ETV Bharat / state

ফিজ়িকাল কোর্টের নির্দেশিকা সংশোধন করে আগামীকাল প্রকাশ করবে হাইকোর্ট

author img

By

Published : Jun 13, 2020, 12:13 AM IST

ফিজ়িকাল কোর্ট চলবে কি না সেই নিয়ে এখনও কোনও সমধান সূত্রে পায়নি কলকাতা হাইকোর্ট । তবে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে ।

HC
HC

কলকাতা, 12জুন : ফিজ়িকাল কোর্ট শুরুর বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি কলকাতা হাইকোর্ট । আজ আইনজীবীদের বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণাণ এবং বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । বৈঠকে কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি ।

আইনজীবী সংগঠনগুলির ইঙ্গিত, আগামীকাল হাইকোর্ট ফিজ়িকাল কোর্টের বিষয়ে পুরনো বিজ্ঞপ্তির কিছু সংশোধন করে আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে । আইনজীবী সংগঠনগুলি ফের একদফা নিজেদের মধ্যে আলোচনার পরই তাঁদের অবস্থান স্পষ্ট করতে পারবে ।

5 জুন কলকাতা হাইকোর্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে । বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 11জুন থেকে পরীক্ষামূলকভাবে ফিজ়িকাল কোর্ট চালু করে দেখা হবে পরিস্থিতি খতিয়ে দেখা হবে । প্রধান বিচারপতি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানান, সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি ধরা পড়লেই তিনি বিনা নির্দেশেই আদালত বন্ধ করে দেবেন ।

আলিপুর জাজ কোর্টের দুই বিচারক COVID-19 পজ়িটিভ হওয়ার পরই আইনজীবী মহলে আলোচনা শুরু হয় । এই পরিস্থিতিতে ফিজ়িকাল কোর্টে অংশগ্রহণ কোনওভাবেই সম্ভব নয় বলে জানান তাঁরা । আইনজীবীদের তরফে একাধিক সমস্যার কথা তুলে ধরা হয় । 11জুন থেকে ফিজ়িকাল কোর্ট শুরু হলেও আইনজীবীরা অংশগ্রহণ করেননি । কিন্তু দুই, একজন আইনজীবী বার অ্যাসোসিয়েশনের নির্দেশিকা অমান্য করে ফিজ়িকাল কোর্টে অংশ নেন । তাঁদের শো-কজ করা হবে বলে সূত্রের খবর ।

এই পরিস্থিতিতে আদালতের কাজকর্ম কীভাবে স্বাভাবিক করা যায় সেই নিয়ে আজ দুই বিচারপতির সঙ্গে আলোচনা করে আইনজীবীদের বিভিন্ন সংগঠন । এখন আগামীকাল হাইকোর্টের তরফে কী নির্দেশিকা প্রকাশ করা হয় সেই দিকেই তাকিয়ে সব পক্ষ ।

কলকাতা, 12জুন : ফিজ়িকাল কোর্ট শুরুর বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি কলকাতা হাইকোর্ট । আজ আইনজীবীদের বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণাণ এবং বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় । বৈঠকে কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি ।

আইনজীবী সংগঠনগুলির ইঙ্গিত, আগামীকাল হাইকোর্ট ফিজ়িকাল কোর্টের বিষয়ে পুরনো বিজ্ঞপ্তির কিছু সংশোধন করে আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে । আইনজীবী সংগঠনগুলি ফের একদফা নিজেদের মধ্যে আলোচনার পরই তাঁদের অবস্থান স্পষ্ট করতে পারবে ।

5 জুন কলকাতা হাইকোর্ট একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে । বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 11জুন থেকে পরীক্ষামূলকভাবে ফিজ়িকাল কোর্ট চালু করে দেখা হবে পরিস্থিতি খতিয়ে দেখা হবে । প্রধান বিচারপতি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানান, সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি ধরা পড়লেই তিনি বিনা নির্দেশেই আদালত বন্ধ করে দেবেন ।

আলিপুর জাজ কোর্টের দুই বিচারক COVID-19 পজ়িটিভ হওয়ার পরই আইনজীবী মহলে আলোচনা শুরু হয় । এই পরিস্থিতিতে ফিজ়িকাল কোর্টে অংশগ্রহণ কোনওভাবেই সম্ভব নয় বলে জানান তাঁরা । আইনজীবীদের তরফে একাধিক সমস্যার কথা তুলে ধরা হয় । 11জুন থেকে ফিজ়িকাল কোর্ট শুরু হলেও আইনজীবীরা অংশগ্রহণ করেননি । কিন্তু দুই, একজন আইনজীবী বার অ্যাসোসিয়েশনের নির্দেশিকা অমান্য করে ফিজ়িকাল কোর্টে অংশ নেন । তাঁদের শো-কজ করা হবে বলে সূত্রের খবর ।

এই পরিস্থিতিতে আদালতের কাজকর্ম কীভাবে স্বাভাবিক করা যায় সেই নিয়ে আজ দুই বিচারপতির সঙ্গে আলোচনা করে আইনজীবীদের বিভিন্ন সংগঠন । এখন আগামীকাল হাইকোর্টের তরফে কী নির্দেশিকা প্রকাশ করা হয় সেই দিকেই তাকিয়ে সব পক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.