ETV Bharat / state

হৃদযন্ত্রে বিরল সমস্যা, কলকাতায় অস্ত্রোপচারে প্রাণে বাঁচল আন্দামানের শিশু - infant heart problem

কলকাতার এই হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, জন্মগত কারণে এই শিশুর হৃদযন্ত্রে ফুটো রয়েছে । তবে এর থেকেও বেশি চিন্তার কারণ, এই শিশুর হৃদপিণ্ড উলটো দিকে রয়েছে । পালমোনারি ভালভ উলটোভাবে রয়েছে । এর ফলে রক্ত সঞ্চালনে সমস্যা যেমন রয়েছে, তেমনই দূষিত ও বিশুদ্ধ রক্তের ক্ষেত্রেও সমস্যা রয়েছে । গত পয়লা জুলাই অপারেশন করা হয় শিশুর । এরপর 15 দিন ভেন্টিলেশনে রাখা হয় শিশুকে । অবশেষে, বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে ।

মায়ের কোলে শিশু
author img

By

Published : Jul 26, 2019, 4:20 AM IST

Updated : Jul 26, 2019, 4:59 AM IST

কলকাতা, 26 জুলাই : জন্মগত কারণে হৃদযন্ত্রের বিরল সমস্যায় আক্রান্ত হয়েছিল এক শিশু । তাঁর বেঁচে থাকা নিয়েও সংশয় দেখা দিয়েছিল । যার জন্য, 12 দিনের ওই শিশুকে আন্দামান থেকে নিয়ে আসা হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে । অবশেষে, কলকাতায় চিকিৎসার পর এখন মা-বাবার সঙ্গে ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে সেই শিশু ।

আন্দামানে বেসরকারি একটি সংস্থায় কাজ করেন ভোলা পাঞ্জিয়ারা । তাঁর স্ত্রী কাঞ্চনদেবী গৃহবধূ । আন্দামানে একটি সরকারি হাসপাতালে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয় । সেখানকার চিকিৎসকরা জানান, শিশুর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে । কলকাতায় এনে চিকিৎসা করানোর পরামর্শ দেন তাঁরা । গত 23 জুন, 12 দিন বয়সি শিশুকে নিয়ে আসা হয় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ।

কলকাতার এই হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, জন্মগত কারণে এই শিশুর হৃদযন্ত্রে ফুটো রয়েছে । তবে এর থেকেও বেশি চিন্তার কারণ, এই শিশুর হৃদপিণ্ড উলটো দিকে রয়েছে । পালমোনারি ভালভ উলটোভাবে রয়েছে । এর ফলে রক্ত সঞ্চালনে সমস্যা যেমন রয়েছে, তেমনই দূষিত ও বিশুদ্ধ রক্তের ক্ষেত্রেও সমস্যা রয়েছে । গত পয়লা জুলাই অপারেশন করা হয় শিশুর । এরপর 15 দিন ভেন্টিলেশনে রাখা হয় শিশুকে । অবশেষে, বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে ।

এই হাসপাতালের চিকিৎসক মোঃ রশিদ জেয়া আয়ুবি বলেন, "জন্মগত কারণে এই শিশুর হৃদযন্ত্রে ফুটো ছিল । তবে অন্য যে সমস্যাগুলি ছিল, তা বিরল । এই ধরনের সমস্যায় আক্রান্ত 90 শতাংশ শিশুকে শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয় না ।" একই সঙ্গে তিনি বলেন, "এই শিশুটি এখন ভালো আছে । ছ'মাস পর আবার অপারেশনের প্রয়োজন ।" এই শিশুর মা কাঞ্চনদেবী বলেন, "টেনশনে ছিলাম । ছেলে এখন সুস্থ হয়ে যাওয়ায় টেনশন মুক্ত হয়েছি ।" তাঁদের সন্তানের নাম এখনও রাখা হয়নি । বাড়ি ফেরার পর নাম রাখা হবে । এই কথার পাশাপাশি কাঞ্চনদেবী জানিয়েছেন, আগামী সোমবার তাঁদের সন্তানের আবার স্বাস্থ্য পরীক্ষা হবে কলকাতার এই হাসপাতালে । তারপর আন্দামানে ফিরবেন তাঁরা ।

কলকাতা, 26 জুলাই : জন্মগত কারণে হৃদযন্ত্রের বিরল সমস্যায় আক্রান্ত হয়েছিল এক শিশু । তাঁর বেঁচে থাকা নিয়েও সংশয় দেখা দিয়েছিল । যার জন্য, 12 দিনের ওই শিশুকে আন্দামান থেকে নিয়ে আসা হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে । অবশেষে, কলকাতায় চিকিৎসার পর এখন মা-বাবার সঙ্গে ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে সেই শিশু ।

আন্দামানে বেসরকারি একটি সংস্থায় কাজ করেন ভোলা পাঞ্জিয়ারা । তাঁর স্ত্রী কাঞ্চনদেবী গৃহবধূ । আন্দামানে একটি সরকারি হাসপাতালে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয় । সেখানকার চিকিৎসকরা জানান, শিশুর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে । কলকাতায় এনে চিকিৎসা করানোর পরামর্শ দেন তাঁরা । গত 23 জুন, 12 দিন বয়সি শিশুকে নিয়ে আসা হয় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ।

