ETV Bharat / state

শহরে অশান্তি রুখতে সফল পুলিশ, আত্মতুষ্টি নয় ; সতর্কবার্তা অনুজের - অনুজ শর্মার সতর্কবার্তা CAA নিয়ে

কলকাতা পুলিশের বিশেষ প্ল্যানিং এখনও পর্যন্ত শহরকে শান্ত রেখেছে । লালবাজারে শীর্ষ কর্তারা দফায়-দফায় কথা বলছেন বিক্ষোভকারীদের সঙ্গে । স্পর্শকাতর এলাকায় রাখা হচ্ছে বিশেষ নজর । নিজেদের ইন্টেলিজেন্সকে পুরোপুরি ব্যবহার করছে পুলিশ । কিন্তু তার পরেও আশঙ্কা থেকেই যাচ্ছে । বিশেষ করে গতকাল গার্ডেনরিচ এলাকর আখড়া স্টেশনে যেভাবে বিক্ষোভ চলেছে,তাতে যথেষ্ট আতঙ্কে রয়েছে কলকাতা পুলিশ । আশঙ্কা হঠাৎ হিংসা ছড়িয়ে পড়ার । আর তাই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সমস্ত ওসি, ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিভিশনাল কমিশনার, যুগ্ম-কমিশনার, অতিরিক্ত কমিশনারদের উদ্দেশ্যে অত্যন্ত সক্রিয় থাকার নির্দেশ দেন ।

image
অনুজ শর্মা
author img

By

Published : Dec 18, 2019, 8:11 AM IST

Updated : Dec 18, 2019, 9:29 AM IST

কলকাতা, 18 ডিসেম্বর : NRC এবং নাগরিকত্ব সংশোধনী বিল (CAA) নিয়ে রাজ্যজুড়ে অশান্তি অব্যাহত । তবে কলকাতায় এখনও পর্যন্ত তার প্রভাব তেমনভাবে পড়েনি । কলকাতা মূলত শান্তই । প্রশাসন বলছে, এ বিষয়ে কাজ করছে কলকাতা পুলিশের হোমওয়ার্ক । বিষয়টিতে সন্তুষ্ট নগরপালও । তার জন্য বাহিনীর প্রশংসাও করেছেন বলে সূত্রের খবর । পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, আত্মতুষ্ট হলে চলবে না । পরিস্থিতির দিকে নজর রাখতে হবে ।

কলকাতা পুলিশের বিশেষ পরিকল্পনা এখনও পর্যন্ত শহরে অশান্তির আঁচ পড়তে দেয়নি । লালবাজারে শীর্ষ কর্তারা দফায়-দফায় কথা বলছেন বিক্ষোভকারীদের সঙ্গে । স্পর্শকাতর এলাকায় রাখা হচ্ছে বিশেষ নজর । নিজেদের ইন্টেলিজেন্সকে পুরোপুরি ব্যবহার করছে পুলিশ । তার পরেও আশঙ্কা থেকেই যাচ্ছে । বিশেষ করে গতকাল আখড়া স্টেশনে যেভাবে বিক্ষোভ চলেছে,তাতে যথেষ্ট আতঙ্কে রয়েছে কলকাতা পুলিশ । আশঙ্কা হঠাৎ হিংসা ছড়িয়ে পড়ার । আর তাই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সমস্ত OC, ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিভিশনাল কমিশনার, যুগ্ম-কমিশনার, অতিরিক্ত কমিশনারদের উদ্দেশ্যে অত্যন্ত সক্রিয় থাকার নির্দেশ দেন ।

কলকাতা পুলিশের এলাকার মধ্যে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে কাশীপুর, বেলগাছিয়া, রাজাবাজার, বড়বাজার, পার্ক সার্কাস, তিলজলা, তপসিয়া, ট‍্যংরা, খিদিরপুর, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজকে । এখনও পর্যন্ত কলকাতার পরিস্থিতি শান্ত থাকলেও পরে যে কোনও সময় অশান্তি ছড়িয়ে পড়তে পারে । স্পর্শকাতর এলাকাগুলিতে নাকা চেকিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে । প্রয়োজনে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে ।

