হাজার শিক্ষককে স্থায়ী করেছে । কিন্তু বাংলায় ন্যায্য দাবিদার প্রার্থীরা তাঁদের হকের চাকরির দাবিতে খোলা আকাশের নীচে বসে দিন কাটাচ্ছেন । আন্দোলন করতে হচ্ছে । কড়া শীতে কেউ খালি গায়ে রাস্তায় শুয়ে প্রতিবাদ করছেন, কেউ আবার রক্ত দিয়ে লিখে নিয়োগের দাবি করছেন । তাঁদের আক্ষেপ, হকের চাকরি পেলে এতদিনে তাঁদের সংসার আরও সুন্দর হত ৷ প্রত্যেকে দু'বার করে ইন্টারভিউ দিয়েও নিয়োগ পাননি বলে অভিযোগ ।

Jobseekers Protest
চাকরিপ্রার্থীদের আন্দোলনের 500 দিন

এ দিন সবার হাতে ছিল নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড ৷ কোথাও লেখা উপেক্ষার 500 দিন ৷ কোথাও প্রশ্ন, আর কতদিন মুখ্যমন্ত্রী ? এ দিকে, আজ চাকরিপ্রার্থীদের এই ধরনামঞ্চে যান সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

আরও পড়ুন:

  1. দীর্ঘ-আন্দোলনে বড়দিন নতুন নয়, উৎসবমুখর শহরে খোলা আকাশের নীচেই দিন কাটে বঞ্চিত চাকরিপ্রার্থীদের
  2. কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসেছিলেন প্রতিবাদে, জামিনে মুক্ত 4 চাকরিপ্রার্থী
  3. ‘বোবা-কালা সরকারের’ বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ বিমানের
Last Updated : Jan 14, 2024, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.