ETV Bharat / state

Kolkata Sanitation Work: কেইআইআইপি-র নিকাশির কাজের জেরে বছরের পর বছর দুর্ভোগের মুখে নাগরিকরা

কলকাতা পৌরনিগমের সংযুক্ত এলাকাগুলিতে কেইআইআইপি-র নিকাশি ব্যবস্থা তৈরির কাজ দীর্ঘদিন ধরে চলছে ৷ ফলে ওই এলাকাগুলির মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ৷ তাই দুর্গাপুজোর আগে সব কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পৌরনিগমের তরফে ৷

KMC
KMC
author img

By

Published : May 13, 2023, 4:44 PM IST

কলকাতা, 13 মে: পৌরনিগমের সংযুক্ত এলাকায় বিভিন্ন ওয়ার্ডে চলছে কলকাতা এনভায়রেনমেন্টাল ইমপ্রুমেন্ট ইনভেস্টেন্টস ট্রাস্ট বা কেইআইআইপি-র বিভিন্ন প্রকল্পের কাজ । বেশির ভাগটাই হচ্ছে পূর্ব পুটিয়ারি, গড়িয়া, ব্রহ্মপুত্র, বাঁশদ্রোণী, নয়াবাঁধ এলাকায় । বলা চলে কলকাতার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব-র বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কাজ হচ্ছে ।

কলকাতা পৌরনিগম এলাকার সঙ্গে এই এলাকাগুলি যুক্ত হয়েছে বহু বছর ৷ কিন্তু নেই নিকাশি ব্যবস্থা । কলকাতা পৌরনিগমের আওতাধীন কেইআইআইপি-র তত্ত্বাবধানে সেই নিকাশির কাজই চলছে । কোনও কাজ 2016, আবার কোনও কাজ 2017 সালে শুরু হলেও আজ পর্যন্ত কাজ শেষের নাম নেই বলে অভিযোগ । আর তার জেরেই প্রতি বছর ভুগতে হয় কাজ চলা এলাকাগুলোর বাসিন্দাদের । সেই ভোগান্তি সীমা বর্ষাকালে মারাত্মক আকার ধারণ করে বলে অভিযোগ । এখনও পর্যন্ত সেই কাজ শেষ না হওয়ায় আসন্ন বর্ষায় ফের ভোগান্তি চরমে উঠবে বলে আশঙ্কায় ভুগছেন এলাকার নাগরিকরা ।

এখানে ভূগর্ভস্থ নিকাশি নালা, পাম্পিং স্টেশন, এলাকার নিকাশি নালার নেটওয়ার্ক তৈরির কাজ করছে পৌরনিগমের আওতাধীন কেইআইআইপি এই কাজের তত্ত্বাবধানে করছে । সেই কাজ এখন এলাকার মানুষের মাথাব্যথার কারণ । কারণ, যে কাজ দু’বছর বড়জোর তিন বছরে শেষ হওয়ার কথা, সেই কাজ 6 বছর 7 বছরেও শেষ হয়নি । এদিকে এলাকার বিভিন্ন অংশে খোঁড়া মাটি বর্ষায় আরও দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠে প্রতিবার । আবার বেশ কিছু জায়গায় কাজে বিস্তর ত্রুটির অভিযোগ উঠেছে । ফলে যে সমস্যা সমাধানে এই কর্মকাণ্ড সেই সমস্যা মেটার কোনও বিন্দুমাত্র আশা দেখছেন না নাগরিকরা ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, ওই কাজগুলোর বরাত পাওয়া সংস্থাগুলি চূড়ান্ত ভাবে কাজে ঢিলেমি দেওয়ার জেরেই এমন হচ্ছে । বারবার ডেটলাইন মেনে কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে বরাত পাওয়া সংস্থাগুলি । শেষমেষ ভোগান্তির ইতি টানতে এবার আবার কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে । দুর্গাপুজোর আগেই বাকি থাকা সমস্ত কেইআইআইপি কাজ শেষ করা হবে ।

বাঁশদ্রোণী পার্ক, টালিগঞ্জ, জোকা যেখানেই কাজ থেমে, সেখানেই নাগরিকদের মধ্যে চূড়ান্ত অসন্তোষ রয়েছে । নাগরিকদের অভিযোগ, কবে কাজ শেষ হবে জানা নেই । প্রথমে শোনা যাচ্ছিল বছর দুই-তিন লাগবে । তারপর বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে, অথচ কাজ শেষ হওয়ার কোনও লক্ষণ নেই । যেখানে পাইপ পাতা হয়েছে, সেখানে রাস্তা খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে । বর্ষায় ভয়ঙ্কর অবস্থা হয়। আকছার ঘটে দুর্ঘটনা ।

দীর্ঘদিন ধরে পরে থাকা কাজ নিয়ে রিভিউ বৈঠক হয় সম্প্রতি । বৈঠকে ছিলেন টালিগঞ্জের বিধায়ক মন্ত্রী অরূপ বিশ্বাসও ।
এই বিষয় কেইআইআইপির আধিকারিক জানিয়েছেন, নির্মাণকারী সংস্থাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুজোর আগে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে । এবার কাজ শেষ করতে না পারলে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকে থেকে প্রাপ্ত ঋণের টাকা ফেরত যাওয়ার সম্ভবনা আছে । তাই সংস্থাগুলিকে কাজ শেষ করতেই হবে । পাশাপাশি বছরের পর বছর ভোগান্তির মুখে পড়া নাগরিকদের ক্ষোভের কোথাও মাথায় রাখা হচ্ছে ।

