ETV Bharat / state

Kolkata Corporation: জটিলতার অবসান, ঠিকা জমির লিজ ডিড দেওয়া শুরু পৌরনিগমের - কলকাতা পৌরনিগম

দীর্ঘ দিনের জটিলতার অবসান ৷ ঠিকা জমির লিজ ডিড দেওয়া শুরু করল কলকাতা পৌরনিগম ৷ শুক্রবার শ্যামবাজারের ও চেতলার দুই বাসিন্দার হাতে এই ডিড তুল দেওয়া হয়েছে ৷

Etv Bharat
ঠিকা জমির লিজ ডিড প্রদান অনুষ্ঠান
author img

By

Published : Jul 28, 2023, 10:59 PM IST

ঠিকা জমির লিজ ডিড তুলে দিলেন মেয়র

কলকাতা, 28 জুলাই: লিজ ডিডের জন্য পৌরনিগমে হন্যে হয়ে ঘোরার দিন শেষ । জটিলতা কাটিয়ে এবার ঠিকা জমির লিজ ডিড দেওয়া দিতে শুরু করল কলকাতা পৌরনিগম । শুক্রবার আনুষ্ঠানিকভাবে চেতলা ও শ্যামবাজারের দুই বাসিন্দার হাতে লিজ ডিড তুলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠিকা কন্ট্রোলার সোমনাথ দে, ডেপুটি ঠিকা কম্পট্রোলার সুরজিৎ চন্দ্র। এছড়াও আরও 14 জনকে দেওয়া হয়েছে ঠিকা জমির লিজ ডিড ৷

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে আরও 14 জনকে এই ঠিকা লিজ ডিড দেওয়া হয়েছে এদিন । এছাড়াও কম বেশি 5 হাজার আবেদন জমা পড়েছে পৌরনিগমে ৷ সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিমর নির্দেশে একটি ঠিকা সেল তৈরি হয়েছে কলকাতা কর্পোরেশন । কলকাতা পৌরনিগম এলাকার 1 থেকে 100 নম্বর ওয়ার্ডে বাসিন্দারা যাতে ঠিকা সংক্রান্ত সমস্ত পরিষেবা পান তার জন্য় ইতিমধ্যেই পৌরসভা নিজস্ব ঠিকা সেল তৈরি করেছে ৷ এবার থেকে আবেদনের 15 দিনের মধ্যে ঠিকা জমির লিজ ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশন মিলবে ৷ ঠিকা টেনেন্ট বিল্ডিং প্ল্যান আবেদন করলে অনুমোদন মিলবে 15 দিনের মধ্যে। ঠিকা প্রজা হলে পৌরনিগনের আইনে বাড়ি তৈরি করতে অনুমতি পাবেন 15 দিনের মধ্যে ।

আরও পড়ুন: লং কোভিডের বিষয়ে কলকাতা পৌরনিগমে চিকিৎসকদের প্রশিক্ষণ, উপকৃত হবেন নাগরিকরা

এদিনের ঠিকা জমির লিজ প্রদান কর্মসূচিতেই মেয়র ফিরহাদ হাকিম বলেন,"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল সকলের বাড়ি হোক। সেই অনুসারে আমরা কাজ করেছি । ঠিকা প্রজারা বাড়ি করলে অন্যদের মত পৌর আইনের অতিরিক্ত ফ্লোর এরিয়া রেশিয় (এফএআর) পাবেন । ঠিকা বস্তি গুলো একসঙ্গে আবেদন করলে সরকারের তরফে বাংলার বাড়ি করে দিচ্ছি । উন্নয়ন হলে সকলের ভালো সেক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে কাগজপত্র দেখে । দীর্ঘ দিন আর জটিলতা আটকে থাকবে না ঠিকা সংক্রান্ত পরিষেবা ।"

ঠিকা জমির লিজ ডিড তুলে দিলেন মেয়র

কলকাতা, 28 জুলাই: লিজ ডিডের জন্য পৌরনিগমে হন্যে হয়ে ঘোরার দিন শেষ । জটিলতা কাটিয়ে এবার ঠিকা জমির লিজ ডিড দেওয়া দিতে শুরু করল কলকাতা পৌরনিগম । শুক্রবার আনুষ্ঠানিকভাবে চেতলা ও শ্যামবাজারের দুই বাসিন্দার হাতে লিজ ডিড তুলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠিকা কন্ট্রোলার সোমনাথ দে, ডেপুটি ঠিকা কম্পট্রোলার সুরজিৎ চন্দ্র। এছড়াও আরও 14 জনকে দেওয়া হয়েছে ঠিকা জমির লিজ ডিড ৷

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে আরও 14 জনকে এই ঠিকা লিজ ডিড দেওয়া হয়েছে এদিন । এছাড়াও কম বেশি 5 হাজার আবেদন জমা পড়েছে পৌরনিগমে ৷ সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিমর নির্দেশে একটি ঠিকা সেল তৈরি হয়েছে কলকাতা কর্পোরেশন । কলকাতা পৌরনিগম এলাকার 1 থেকে 100 নম্বর ওয়ার্ডে বাসিন্দারা যাতে ঠিকা সংক্রান্ত সমস্ত পরিষেবা পান তার জন্য় ইতিমধ্যেই পৌরসভা নিজস্ব ঠিকা সেল তৈরি করেছে ৷ এবার থেকে আবেদনের 15 দিনের মধ্যে ঠিকা জমির লিজ ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশন মিলবে ৷ ঠিকা টেনেন্ট বিল্ডিং প্ল্যান আবেদন করলে অনুমোদন মিলবে 15 দিনের মধ্যে। ঠিকা প্রজা হলে পৌরনিগনের আইনে বাড়ি তৈরি করতে অনুমতি পাবেন 15 দিনের মধ্যে ।

আরও পড়ুন: লং কোভিডের বিষয়ে কলকাতা পৌরনিগমে চিকিৎসকদের প্রশিক্ষণ, উপকৃত হবেন নাগরিকরা

এদিনের ঠিকা জমির লিজ প্রদান কর্মসূচিতেই মেয়র ফিরহাদ হাকিম বলেন,"মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল সকলের বাড়ি হোক। সেই অনুসারে আমরা কাজ করেছি । ঠিকা প্রজারা বাড়ি করলে অন্যদের মত পৌর আইনের অতিরিক্ত ফ্লোর এরিয়া রেশিয় (এফএআর) পাবেন । ঠিকা বস্তি গুলো একসঙ্গে আবেদন করলে সরকারের তরফে বাংলার বাড়ি করে দিচ্ছি । উন্নয়ন হলে সকলের ভালো সেক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে কাগজপত্র দেখে । দীর্ঘ দিন আর জটিলতা আটকে থাকবে না ঠিকা সংক্রান্ত পরিষেবা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.