ETV Bharat / state

পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ, অফিসারদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

High Court Direct CBI Investigation: পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ ধামা চাপা দিতে পরিবারের আত্মীয়দের অন্য একটি খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ ৷ শেষমেষ সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।

Kolkata High Court Direct CBI Investigation
অফিসারদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 7:54 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ ধামা চাপা দিতে মৃতের পরিবার ও আত্মীয়দের অন্য একটি খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । দু'টি খুনের ঘটনা এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।
একইসঙ্গে নদিয়ার পুলিশ সুপার (এসপি)-কে এই রায়ের কপি পাঠানোর নির্দেশ দিল বিচারপতি চিত্তরঞ্জন দাশ ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। মুরুটিয়া থানার এই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এসপিকে ।

10 বছর পুরনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এই মামলাকারীর বিরুদ্ধে। আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি । তাঁদের অভিযোগ, 26 অগাস্ট রাত 1 টার সময় নদিয়া জেলার মরুটিয়া থানার পুলিশ সেই 10 বছর আগের মাদক মামলায় ফের গ্রেফতার করতে আসে তাঁকে । মোহন মণ্ডল ও তাঁর স্ত্রী পুলিশকে জানায় তাঁরা আগেই জামিন পেয়েছেন । অভিযোগ এই কথা শোনার পরেও পুলিশ 3 লক্ষ টাকা দাবি করে । টাকা না দেওয়ায় পুলিশ মোহন মণ্ডলের ভাই শওকত মণ্ডলকে মারধর করে তুলে নিয়ে যায় । ওই দিন ভোরে একটি বাঁশ বাগানে শওকত মণ্ডলের দেহ পাওয়া যায় । ভাইয়ের স্ত্রী মঞ্জুরা বিবি পুলিশের অতিসক্রিয়াতার কারণে মামলা দায়ের করেন আদালতে ।

ঐদিন রাতেই মোহন মন্ডলের স্ত্রী মাফুজা বিবিকে ফের পুলিশ থানায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ । একটি খুনের মামলায় মাফুজা বিবিকে গ্রেফতার করে পুলিশ । সেই মামলায় মোহন মণ্ডলের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনে তারা । যাঁরা ঘটনায় সাক্ষী ছিলেন তাঁদেরকেও ওই খুনের মামলায় জড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । পুলিশ হেফাজতে মৃত্যুর মামলায় এর আগে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ থানার তদন্তে অসন্তোষ প্রকাশ করেন ৷ 18 সেপ্টেম্বর থানার তদন্তে অসন্তোষ প্রকাশ করে সরাসরি পুলিশ সুপারকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি । বর্তমানে এসপি এই তদন্ত চালাচ্ছেন ।

আবার পুলিশ হেফাজতে মৃত ব্যক্তির স্ত্রীকে অন্য একটি খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে জামিনের মামলা উঠেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে । সেই মামলায় ডিভশন বেঞ্চ যে পর্যবেক্ষণ দিয়েছিল তাতে পুলিশের বিরুদ্ধে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে সারবত্তা আছে বলে ইঙ্গিত ছিল আদালতের রায়ে । আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের শুনানিতে সিবিআইকে 30 দিনের মধ্যে নথি হাতে নেওয়ার নির্দেশ দেয় । তার পরের দু'মাসের মধ্যে গোটা তদন্ত করে রিপোর্ট দিতে হবে আদালতে ।

কলকাতা, 14 ডিসেম্বর: পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ ধামা চাপা দিতে মৃতের পরিবার ও আত্মীয়দের অন্য একটি খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । দু'টি খুনের ঘটনা এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।
একইসঙ্গে নদিয়ার পুলিশ সুপার (এসপি)-কে এই রায়ের কপি পাঠানোর নির্দেশ দিল বিচারপতি চিত্তরঞ্জন দাশ ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। মুরুটিয়া থানার এই ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এসপিকে ।

10 বছর পুরনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এই মামলাকারীর বিরুদ্ধে। আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি । তাঁদের অভিযোগ, 26 অগাস্ট রাত 1 টার সময় নদিয়া জেলার মরুটিয়া থানার পুলিশ সেই 10 বছর আগের মাদক মামলায় ফের গ্রেফতার করতে আসে তাঁকে । মোহন মণ্ডল ও তাঁর স্ত্রী পুলিশকে জানায় তাঁরা আগেই জামিন পেয়েছেন । অভিযোগ এই কথা শোনার পরেও পুলিশ 3 লক্ষ টাকা দাবি করে । টাকা না দেওয়ায় পুলিশ মোহন মণ্ডলের ভাই শওকত মণ্ডলকে মারধর করে তুলে নিয়ে যায় । ওই দিন ভোরে একটি বাঁশ বাগানে শওকত মণ্ডলের দেহ পাওয়া যায় । ভাইয়ের স্ত্রী মঞ্জুরা বিবি পুলিশের অতিসক্রিয়াতার কারণে মামলা দায়ের করেন আদালতে ।

ঐদিন রাতেই মোহন মন্ডলের স্ত্রী মাফুজা বিবিকে ফের পুলিশ থানায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ । একটি খুনের মামলায় মাফুজা বিবিকে গ্রেফতার করে পুলিশ । সেই মামলায় মোহন মণ্ডলের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনে তারা । যাঁরা ঘটনায় সাক্ষী ছিলেন তাঁদেরকেও ওই খুনের মামলায় জড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । পুলিশ হেফাজতে মৃত্যুর মামলায় এর আগে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ থানার তদন্তে অসন্তোষ প্রকাশ করেন ৷ 18 সেপ্টেম্বর থানার তদন্তে অসন্তোষ প্রকাশ করে সরাসরি পুলিশ সুপারকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি । বর্তমানে এসপি এই তদন্ত চালাচ্ছেন ।

আবার পুলিশ হেফাজতে মৃত ব্যক্তির স্ত্রীকে অন্য একটি খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে জামিনের মামলা উঠেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে । সেই মামলায় ডিভশন বেঞ্চ যে পর্যবেক্ষণ দিয়েছিল তাতে পুলিশের বিরুদ্ধে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে সারবত্তা আছে বলে ইঙ্গিত ছিল আদালতের রায়ে । আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের শুনানিতে সিবিআইকে 30 দিনের মধ্যে নথি হাতে নেওয়ার নির্দেশ দেয় । তার পরের দু'মাসের মধ্যে গোটা তদন্ত করে রিপোর্ট দিতে হবে আদালতে ।

আরও পড়ুন:

  1. বকেয়া মহার্ঘভাতার দাবিতে নবান্নের দুয়ারে আন্দোলন, অনুমতি চেয়ে হাইকোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ
  2. বসতভিটেতে প্রোমোটিঙের বিরোধিতা করে নিখোঁজ বৃদ্ধ, হাইকোর্টের দ্বারস্থ ছেলে
  3. রবীন্দ্রনাথ জীবিত থাকলে তাঁকেও অভিযুক্ত করে দিতেন, বিদ্যুৎ চক্রবর্তীর মামলায় পুলিশকে ভর্ৎসনা বিচারপতির

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.