ETV Bharat / state

KMC on Paper-Ink: কাগজ-কালির যথেচ্ছ ব্যবহারেও লাগাম, কলকাতা কর্পোরেশনের নয়া উদ্যোগ - সঙ্কট কাটেনি কলকাতা কর্পোরেশনের

খরচে রাশ টানতে কাগজ নয়া উদ্যোগ কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation Notice) ৷ এবার থেকে কাগজ-কলমের খরচ 50 শতাংশ কমানোর নির্দেশ কলকাতা কর্পোরেশনের সচিব হরিহর প্রসাদ মণ্ডলের ৷ এই মর্মে ইতিমধ্যেই একটি নির্দেশিকাও জারি হয়েছে ৷

KMC
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 7, 2023, 8:47 AM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: কোষাগারের সংকট কাটেনি কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) । হাল ফেরাতে ইতিমধ্যেই নানা ধরনের খরচে লাগাম টেনেছে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষ । এবার কলকাতা কর্পোরেশনের সমস্ত বিভাগে ও দফতরে ব্যবহৃত কাগজ ও কালি খরচে রাশ টানল কর্পোরেশন কর্তৃপক্ষ। কলকাতা কর্পোরেশনের সচিব হরিহর প্রসাদ মণ্ডল এক নির্দেশিকা জারি করে এই নির্দেশ দিয়েছেন । তাতে স্পষ্ট বলা হয়েছে প্রতিটা বিভাগেই কাগজ এবং কালির খরচ 50 শতাংশ হ্রাস করতে হবে ।

কেন কাগজ ও কালিতে নিয়ন্ত্রণ আনা হচ্ছে ?

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরেই চালু হয়েছে ই-ফাইলিং পরিষেবা । এই পরিষেবা আরও সু-সংহত করতে বছরখানেক ই-গভর্নেন্সে জোর দেওয়া হয়েছে । কাগজের ফাইল সরিয়ে ই-ফাইলিং ব্যবস্থা চালু হয়েছে । এই পরিস্থিতিতে কাগজের ব্যবহার সেই অর্থে কমেনি। ফাইলে জোর দেওয়ার পরেও একটা মোটা টাকা খরচ করতে হয়, কাগজ এবং প্রিন্টারের কার্টেজের জন্য । কলকাতা কর্পোরেশনের শহরজুড়ে থাকা ছোট বড় দফতর নিয়ে মোটা টাকায় হয় সেই পরিমাণ । তাই নির্দেশিকা জারি করে এবার প্রতিটি বিভাগে কাগজ এবং কার্টেজের জন্য বরাদ্দ ছাঁটাই করা হয়েছে ।
কলকাতা কর্পোরেশনের পৌর সচিব হরিহরপ্রসাদ মণ্ডল একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, প্রত্যেকটি বিভাগকে এবার থেকে 50 শতাংশ কম কাগজ এবং কালি দেওয়া হবে । এ-ফোর পেজ থেকে শুরু করে জেরক্স মেশিনের কার্টেজ কালির ব্যবহার কমাতে হবে ।

এই প্রসঙ্গে কর্পোরেশেনের এক আধিকারিক জানান, কর্পোরেশনের কোষাগার সংকট এখনো অব্যাহত । কাউন্সিলরদের ফোনের বিল থেকে শুরু করে আধিকারিকদের ফোনের বিল, গাড়ির তেলের টাকা, এছাড়াও আনুষঙ্গিক খরচে ধাপে ধাপে লাগাম টানা হয়েছে । ই-ফাইলিং জোর দিতে বলা হলেও সেভাবে জোর দেওয়া হচ্ছে না । ফলে আগের মতই কাগজ কালির টাকা গুনে যেতে হচ্ছে । এখন আর সেটা চলবে না । ই-ফাইলিং ব্যবস্থা জোরকদমে চালাতে হবে ।

আরও পড়ুন: কালাম-চার্চিল-মিলটন-মমতা ! মুখ্যমন্ত্রী স্তুতিতে রাজ্যপালকে কটাক্ষ বিজেপির

