ETV Bharat / state

Kolkata Book Fair 2023: মাদ্রিদ বইমেলায় থিম কান্ট্রি হিসেবে আমন্ত্রণ পেল ভারত - মাদ্রিদ বইমেলায় থিম কান্ট্রি ভারত

2025 সালে মাদ্রিদ বইমেলায় (Madrid Book Fair 2025) থিম কান্ট্রি হিসেবে আমন্ত্রণ পেল ভারত (Spain invites India)৷ আজ কলকাতা বইমেলায় (Kolkata Book Fair 2023) এ কথা জানালেন স্পেনের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের অধিকর্তা ৷

Kolkata Book Fair 2023 ETV Bharat
কলকাতা বইমেলা
author img

By

Published : Jan 31, 2023, 7:17 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: শুরু হয়েছে 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair 2023)। এ বার বইমেলার থিম কান্ট্রি স্পেন (Spain invites India)। এ বার ভারতও আমন্ত্রিত হল স্পেনের বইমেলায় ৷ 2025 সালে মাদ্রিদ বইমেলায় (Madrid Book Fair 2025) ভারতকে থিম কান্ট্রি হওয়ার আমন্ত্রণ জানাল স্পেনের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ।

2025 মাদ্রিদ বইমেলায় থিম কান্ট্রি ভারত: মঙ্গলবার বইমেলায় থিম কান্ট্রি স্পেনের স্টলে এক সাংবাদিক সম্মেলন করেন স্পেনের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের অধিকর্তা অ্যান্তোনিও মারিয়া আভিলা, কলকাতার গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ও সভাপতি সুধাংশুশেখর দে । স্পেনের গিল্ডের অধিকর্তা জানান, "2023 সালে মাদ্রিদ বইমেলায় থিম কান্ট্রি হচ্ছে পোল্যান্ড, 2024 সালে চিলি, 2025 সালে আমরা আমন্ত্রণ জানাতে চাই ভারতকে । আমরা চাই ভারতের ঐতিহ্যকে মাদ্রিদ বইমেলায় তুলে ধরতে ।"

আমন্ত্রণ গ্রহণ কলকাতা গিল্ডের: এই আমন্ত্রণ আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন ত্রিদিব চট্টোপাধ্যায় । কিন্তু তাঁর বক্তব্য, "ভারত খুবই বড় দেশ । থিম কান্ট্রি হিসেব ভারতের অংশগ্রহণ করাটা খুবই গর্বের বিষয় । কিন্তু সেটা আমার হাতে নেই । আমি এটুকু বলতে পারি মাদ্রিদ বইমেলায় কলকাতা বইমেলা অংশগ্রহণ করবে ।"

আরও পড়ুন: 'দিল্লিতে হবে বাংলা বইমেলা', যাবতীয় সাহায্যের আশ্বাস মমতার

দু দেশের বই ক্রেতা-বিক্রেতাদের সম্পর্ক গভীর হবে: এ বিষয়ে স্পেনের পাবলিশার ক্রিসচিন লিনারেস জানান, "আমার মনে হয় এই বইমেলার মধ্যে দিয়ে সম্প্রীতির প্রসারণ ঘটবে দুই দেশের মধ্যে । আমার মতে স্পেন এবং ভারত এই দুই দেশের সাহিত্যই মনে রাখার মতো । এই বইমেলার মাধ্যমে দুই দেশের বইয়ের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে ৷"

দিল্লিতে কলকাতা বইমেলা আয়োজন নিয়ে তৎপরতা শুরু: অন্যদিকে, কলকাতা বইমেলার উদ্বোধনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কলকাতা বইমেলা করার কথা জানিয়েছিলেন । সেই বিষয় নিয়েও কথাবার্তা এগিয়েছে বলে জানান ত্রিদিব চট্টোপাধ্যায় । তিনি বলেন, "এ বারের কলকাতা বইমেলা শেষ হলেই দিল্লির প্রকাশকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড । মুখ্যমন্ত্রী জায়গার কথাও বলে রেখেছেন । আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব ।"

কলকাতা, 31 জানুয়ারি: শুরু হয়েছে 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata Book Fair 2023)। এ বার বইমেলার থিম কান্ট্রি স্পেন (Spain invites India)। এ বার ভারতও আমন্ত্রিত হল স্পেনের বইমেলায় ৷ 2025 সালে মাদ্রিদ বইমেলায় (Madrid Book Fair 2025) ভারতকে থিম কান্ট্রি হওয়ার আমন্ত্রণ জানাল স্পেনের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ।

2025 মাদ্রিদ বইমেলায় থিম কান্ট্রি ভারত: মঙ্গলবার বইমেলায় থিম কান্ট্রি স্পেনের স্টলে এক সাংবাদিক সম্মেলন করেন স্পেনের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের অধিকর্তা অ্যান্তোনিও মারিয়া আভিলা, কলকাতার গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ও সভাপতি সুধাংশুশেখর দে । স্পেনের গিল্ডের অধিকর্তা জানান, "2023 সালে মাদ্রিদ বইমেলায় থিম কান্ট্রি হচ্ছে পোল্যান্ড, 2024 সালে চিলি, 2025 সালে আমরা আমন্ত্রণ জানাতে চাই ভারতকে । আমরা চাই ভারতের ঐতিহ্যকে মাদ্রিদ বইমেলায় তুলে ধরতে ।"

আমন্ত্রণ গ্রহণ কলকাতা গিল্ডের: এই আমন্ত্রণ আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন ত্রিদিব চট্টোপাধ্যায় । কিন্তু তাঁর বক্তব্য, "ভারত খুবই বড় দেশ । থিম কান্ট্রি হিসেব ভারতের অংশগ্রহণ করাটা খুবই গর্বের বিষয় । কিন্তু সেটা আমার হাতে নেই । আমি এটুকু বলতে পারি মাদ্রিদ বইমেলায় কলকাতা বইমেলা অংশগ্রহণ করবে ।"

আরও পড়ুন: 'দিল্লিতে হবে বাংলা বইমেলা', যাবতীয় সাহায্যের আশ্বাস মমতার

দু দেশের বই ক্রেতা-বিক্রেতাদের সম্পর্ক গভীর হবে: এ বিষয়ে স্পেনের পাবলিশার ক্রিসচিন লিনারেস জানান, "আমার মনে হয় এই বইমেলার মধ্যে দিয়ে সম্প্রীতির প্রসারণ ঘটবে দুই দেশের মধ্যে । আমার মতে স্পেন এবং ভারত এই দুই দেশের সাহিত্যই মনে রাখার মতো । এই বইমেলার মাধ্যমে দুই দেশের বইয়ের ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে ৷"

দিল্লিতে কলকাতা বইমেলা আয়োজন নিয়ে তৎপরতা শুরু: অন্যদিকে, কলকাতা বইমেলার উদ্বোধনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কলকাতা বইমেলা করার কথা জানিয়েছিলেন । সেই বিষয় নিয়েও কথাবার্তা এগিয়েছে বলে জানান ত্রিদিব চট্টোপাধ্যায় । তিনি বলেন, "এ বারের কলকাতা বইমেলা শেষ হলেই দিল্লির প্রকাশকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড । মুখ্যমন্ত্রী জায়গার কথাও বলে রেখেছেন । আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.