ETV Bharat / state

Kolkata Book Fair & Film Festival : আগামী বছরের শুরুতেই বইমেলা ও চলচ্চিত্র উৎসব, ঘোষণা রাজ্য সরকারের

author img

By

Published : Nov 8, 2021, 9:10 PM IST

পরিস্থিতি স্বাভাবিক হতেই ছন্দে ফিরতে শুরু করেছে তিলোত্তমা ৷ 22-এর শুরুতেই উৎসবের মরশুম ৷ শুরু হচ্ছে কলকাতা বইমেলা ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷

Kolkata Book Fair & Film Festival
Kolkata Book Fair & Film Festival

কলকাতা, 8 নভেম্বর : করোনা সংক্রমণের আঘাত সামলে আবার ট্র্যাকে ফিরছে কলকাতা বইমেলা । করোনার কারণে রাজ্যে অধিকাংশ মেলা এমনকি আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবও বন্ধ ছিল ৷

এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাজ্য সরকার জানিয়ে দিল আগামী 7 জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা ৷ এর মধ্যে চলচ্চিত্র উৎসব চলবে 14 জানুয়ারি পর্যন্ত এবং বইমেলা চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত ।


2019 সালে কলকাতা বইমেলার থিম দেশ ছিল গুয়াতেমালা । পরবর্তী বইমেলা যেহেতু আয়োজন করা যায়নি সে কারণেই বাংলাদেশকে এবছর বইমেলার থিম কান্ট্রি হিসাবে তুলে ধরা হবে বলে বুক পাবলিশার্স এন্ড সেলার্স গিল্ড সূত্রের খবর ৷ 2021 সালে বইমেলায় বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং দেশ স্বাধীন হওয়ার 50-তম বর্ষ উদযাপন করার কথা ছিল ৷ কিন্তু করোনাকালে তা বাস্তবায়িত না করার কারণেই একুশের বইমেলার থিম কান্ট্রি হিসেবে এবারেও বাংলাদেশকেই রেখে দেওয়া হচ্ছে ।

একই সঙ্গে সোমবার রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের নির্ঘন্টও ঘোষণা করা হয়েছে । আগামী বছর এপ্রিল মাসে হতে চলেছে এই বাণিজ্য সম্মেলন ৷ সরকারের তরফ থেকে 2021 সালে বাণিজ্য সম্মেলন করার কথা আগে ঘোষণা করা হলেও করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে এ বছর বাণিজ্য সম্মেলন করা যায়নি । যেহেতু এখন করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে তাই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ এপ্রিল মাস নাগাদ এই সম্মেলন করা হবে ।

আরও পড়ুন : Vibhishana Hansda: ওষুধ-ইঞ্জেকশন পেল মেয়ে, সরকারি উদ্যোগে হাসি ফুটল বিভীষণের মুখে

কলকাতা, 8 নভেম্বর : করোনা সংক্রমণের আঘাত সামলে আবার ট্র্যাকে ফিরছে কলকাতা বইমেলা । করোনার কারণে রাজ্যে অধিকাংশ মেলা এমনকি আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবও বন্ধ ছিল ৷

এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাজ্য সরকার জানিয়ে দিল আগামী 7 জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা ৷ এর মধ্যে চলচ্চিত্র উৎসব চলবে 14 জানুয়ারি পর্যন্ত এবং বইমেলা চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত ।


2019 সালে কলকাতা বইমেলার থিম দেশ ছিল গুয়াতেমালা । পরবর্তী বইমেলা যেহেতু আয়োজন করা যায়নি সে কারণেই বাংলাদেশকে এবছর বইমেলার থিম কান্ট্রি হিসাবে তুলে ধরা হবে বলে বুক পাবলিশার্স এন্ড সেলার্স গিল্ড সূত্রের খবর ৷ 2021 সালে বইমেলায় বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং দেশ স্বাধীন হওয়ার 50-তম বর্ষ উদযাপন করার কথা ছিল ৷ কিন্তু করোনাকালে তা বাস্তবায়িত না করার কারণেই একুশের বইমেলার থিম কান্ট্রি হিসেবে এবারেও বাংলাদেশকেই রেখে দেওয়া হচ্ছে ।

একই সঙ্গে সোমবার রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের নির্ঘন্টও ঘোষণা করা হয়েছে । আগামী বছর এপ্রিল মাসে হতে চলেছে এই বাণিজ্য সম্মেলন ৷ সরকারের তরফ থেকে 2021 সালে বাণিজ্য সম্মেলন করার কথা আগে ঘোষণা করা হলেও করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে এ বছর বাণিজ্য সম্মেলন করা যায়নি । যেহেতু এখন করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে তাই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ এপ্রিল মাস নাগাদ এই সম্মেলন করা হবে ।

আরও পড়ুন : Vibhishana Hansda: ওষুধ-ইঞ্জেকশন পেল মেয়ে, সরকারি উদ্যোগে হাসি ফুটল বিভীষণের মুখে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.