এর আগেই বিভিন্ন বিভাগের গাড়ির সংখ্যা কমানো হয়েছে । পাল্লা দিয়ে কমানো হয়েছে তেলের বরাদ্দ । তাই প্রতিমাসে চালক, গাড়ির রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচ সাশ্রয় হচ্ছে বিপুল টাকার । এবার সেই খরচ কমানোর তালিকায় পৌর নিগমের অফিসে ব্যবহৃত কাগজ ও কালি। তাই নানা বিভাগে কাগজ-কালির যথেচ্ছ ব্যবহারেও নিয়ন্ত্রণ করা হচ্ছে ।

কলকাতা, 7 ফেব্রুয়ারি: কোষাগারের সংকট কাটেনি কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) । হাল ফেরাতে ইতিমধ্যেই নানা ধরনের খরচে লাগাম টেনেছে কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষ । এবার কলকাতা কর্পোরেশনের সমস্ত বিভাগে ও দফতরে ব্যবহৃত কাগজ ও কালি খরচে রাশ টানল কর্পোরেশন কর্তৃপক্ষ। কলকাতা কর্পোরেশনের সচিব হরিহর প্রসাদ মণ্ডল এক নির্দেশিকা জারি করে এই নির্দেশ দিয়েছেন । তাতে স্পষ্ট বলা হয়েছে প্রতিটা বিভাগেই কাগজ এবং কালির খরচ 50 শতাংশ হ্রাস করতে হবে ।

কেন কাগজ ও কালিতে নিয়ন্ত্রণ আনা হচ্ছে ?

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরেই চালু হয়েছে ই-ফাইলিং পরিষেবা । এই পরিষেবা আরও সু-সংহত করতে বছরখানেক ই-গভর্নেন্সে জোর দেওয়া হয়েছে । কাগজের ফাইল সরিয়ে ই-ফাইলিং ব্যবস্থা চালু হয়েছে । এই পরিস্থিতিতে কাগজের ব্যবহার সেই অর্থে কমেনি। ফাইলে জোর দেওয়ার পরেও একটা মোটা টাকা খরচ করতে হয়, কাগজ এবং প্রিন্টারের কার্টেজের জন্য । কলকাতা কর্পোরেশনের শহরজুড়ে থাকা ছোট বড় দফতর নিয়ে মোটা টাকায় হয় সেই পরিমাণ । তাই নির্দেশিকা জারি করে এবার প্রতিটি বিভাগে কাগজ এবং কার্টেজের জন্য বরাদ্দ ছাঁটাই করা হয়েছে ।
কলকাতা কর্পোরেশনের পৌর সচিব হরিহরপ্রসাদ মণ্ডল একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, প্রত্যেকটি বিভাগকে এবার থেকে 50 শতাংশ কম কাগজ এবং কালি দেওয়া হবে । এ-ফোর পেজ থেকে শুরু করে জেরক্স মেশিনের কার্টেজ কালির ব্যবহার কমাতে হবে ।

এই প্রসঙ্গে কর্পোরেশেনের এক আধিকারিক জানান, কর্পোরেশনের কোষাগার সংকট এখনো অব্যাহত । কাউন্সিলরদের ফোনের বিল থেকে শুরু করে আধিকারিকদের ফোনের বিল, গাড়ির তেলের টাকা, এছাড়াও আনুষঙ্গিক খরচে ধাপে ধাপে লাগাম টানা হয়েছে । ই-ফাইলিং জোর দিতে বলা হলেও সেভাবে জোর দেওয়া হচ্ছে না । ফলে আগের মতই কাগজ কালির টাকা গুনে যেতে হচ্ছে । এখন আর সেটা চলবে না । ই-ফাইলিং ব্যবস্থা জোরকদমে চালাতে হবে ।

আরও পড়ুন: কালাম-চার্চিল-মিলটন-মমতা ! মুখ্যমন্ত্রী স্তুতিতে রাজ্যপালকে কটাক্ষ বিজেপির

এর আগেই বিভিন্ন বিভাগের গাড়ির সংখ্যা কমানো হয়েছে । পাল্লা দিয়ে কমানো হয়েছে তেলের বরাদ্দ । তাই প্রতিমাসে চালক, গাড়ির রক্ষণাবেক্ষণ ও জ্বালানি খরচ সাশ্রয় হচ্ছে বিপুল টাকার । এবার সেই খরচ কমানোর তালিকায় পৌর নিগমের অফিসে ব্যবহৃত কাগজ ও কালি। তাই নানা বিভাগে কাগজ-কালির যথেচ্ছ ব্যবহারেও নিয়ন্ত্রণ করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.