ETV Bharat / state

নৌকায় মশার লার্ভা নাশক স্প্রেতে বাধা, বেলেঘাটা খাল সংস্কারের আর্জিতে অতীনের চিঠি পার্থকে

Beliaghata Canal: খাল নাব্যতা হারানোয় নৌকা করে মশার লার্ভা নাশক স্প্রে করা যাচ্ছে না ৷ বেলেঘাটা খাল সংস্কারের আর্জি জানিয়ে মন্ত্রী পার্থ ভৌমিককে চিঠি দিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷

Beliaghata Canal
কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 10:29 AM IST

কলকাতা, 5 ডিসেম্বর: সব রেকর্ড ভেঙেছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । ডেঙ্গি সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে কলকাতা । মহানগরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 14 হাজার ছুঁই ছুঁই । ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাও মহানগরে নেহাত কম নয় । এই পরিস্থিতিতে আবর্জনা ও পলিতে নাব্যতা হারিয়েছে বেলেঘাটা খাল । ঘন জনবসতিপূর্ণ এলাকার মাঝে থাকা এই খাল নাব্যতা হারানোয় চিন্তায় কলকাতা পৌরনিগম ৷ কারণ এর জেরে পৌরনিগমের তরফে বন্ধ রয়েছে নৌকা করে মশার লার্ভা নাশক স্প্রে করার কাজটি । তাই শহরের পরিস্থিতি বেগতিক বুঝেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আর্জি জানিয়ে সেচ দফতরকে চিঠি পাঠাল কলকাতা পৌরনিগম ।

স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ ও ডেপুটি মেয়র অতীন ঘোষ খালটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়ে এই চিঠি দিয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিককে । তবে খালের দু'ধার অধিকাংশ বেআইনি দখলদারদের হাতে চলে যাওয়াতে পলি তোলা হবে কী করে, তাই নিয়েই এখন সংশয় প্রকাশ করছেন পৌরনিগমের একাংশ ইঞ্জিনিয়র । ডেঙ্গি নিয়ে বেলেঘাটা এলাকার ওয়ার্ডগুলি যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকদের কাছে । বন্ধ বাড়ি, ফাঁকা জমি বা খানা খন্দ নজরদারি চালানো যায় । কিন্তু আবর্জনা ও পলি জমে আস্ত খাল বুজে যেতে বসেছে । নাব্যতা হারিয়েছে ক্রমশ । সেই খালাই এখন বড় চিন্তার ।

আগে নৌকা চালিয়ে মশার লার্ভার স্প্রে দেওয়া গেলেও এখন আর তারও উপায় নেই । এই খালের দু'পাশে রয়েছে 5-6টি ওয়ার্ড । প্রতিটি ঘন জনবসতিপূর্ণ । জনবহুল এলাকায় এমন সমস্যায় তাই রাতের ঘুম ছুটেছে স্বাস্থ্য বিভাগের । ফলে একপ্রকার বাধ্য হয়েই পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে এই চিঠি ।

অতীন ঘোষ চিঠির বিষয়ে বলেন, "গাজনবি সেতু থেকে চিংড়িঘাটা পর্যন্ত এই খালে যথেচ্ছ ময়লা পলি জমে গিয়েছে । মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রতি খালে নৌকা চালিয়ে লার্ভা নাশক স্প্রে করা হয় । এখানে সেটা করা সম্ভব হচ্ছে না । খালের পলি তোলা ও সংস্কার দরকার । আগেও সেচ দফতরকে জানানো হয়েছিল । এবার পরিস্থিতি বিচার করে দ্রুত ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছি । দীর্ঘ 7-8 কিলোমিটার দীর্ঘ এই খালের দুই পাশের 5-6টি ওয়ার্ড রয়েছে । যেখানে আড়াই থেকে তিন লক্ষ লোকের বসবাস । মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে গেলে খাল সংস্কার অত্যন্ত জরুরি ।"

আরও পড়ুন:

