ETV Bharat / state

ওপার বাংলায় এবার কলকাতা বইমেলা, ঢাকার মাটিতে কবে শুরু এপারের 'উৎসব'; জেনে নিন

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 5:30 PM IST

Updated : Jan 8, 2024, 7:55 PM IST

Kolkata Book Fair: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল ৷ এই প্রথম বাংলাদেশের ঢাকা শহরে স্থান পেতে চলেছে কলকাতা বইমেলা। কবে থেকে শুরু জানতে পড়ুন এই প্রতিবেদন ৷

এই প্রথম ঢাকায় হতে চলেছে কলকাতা বইমেলা
Kolkata Book Fair
ঢাকার মাটিতে অনুষ্ঠিত হবে কলকাতা বইমেলা

কলকাতা, 8 জানুয়ারি: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বরাবর স্থান পেয়েছে বাংলাদেশ। কিন্তু একবারের জন্যও বাংলাদেশের বইমেলায় ডাক পায়নি কলকাতা। সেই আক্ষেপের সুর গতবছর শোনা গিয়েছিল গিল্ড কর্তৃপক্ষের গলায়। এবার দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটল। বাংলাদেশে স্থান পেল কলকাতা বইমেলা। এই প্রথম বাংলাদেশের ঢাকা শহরে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বইমেলা। আগামী এপ্রিল বা মে মাসে এই বইমেলা হওয়ার কথা।

46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পালিত হয়েছিল 'বাংলাদেশ দিবস'। সেখানেই অনুরোধ জানিয়েছিলেন গিল্ড পাবলিশার্সের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, "আমরা ইতিমধ্য়েই স্পেনের থেকে নিমন্ত্রণ পেয়েছি। তবে এখনও বাংলাদেশ থেকে আমাদের ডাকা হয়নি। আমরা অনুরোধ করছি যদি ঢাকা শহরে একটা কলকাতা বইমেলা করা সম্ভব হয়, তাহলে ভালো হয়।" সেখানে আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম।

সেই আশ্বাস অনুযায়ী এবার ঢাকা শহরে ডাক পেল কলকাতা বইমেলা। গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "আমরা গতবছর বলার পর আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ঢাকা থেকে। সেইমতো আমরা দু'পক্ষ আলোচনায় বসি। পরে 27 নভেম্বর থেকে ওদের বইমেলা শুরু হওয়ার কথা ছিল। নির্বাচনের জন্য সেই বইমেলা পিছিয়ে যায়। এখন নির্বাচন হয়ে গেল। ফল প্রকাশও হয়ে গিয়েছে ৷ ওদের 31তম বইমেলা হয়ে যাওয়ার পরেই, আগামী এপ্রিল-মে মাসে আমরা কলকাতা বইমেলা করছি।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ঢাকা শহরেই বইমেলা হওয়ার ফলে বইপ্রেমী এবং পাবলিশার্সদের অনেক সুবিধা হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। গিল্ডের সভাপতির কথায়, "এর ফলে দুই দেশের পাঠক এবং লেখকদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। আর ঢাকায় বইমেলা হলে ভারত থেকে যাওয়া পাবলিশার্সদের অনেক সুবিধা হবে।"

আরও পড়ুন:

  1. 12 বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে জার্মানি, থিম কান্ট্রি যুক্তরাজ্য
  2. পুজোর আগেই নন্দনে শুরু 'শারদ বই পার্বণ' উৎসব
  3. 'দুর্নীতির হাত কবে ধরা পড়বে?', বইমেলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন

ঢাকার মাটিতে অনুষ্ঠিত হবে কলকাতা বইমেলা

কলকাতা, 8 জানুয়ারি: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বরাবর স্থান পেয়েছে বাংলাদেশ। কিন্তু একবারের জন্যও বাংলাদেশের বইমেলায় ডাক পায়নি কলকাতা। সেই আক্ষেপের সুর গতবছর শোনা গিয়েছিল গিল্ড কর্তৃপক্ষের গলায়। এবার দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটল। বাংলাদেশে স্থান পেল কলকাতা বইমেলা। এই প্রথম বাংলাদেশের ঢাকা শহরে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বইমেলা। আগামী এপ্রিল বা মে মাসে এই বইমেলা হওয়ার কথা।

46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পালিত হয়েছিল 'বাংলাদেশ দিবস'। সেখানেই অনুরোধ জানিয়েছিলেন গিল্ড পাবলিশার্সের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, "আমরা ইতিমধ্য়েই স্পেনের থেকে নিমন্ত্রণ পেয়েছি। তবে এখনও বাংলাদেশ থেকে আমাদের ডাকা হয়নি। আমরা অনুরোধ করছি যদি ঢাকা শহরে একটা কলকাতা বইমেলা করা সম্ভব হয়, তাহলে ভালো হয়।" সেখানে আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম।

সেই আশ্বাস অনুযায়ী এবার ঢাকা শহরে ডাক পেল কলকাতা বইমেলা। গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "আমরা গতবছর বলার পর আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ঢাকা থেকে। সেইমতো আমরা দু'পক্ষ আলোচনায় বসি। পরে 27 নভেম্বর থেকে ওদের বইমেলা শুরু হওয়ার কথা ছিল। নির্বাচনের জন্য সেই বইমেলা পিছিয়ে যায়। এখন নির্বাচন হয়ে গেল। ফল প্রকাশও হয়ে গিয়েছে ৷ ওদের 31তম বইমেলা হয়ে যাওয়ার পরেই, আগামী এপ্রিল-মে মাসে আমরা কলকাতা বইমেলা করছি।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ঢাকা শহরেই বইমেলা হওয়ার ফলে বইপ্রেমী এবং পাবলিশার্সদের অনেক সুবিধা হবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। গিল্ডের সভাপতির কথায়, "এর ফলে দুই দেশের পাঠক এবং লেখকদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। আর ঢাকায় বইমেলা হলে ভারত থেকে যাওয়া পাবলিশার্সদের অনেক সুবিধা হবে।"

আরও পড়ুন:

  1. 12 বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে জার্মানি, থিম কান্ট্রি যুক্তরাজ্য
  2. পুজোর আগেই নন্দনে শুরু 'শারদ বই পার্বণ' উৎসব
  3. 'দুর্নীতির হাত কবে ধরা পড়বে?', বইমেলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন
Last Updated : Jan 8, 2024, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.