স্পর্শ কাতর এলাকাগুলিতে দেওয়া হয়েছে মোবাইল পেট্রোলিংয়ের পরামর্শ । প্রয়োজনে কমিউনিটি পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে ওসিদের । কমিউনিটি লিডারদের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখতে বলা হয়েছে । কোনও ভাবেই রাস্তা অবরোধ করতে দেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে । রাস্তার উপর কোনো কিছু জ্বালিয়ে বিক্ষোভ দেখানো যাবে না । যতক্ষণ পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী নিয়ে বিক্ষোভের আঁচ কমবে না, ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থায় চালিয়ে যেতে হবে বলে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

কলকাতা, 18 ডিসেম্বর : NRC এবং নাগরিকত্ব সংশোধনী বিল (CAA) নিয়ে রাজ্যজুড়ে অশান্তি অব্যাহত । তবে কলকাতায় এখনও পর্যন্ত তার প্রভাব তেমনভাবে পড়েনি । কলকাতা মূলত শান্তই । প্রশাসন বলছে, এ বিষয়ে কাজ করছে কলকাতা পুলিশের হোমওয়ার্ক । বিষয়টিতে সন্তুষ্ট নগরপালও । তার জন্য বাহিনীর প্রশংসাও করেছেন বলে সূত্রের খবর । পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, আত্মতুষ্ট হলে চলবে না । পরিস্থিতির দিকে নজর রাখতে হবে ।

কলকাতা পুলিশের বিশেষ পরিকল্পনা এখনও পর্যন্ত শহরে অশান্তির আঁচ পড়তে দেয়নি । লালবাজারে শীর্ষ কর্তারা দফায়-দফায় কথা বলছেন বিক্ষোভকারীদের সঙ্গে । স্পর্শকাতর এলাকায় রাখা হচ্ছে বিশেষ নজর । নিজেদের ইন্টেলিজেন্সকে পুরোপুরি ব্যবহার করছে পুলিশ । তার পরেও আশঙ্কা থেকেই যাচ্ছে । বিশেষ করে গতকাল আখড়া স্টেশনে যেভাবে বিক্ষোভ চলেছে,তাতে যথেষ্ট আতঙ্কে রয়েছে কলকাতা পুলিশ । আশঙ্কা হঠাৎ হিংসা ছড়িয়ে পড়ার । আর তাই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সমস্ত OC, ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিভিশনাল কমিশনার, যুগ্ম-কমিশনার, অতিরিক্ত কমিশনারদের উদ্দেশ্যে অত্যন্ত সক্রিয় থাকার নির্দেশ দেন ।

কলকাতা পুলিশের এলাকার মধ্যে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে কাশীপুর, বেলগাছিয়া, রাজাবাজার, বড়বাজার, পার্ক সার্কাস, তিলজলা, তপসিয়া, ট‍্যংরা, খিদিরপুর, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজকে । এখনও পর্যন্ত কলকাতার পরিস্থিতি শান্ত থাকলেও পরে যে কোনও সময় অশান্তি ছড়িয়ে পড়তে পারে । স্পর্শকাতর এলাকাগুলিতে নাকা চেকিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে । প্রয়োজনে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে ।

স্পর্শ কাতর এলাকাগুলিতে দেওয়া হয়েছে মোবাইল পেট্রোলিংয়ের পরামর্শ । প্রয়োজনে কমিউনিটি পুলিশের সাহায্য নিতে বলা হয়েছে ওসিদের । কমিউনিটি লিডারদের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখতে বলা হয়েছে । কোনও ভাবেই রাস্তা অবরোধ করতে দেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে । রাস্তার উপর কোনো কিছু জ্বালিয়ে বিক্ষোভ দেখানো যাবে না । যতক্ষণ পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী নিয়ে বিক্ষোভের আঁচ কমবে না, ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থায় চালিয়ে যেতে হবে বলে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা ।

