কলকাতা, 20 জানুয়ারি: নেতাজি জন্মজয়ন্তীতে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট করিডরে পরিষেবা কম থাকবে ৷ আগামী সোমবার 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ছুটি থাকার কারণে সারাদিনে কম সংখ্যক মেট্রো চলাচল করবে (23 January Kolkata East West Metro Service will Reduce)। অন্যান্য সোমবার স্বাভাবিক দিনে যত সংখ্যক মেট্রো চলাচল করে তার চেয়ে কম সংখ্যক মেট্রো চালানো হবে গ্রিন লাইনে বা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে । শুক্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে। এই নির্দেশিকা আপাতত ব্লু লাইন ও গ্রিন লাইনের ক্ষেত্রে জারি করা হয়েছে বলে জানা গিয়েছে ।
ইস্ট ওয়েস্ট মেট্রো শাখায় সাধারণত সোমবার থেকে শনিবার পরিষেবা দেওয়া হয়ে থেকে । রবিবার এই শাখায় পরিষেবা বন্ধ থাকে । সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত সোমবার থেকে শনিবার চলাচল করে 100টি মেট্রো । তবে আগামী 23 জানুয়ারি সেই মেট্রো সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেদিন সারাদিনে চলবে 90টি (45টি আপ ও 45টি ডাউন) মেট্রো । 23 জানুয়ারি পরিষেবা শুরু হবে সকাল 6.55 মিনিট থেকে । রাতে শেষ মেট্রো পাওয়া যাবে 10টায় ।
এক নজরে আগামী সোমবারের ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের সময়সূচি :
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে ।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায়।
ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে দিনের শেষ পরিষেবা :
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 35 মিনিটে ।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে ।
আরও পড়ুন : স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনে 10 দিনের জন্য বিনামূল্যে মেট্রো সফর, কোথায় ?