কলকাতা, 14 জুলাই: চাইনিজ লোন অ্যাপ থেকে ব্ল্যাকমেলিং খাস কলকাতায় ৷ এ নিয়ে গুগলের আধিকারিকের সঙ্গে কথা বলে সাধারণ মানুষকে সতর্ক করলেন কলকাতা পুলিশ কমিশনার (Kolkata CP Talks with Google to Stop Fraud Through Chinese Loan App) ৷
অভিযোগ, মূলত সোশাল সাইটে একাধিক নামে বিজ্ঞাপন দিচ্ছে এই চাইনিজ লোন অ্যাপগুলি। সংশ্লিষ্ট বিজ্ঞাপনে বলা হচ্ছে স্বল্প মূল্যে কোনও নথিপত্র ছাড়াই লোন দেওয়া হবে। পুলিশের অভিযোগ যেহেতু কোনও কাগজপত্র বা ভেরিফিকেশন ছাড়াই এই লোন দেওয়া হচ্ছে ফলে প্রচুর মানুষ এই বিজ্ঞাপনের ফাঁদে পা দিচ্ছে।
একবার এই চাইনিজ লোন অ্যাপগুলির মাধ্যমে লোন নিলেই লোন গ্রহণকারী সেই ব্যক্তির যাবতীয় তথ্য চলে যাচ্ছে সাইবার দস্যদের হাতে। লালবাজার সূত্রের খবর, প্রথমে বিজ্ঞাপনে দেওয়া বিশেষ নম্বরে গ্রাহকরা ফোন করছেন। এরপর বিভিন্ন ব্যাংকিং তথ্য সংশ্লিষ্ট অ্যাপে দিতে হচ্ছে গ্রাহককে। এরপরই গ্রাহকের ফোন নম্বর এবং ব্যাংকের যাবতীয় খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু এক নিমিষেই চলে যাচ্ছে সাইবার সদস্যদের হাতে।
এরপরেই লোন গ্রহণকারী ব্যক্তিদের ফোনের কন্ট্যাক্ট লিস্ট পেয়ে যাচ্ছে সাইবার দস্যুরা। অভিযোগ, এরপরে ঋণ গ্রহণকারী সেই ব্যক্তিকে ফোন করে ব্ল্যাকমেল করা হচ্ছে। এই বলে ভয় দেখানো হচ্ছে যে যদি ঋণ নেওয়া টাকার দ্বিগুণ বা ত্রিগুণ টাকা তাঁদের নির্দিষ্ট সময়ে মধ্যে ফিরিয়ে না-দেওয়া হয় তাহলে তাঁরা ঋণ গ্রহণকারী ওই ব্যক্তির সকল আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের ফোন করে বলে দেবেন যে তিনি একজন প্রতারক। এরপরই গ্রাহকরা লজ্জায় তাঁদের ইচ্ছামতো চাওয়া টাকা পাঠিয়ে দিয়ে সর্বশান্ত হচ্ছেন।
আরও পড়ুন: বিমা সংস্থার নাম করে প্ৰতারণার জাল শহরে, সতর্ক করল লালবাজার
এই বিষয়ে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল জানিয়েছেন, এই প্রকারের সাইবার প্রতারণার শিকার হলে সঙ্গে-সঙ্গে স্থানীয় থানা বা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার সেলে অভিযোগ দায়ের করতে পারেন। এছাড়াও অনলাইনের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে গুগলের আধিকারিকের সঙ্গে কথা বলা হয়েছে। গুগলের কাছে কলকাতা পুলিশ অনুরোধ করেছে এই প্রকার চাইনিজ লোন অ্যাপ যেন প্লে-স্টোরে জায়গা না-পায়, সেদিকে নজর রাখতে।