Intro:কলকাতা, 18 ডিসেম্বর: রাজ্যজুড়ে হিংসার বাতাবরণে কলকাতা শান্তই। প্রশাসন বলছে, এ বিষয়ে কাজ করেছে কলকাতা পুলিশের হোমওয়ার্ক। বিষয়টিতে সন্তুষ্ট নগরপাল। তার জন্য বাহিনীর প্রশংসাও করেছেন বলে সূত্রের খবর। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, আত্মতুষ্ট হলে চলবে না। তিলত্তমাকে রাখতে হবে শান্ত।


Body:নাগরিকত্ব সংশোধনী অ্যাক্ট নিয়ে জ্বলছে গোটা রাজ্য। কিন্তু কলকাতায় এখনও পর্যন্ত তার প্রভাব তেমনভাবে পড়েনি। কারণ কলকাতা পুলিশের বিশেষ প্ল্যানিং। লালবাজারে শীর্ষ কর্তারা দফায়-দফায় কথা বলছেন সম্ভাব্য বিক্ষোভকারীদের সঙ্গে। স্পর্শকাতর এলাকায় রাখা হচ্ছে বিশেষ নজর। নিজেদের ইন্টেলিজেন্সকে পুরোপুরি ব্যবহার করছে পুলিশ। কিন্তু তার পরেও আশঙ্কা থেকেই যাচ্ছে। আশঙ্কা হঠাৎ হিংসা ছড়িয়ে পড়ার। আর তাই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা মোটা বাহিনীকে দেন বিশেষ নির্দেশ। সমস্ত ওসি, ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিভিশনাল কমিশনার, যুগ্ম-কমিশনার, অতিরিক্ত কমিশনারদের উদ্দেশ্যে বার্তা দেন। গোটা বাহিনীকে অত্যন্ত সক্রিয় থাকার নির্দেশ দেন।



Conclusion:কলকাতা পুলিশের এলাকার মধ্যে স্পর্শকাতর' এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে কাশিপুর, বেলগাছিয়া, রাজাবাজার, বড়বাজার, পার্ক সার্কাস, তিলজলা, তপসিয়া, ট‍্যাংরা, খিদিরপুর, গার্ডেনরিচ, মেটিয়াব্রুজ এলাকাকে। গতকাল গার্ডেনরিচ লাগোয়া আখড়া স্টেশনে যেভাবে তাণ্ডব চলছে, তাতে সিঁদুরে মেঘ দেখছে পুলিশ। পুলিশের ইন্টেলিজেন্স বলছে যে কোন সময়, ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। আর তাই স্পর্শ কাতর এলাকাগুলিতে নাকা চেকিংয়ের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে ট্রাবল মঙ্গারদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। স্পর্শ কাতর এলাকাগুলিতে দেওয়া হয়েছে মোবাইল পেট্রোলিংয়ের পরামর্শ। প্রয়োজনে কমিউনিটি পুলিশের সহযোগিতা নিতে বলা হয়েছে ওসিদের। কমিউনিটি লিডারদের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখতে বলা হয়েছে ওসিদের। কোথাও বিক্ষোভের সম্ভাবনা তৈরি হলেই সেই এলাকার নির্দিষ্ট গোষ্ঠীর নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে, কি করা যাবে না তা বুঝিয়ে দিতে বলা হয়েছে। কোথাও কোনো ভাবেই রাস্তা অবরোধ করতে দেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। রাস্তার উপর কোন কিছু জ্বালিয়ে বিক্ষোভ দেখানো যাবে না। যতক্ষণ পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী নিয়ে বিক্ষোভের আঁচ কমবে না ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থায় চালিয়ে যেতে হবে বলে নির্দেশ দিয়েছেন অনুজ শর্মা।
Last Updated : Dec 18, 2019, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.