কলকাতার এই হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, জন্মগত কারণে এই শিশুর হৃদযন্ত্রে ফুটো রয়েছে । তবে এর থেকেও বেশি চিন্তার কারণ, এই শিশুর হৃদপিণ্ড উলটো দিকে রয়েছে । পালমোনারি ভালভ উলটোভাবে রয়েছে । এর ফলে রক্ত সঞ্চালনে সমস্যা যেমন রয়েছে, তেমনই দূষিত ও বিশুদ্ধ রক্তের ক্ষেত্রেও সমস্যা রয়েছে । গত পয়লা জুলাই অপারেশন করা হয় শিশুর । এরপর 15 দিন ভেন্টিলেশনে রাখা হয় শিশুকে । অবশেষে, বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে ।

এই হাসপাতালের চিকিৎসক মোঃ রশিদ জেয়া আয়ুবি বলেন, "জন্মগত কারণে এই শিশুর হৃদযন্ত্রে ফুটো ছিল । তবে অন্য যে সমস্যাগুলি ছিল, তা বিরল । এই ধরনের সমস্যায় আক্রান্ত 90 শতাংশ শিশুকে শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয় না ।" একই সঙ্গে তিনি বলেন, "এই শিশুটি এখন ভালো আছে । ছ'মাস পর আবার অপারেশনের প্রয়োজন ।" এই শিশুর মা কাঞ্চনদেবী বলেন, "টেনশনে ছিলাম । ছেলে এখন সুস্থ হয়ে যাওয়ায় টেনশন মুক্ত হয়েছি ।" তাঁদের সন্তানের নাম এখনও রাখা হয়নি । বাড়ি ফেরার পর নাম রাখা হবে । এই কথার পাশাপাশি কাঞ্চনদেবী জানিয়েছেন, আগামী সোমবার তাঁদের সন্তানের আবার স্বাস্থ্য পরীক্ষা হবে কলকাতার এই হাসপাতালে । তারপর আন্দামানে ফিরবেন তাঁরা ।

Intro:কলকাতা, ২৫ জুলাই: জন্মগত কারণে হৃদযন্ত্রের বিরল সমস্যায় আক্রান্ত হয়েছিল এই শিশু। তাঁর বেঁচে থাকার বিষয়েও ছিল প্রশ্ন। যার জেরে, ১২ দিন বয়সি এই শিশুকে আন্দামান থেকে নিয়ে আসা হয়েছিল দক্ষিণ কলকাতার বেসরকারি একটি হাসপাতালে। অবশেষে, কলকাতায় চিকিৎসার পরে, এখন মা-বাবার সঙ্গে ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে এই শিশু।Body:আন্দামানে বেসরকারি একটি সংস্থায় কাজ করেন ভোলা পাঞ্জিয়ারা। তাঁর স্ত্রী কাঞ্চনদেবী গৃহবধূ। আন্দামানে একটি সরকারি হাসপাতালে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের পরে, সেখানকার চিকিৎসকরা জানান, জন্মগত কারণে এই শিশুর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। কলকাতায় নিয়ে আসার কথা বলেন তাঁরা। গত ২৩ জুন, ১২ দিন বয়সি এই শিশুকে নিয়ে আসা হয় ঢাকুরিয়ার বেসরকারি একটি হাসপাতালে।

কলকাতার এই হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, জন্মগত কারণে এই শিশুর হৃদযন্ত্রে ফুটো রয়েছে। তবে এর থেকেও বেশি চিন্তার কারণ, এই শিশুর হৃদপিণ্ড উল্টো দিকে রয়েছে। পালমোনারি ভালভ উল্টো ভাবে রয়েছে। এর ফলে রক্ত সঞ্চালনে সমস্যা যেমন রয়েছে, তেমনই দূষিত এবং বিশুদ্ধ রক্তের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। গত ১ জুলাই অপারেশন করা হয়। এর পরে দিন‌ ১৫ ভেন্টিলেশনে রাখতে হয় এই শিশুটিকে। অবশেষে, গতকাল বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।
Conclusion:এই হাসপাতালের চিকিৎসক মোঃ রশিদ জেয়া আয়ুবি বলেন, "জন্মগত কারণে এই শিশুর হৃদযন্ত্রে ফুটো ছিল। তবে অন্য যে সমস্যাগুলি ছিল, তা বিরল। এই ধরনের সমস্যায় আক্রান্ত ৯০% শিশুকে শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয় না।" একই সঙ্গে তিনি বলেন, এই শিশুটি এখন ভালো আছে। ছয় মাস পরে আবার অপারেশনের প্রয়োজন।" এই শিশুর মা কাঞ্চনদেবী বলেন, "টেনশনে ছিলাম। ছেলে এখন সুস্থ হয়ে যাওয়ায় টেনশন মুক্ত হয়েছি।" তাঁদের সন্তানের নাম এখনও রাখা হয়নি। বাড়ি ফেরার পরে নাম রাখা হবে। এই কথার পাশাপাশি কাঞ্চনদেবী জানিয়েছেন, আগামী সোমবার তাঁদের সন্তানের আবার স্বাস্থ্য পরীক্ষা হবে কলকাতার এই হাসপাতালে। তার পরে আন্দামানে ফিরবেন তাঁরা।

_______
Last Updated : Jul 26, 2019, 4:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.