ETV Bharat / state

মাঝ আকাশে ধোঁয়া, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ বিমানের

ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানে ধোঁয়া দেখতে পান পাইলট ৷ তারপর কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন ৷

বিমান
author img

By

Published : Sep 5, 2019, 8:53 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : মাঝ আকাশে বিমানে ধোঁয়া ৷ তার জেরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল গো এয়ারের একটি বিমান ৷ সুরক্ষিত রয়েছেন বিমানের সকল যাত্রী ও বিমানকর্মী ৷

আজ দুপুর আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী গো এয়ারের একটি বিমান (ফ্লাইট নম্বর G8102) ছাড়ে ৷ কিছুক্ষণের মধ্যে ককপিটে ধোঁয়া দেখতে পান পাইলট ৷ কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) জানান তিনি । কোনও ঝুঁকি না নিয়ে পাইলটকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেয় ATC ৷ সেইমতো দুপুর তিনটে নাগাদ জরুরি অবতরণ করে বিমানটি ৷ সেটিকে 24 নম্বর বে'তে নিয়ে যাওয়া হয় । সেখানেই বিমানটি পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়ররা ৷

গো এয়ারের তরফে জানানো হয়েছে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে ৷ ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ৷ সুরক্ষিত রয়েছেন 6 বিমানকর্মী-সহ 145 জন ৷

কলকাতা, 5 সেপ্টেম্বর : মাঝ আকাশে বিমানে ধোঁয়া ৷ তার জেরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল গো এয়ারের একটি বিমান ৷ সুরক্ষিত রয়েছেন বিমানের সকল যাত্রী ও বিমানকর্মী ৷

আজ দুপুর আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লিগামী গো এয়ারের একটি বিমান (ফ্লাইট নম্বর G8102) ছাড়ে ৷ কিছুক্ষণের মধ্যে ককপিটে ধোঁয়া দেখতে পান পাইলট ৷ কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) জানান তিনি । কোনও ঝুঁকি না নিয়ে পাইলটকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেয় ATC ৷ সেইমতো দুপুর তিনটে নাগাদ জরুরি অবতরণ করে বিমানটি ৷ সেটিকে 24 নম্বর বে'তে নিয়ে যাওয়া হয় । সেখানেই বিমানটি পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়ররা ৷

গো এয়ারের তরফে জানানো হয়েছে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে ৷ ক্ষয়ক্ষতির কোনও খবর নেই ৷ সুরক্ষিত রয়েছেন 6 বিমানকর্মী-সহ 145 জন ৷

Intro:

মাঝ আকাশে বিমানে ধোঁয়া। এটিসির নির্দেশে বৃহস্পতিবার দুপুর ৩:০০টে নাগাদ কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ করল বিমান। এদিন সন্ধ্যা বেলা পর্যন্ত বিমান ২৪ নম্বর বে'তে সমস্যা সমাধানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। তবে বিমানের ১৩৯ জন যাত্রী এবং ৬ জন ক্রু সুরক্ষা সুরক্ষিত রয়েছে। যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে বিমান সংস্থা।

Body:গো এয়ারের তরফে জানানো হয়েছে যান্ত্রিক ত্রুটির জন্য কলকাতা থেকে দিল্লীগামী G8102 বিমানের চালক এটিসির অনুমতি ক্রমে বিমানটিকে জরুরী ভিত্তিতে কলকাতা বিমান বন্দরে অবতরণ করান। যদিও সূত্রের দাবী আজ দুপুর আড়াইটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ওই বিমান স্বাভাবিকভাবেই টেক অফ করে। এরপর তিনটে নাগাদ ওই মানে ওই বিমানে ককপিটে ধোয়া দেখা দেয়। বিমানের চালক এরপর এটিসির সঙ্গে যোগাযোগ করেন। কোন ঝুঁকি না নিয়ে বিমানের চালককে কলকাতা বিমানবন্দরে ফিরে আসতে বলে এটিসির আধিকারিকরা। এরপর ওই বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে। সুরক্ষিতভাবে ১২৯ জন যাত্রী এবং ৬ জন ক্রু কে নিয়ে কলকাতা বিমানবন্দরে সুরক্ষিত অবতরণ করে ওই বিমান। এরপর বিমানটিকে 24 নম্বর বে'তে নিয়ে যাওয়া হয়। সেখানে বিমানটি দাঁড়িয়ে রয়েছে। বিমানে কি ধরনের সমস্যা হয়েছে খতিয়ে দেখছে ইঞ্জিনিয়াররা। জানা গিয়েছে যাত্রীদের বিকল্প বিমানের ব্যবস্থা করা হবে বিমান সংস্থার তরফ থেকে। তবে সময়মতো গন্তব্যস্থলে না পৌঁছানোয় ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.