  1. গতবছরের রেকর্ড ছাপিয়ে চলতি বছর ডেঙ্গিতে সবচেয়ে বেশি সংক্রমণ রাজ্যে
  2. পারদ নামতেই কমছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, স্বস্তির কথা শোনালেন ফিরহাদ
  3. গর্ভাবস্থায় ডেঙ্গি হতে পারে বিপজ্জনক ! জেনে নিন কীভাবে মা ও শিশুর যত্ন নেবেন

কলকাতা, 5 ডিসেম্বর: সব রেকর্ড ভেঙেছে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । ডেঙ্গি সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে কলকাতা । মহানগরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 14 হাজার ছুঁই ছুঁই । ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাও মহানগরে নেহাত কম নয় । এই পরিস্থিতিতে আবর্জনা ও পলিতে নাব্যতা হারিয়েছে বেলেঘাটা খাল । ঘন জনবসতিপূর্ণ এলাকার মাঝে থাকা এই খাল নাব্যতা হারানোয় চিন্তায় কলকাতা পৌরনিগম ৷ কারণ এর জেরে পৌরনিগমের তরফে বন্ধ রয়েছে নৌকা করে মশার লার্ভা নাশক স্প্রে করার কাজটি । তাই শহরের পরিস্থিতি বেগতিক বুঝেই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে আর্জি জানিয়ে সেচ দফতরকে চিঠি পাঠাল কলকাতা পৌরনিগম ।

স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ ও ডেপুটি মেয়র অতীন ঘোষ খালটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়ে এই চিঠি দিয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিককে । তবে খালের দু'ধার অধিকাংশ বেআইনি দখলদারদের হাতে চলে যাওয়াতে পলি তোলা হবে কী করে, তাই নিয়েই এখন সংশয় প্রকাশ করছেন পৌরনিগমের একাংশ ইঞ্জিনিয়র । ডেঙ্গি নিয়ে বেলেঘাটা এলাকার ওয়ার্ডগুলি যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিকদের কাছে । বন্ধ বাড়ি, ফাঁকা জমি বা খানা খন্দ নজরদারি চালানো যায় । কিন্তু আবর্জনা ও পলি জমে আস্ত খাল বুজে যেতে বসেছে । নাব্যতা হারিয়েছে ক্রমশ । সেই খালাই এখন বড় চিন্তার ।

আগে নৌকা চালিয়ে মশার লার্ভার স্প্রে দেওয়া গেলেও এখন আর তারও উপায় নেই । এই খালের দু'পাশে রয়েছে 5-6টি ওয়ার্ড । প্রতিটি ঘন জনবসতিপূর্ণ । জনবহুল এলাকায় এমন সমস্যায় তাই রাতের ঘুম ছুটেছে স্বাস্থ্য বিভাগের । ফলে একপ্রকার বাধ্য হয়েই পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে এই চিঠি ।

অতীন ঘোষ চিঠির বিষয়ে বলেন, "গাজনবি সেতু থেকে চিংড়িঘাটা পর্যন্ত এই খালে যথেচ্ছ ময়লা পলি জমে গিয়েছে । মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে প্রতি খালে নৌকা চালিয়ে লার্ভা নাশক স্প্রে করা হয় । এখানে সেটা করা সম্ভব হচ্ছে না । খালের পলি তোলা ও সংস্কার দরকার । আগেও সেচ দফতরকে জানানো হয়েছিল । এবার পরিস্থিতি বিচার করে দ্রুত ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছি । দীর্ঘ 7-8 কিলোমিটার দীর্ঘ এই খালের দুই পাশের 5-6টি ওয়ার্ড রয়েছে । যেখানে আড়াই থেকে তিন লক্ষ লোকের বসবাস । মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে গেলে খাল সংস্কার অত্যন্ত জরুরি ।"

আরও পড়ুন:

  1. গতবছরের রেকর্ড ছাপিয়ে চলতি বছর ডেঙ্গিতে সবচেয়ে বেশি সংক্রমণ রাজ্যে
  2. পারদ নামতেই কমছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, স্বস্তির কথা শোনালেন ফিরহাদ
  3. গর্ভাবস্থায় ডেঙ্গি হতে পারে বিপজ্জনক ! জেনে নিন কীভাবে মা ও শিশুর যত্ন নেবেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.