আরও পড়ুন: নিকাশি নালার পরিশোধিত জল পাবে মহানগরের গাছগুলি

কলকাতা, 13 মে: পৌরনিগমের সংযুক্ত এলাকায় বিভিন্ন ওয়ার্ডে চলছে কলকাতা এনভায়রেনমেন্টাল ইমপ্রুমেন্ট ইনভেস্টেন্টস ট্রাস্ট বা কেইআইআইপি-র বিভিন্ন প্রকল্পের কাজ । বেশির ভাগটাই হচ্ছে পূর্ব পুটিয়ারি, গড়িয়া, ব্রহ্মপুত্র, বাঁশদ্রোণী, নয়াবাঁধ এলাকায় । বলা চলে কলকাতার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব-র বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কাজ হচ্ছে ।

কলকাতা পৌরনিগম এলাকার সঙ্গে এই এলাকাগুলি যুক্ত হয়েছে বহু বছর ৷ কিন্তু নেই নিকাশি ব্যবস্থা । কলকাতা পৌরনিগমের আওতাধীন কেইআইআইপি-র তত্ত্বাবধানে সেই নিকাশির কাজই চলছে । কোনও কাজ 2016, আবার কোনও কাজ 2017 সালে শুরু হলেও আজ পর্যন্ত কাজ শেষের নাম নেই বলে অভিযোগ । আর তার জেরেই প্রতি বছর ভুগতে হয় কাজ চলা এলাকাগুলোর বাসিন্দাদের । সেই ভোগান্তি সীমা বর্ষাকালে মারাত্মক আকার ধারণ করে বলে অভিযোগ । এখনও পর্যন্ত সেই কাজ শেষ না হওয়ায় আসন্ন বর্ষায় ফের ভোগান্তি চরমে উঠবে বলে আশঙ্কায় ভুগছেন এলাকার নাগরিকরা ।

এখানে ভূগর্ভস্থ নিকাশি নালা, পাম্পিং স্টেশন, এলাকার নিকাশি নালার নেটওয়ার্ক তৈরির কাজ করছে পৌরনিগমের আওতাধীন কেইআইআইপি এই কাজের তত্ত্বাবধানে করছে । সেই কাজ এখন এলাকার মানুষের মাথাব্যথার কারণ । কারণ, যে কাজ দু’বছর বড়জোর তিন বছরে শেষ হওয়ার কথা, সেই কাজ 6 বছর 7 বছরেও শেষ হয়নি । এদিকে এলাকার বিভিন্ন অংশে খোঁড়া মাটি বর্ষায় আরও দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠে প্রতিবার । আবার বেশ কিছু জায়গায় কাজে বিস্তর ত্রুটির অভিযোগ উঠেছে । ফলে যে সমস্যা সমাধানে এই কর্মকাণ্ড সেই সমস্যা মেটার কোনও বিন্দুমাত্র আশা দেখছেন না নাগরিকরা ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, ওই কাজগুলোর বরাত পাওয়া সংস্থাগুলি চূড়ান্ত ভাবে কাজে ঢিলেমি দেওয়ার জেরেই এমন হচ্ছে । বারবার ডেটলাইন মেনে কাজ শেষ করতে ব্যর্থ হয়েছে বরাত পাওয়া সংস্থাগুলি । শেষমেষ ভোগান্তির ইতি টানতে এবার আবার কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে । দুর্গাপুজোর আগেই বাকি থাকা সমস্ত কেইআইআইপি কাজ শেষ করা হবে ।

বাঁশদ্রোণী পার্ক, টালিগঞ্জ, জোকা যেখানেই কাজ থেমে, সেখানেই নাগরিকদের মধ্যে চূড়ান্ত অসন্তোষ রয়েছে । নাগরিকদের অভিযোগ, কবে কাজ শেষ হবে জানা নেই । প্রথমে শোনা যাচ্ছিল বছর দুই-তিন লাগবে । তারপর বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে, অথচ কাজ শেষ হওয়ার কোনও লক্ষণ নেই । যেখানে পাইপ পাতা হয়েছে, সেখানে রাস্তা খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে । বর্ষায় ভয়ঙ্কর অবস্থা হয়। আকছার ঘটে দুর্ঘটনা ।

দীর্ঘদিন ধরে পরে থাকা কাজ নিয়ে রিভিউ বৈঠক হয় সম্প্রতি । বৈঠকে ছিলেন টালিগঞ্জের বিধায়ক মন্ত্রী অরূপ বিশ্বাসও ।
এই বিষয় কেইআইআইপির আধিকারিক জানিয়েছেন, নির্মাণকারী সংস্থাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুজোর আগে সেপ্টেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে । এবার কাজ শেষ করতে না পারলে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকে থেকে প্রাপ্ত ঋণের টাকা ফেরত যাওয়ার সম্ভবনা আছে । তাই সংস্থাগুলিকে কাজ শেষ করতেই হবে । পাশাপাশি বছরের পর বছর ভোগান্তির মুখে পড়া নাগরিকদের ক্ষোভের কোথাও মাথায় রাখা হচ্ছে ।

আরও পড়ুন: নিকাশি নালার পরিশোধিত জল পাবে মহানগরের গাছগুলি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.