ETV Bharat / state

Bowbazar Metro Disaster : সাংসদ-বিধায়কের সঙ্গে বৈঠকে বউবাজারের ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইল কেএমআরসিএল

বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্য়বসায়ীদের কাছে ক্ষমা চাইল কেএমআরসিএল (KMRCL apologizes to Bowbazar Metro Disaster victims) ৷ এদিন সাংসদও বিধায়কের সঙ্গে বৈঠকে কেএমআরসিএল-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা ।

author img

By

Published : May 15, 2022, 7:57 PM IST

Bowbazar Metro Work
বউবাজারের ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইল কেএমআরসিএল

কলকাতা, 15 মে : সাংসদও বিধায়কের সঙ্গে বৈঠকে কেএমআরসিএল-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বউবাজারের ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা (KMRCL apologizes to Bowbazar Metro Disaster victims)। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সিংহভাগের বক্তব্য, চরম অসহায়তা এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গাপিতুরি লেন-সহ বউবাজারের মেট্রো রেলের কাজ চলা বিস্তীর্ণ অংশের মানুষ । শুধু বাড়িতে ফাটল এখানে প্রশ্ন নয়, জীবন-জীবিকার প্রশ্ন-আগামিকাল কীভাবে দিনগুজরান হবে তাও জানেন না তাঁরা । এই অবস্থায় কেএমআরসিএল-এর কর্তারা সহযোগিতার বদলে অসহযোগিতা করছেন । আর সে কারণেই বাড়ছে ক্ষোভ ।

প্রসঙ্গত, বউবাজারের ক্ষতিগ্রস্ত 2 বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ । রবিবার দিন সকালে ঘটনাস্থলে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায় । এদিন সকালে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলা হবে কি না এ নিয়ে বিস্তর আলোচনা হয় । এরপর স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় । বৈঠকে কেএমআরসিএলের এমডি চন্দ্রনাথ ঝাঁ উপস্থিত ছিলেন । ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে ।

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজার বিপর্যয় নিয়ে কেএমআরসিএল ও পৌরনিগমের মধ্যে উচ্চপর্যায় বৈঠক

এদিনের বৈঠকে কেএমআরসিএল-এর তরফ থেকে বলা হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুরাবস্থার জন্য তারা ক্ষমাপ্রার্থী । তবে এমনটা ভাবার কারণ নেই যে তাঁদের স্বার্থের কথা কেএমআরসিএল ভাবছে না । যে ঘটনা ঘটেছে কখনই সেই ঘটনা কাঙ্ক্ষিত ছিল না । বারবার যে ঘটনা ঘটছে তাতে আমাদের সময়সীমা পিছিয়ে যাচ্ছে । শুধু সময়সীমা পিছোচ্ছে না একইসঙ্গে বাড়ছে খরচও ।

বউবাজারের ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইল কেএমআরসিএল

চন্দ্রনাথ ঝাঁ বলেন, "এই অঞ্চলে সার্ভের পরেই আমরা বলতে পারব কোন বাড়িগুলি সম্পূর্ণ নতুন করে তৈরি দিতে হবে । আর কোনগুলো সংস্কার করা হবে । এটাও বুঝতে হবে এই যে ক্ষতি হচ্ছে তার পেছনে মেট্রো কর্তৃপক্ষের কোনও ইচ্ছাকৃত ভুল নেই । এই মুহূর্তে যে কোনও মন্তব্য করার আগে ওই এলাকার কিছু টেকনিক্যাল স্টাডি দরকার । তবে এইটুকু বলতে পারি এলাকার মানুষের পাশে আমরা আছি ।"

যদিও এদিনের এই বক্তব্যের পর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "এখনই কেএমআরসিএল ক্ষমা চাইছে না ৷ আর আমরা সকলে ক্ষমা করে দেব এমনটা নয় । আমরা আগামীতে নজরে রাখব মেট্রো কর্তৃপক্ষ কীভাবে কাজ করছে । প্রয়োজন হলে 15 দিন অন্তর অন্তর স্থানীয় বাসিন্দাদের একটা অংশ কাউন্সিলর এবং বিধায়কদের নিয়ে আমি বৈঠক করব ৷ তারপরেই মেট্রো কর্তৃপক্ষের কাজ সম্পর্কে আমরা সিদ্ধান্ত জানাতে পারব ।"

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজারে মেট্রো বিপর্যয়ের ঘরছাড়াদের পুর্নবাসনের দাবি কাউন্সিলর বিশ্বরূপ দে-র

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী আমাকে এই অঞ্চলের মানুষের অসুবিধা নিয়ে কথা বলতে বলেছেন । আজ যেমন আমরা কেএমআরসিএলের সঙ্গে কথা বললাম । এলাকার স্বার্থে প্রয়োজন হলে আমি রেলমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলব । কিন্তু এই এলাকার মানুষ যেন না ভাবে তাঁরা একা । তাঁদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন । তাঁদের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে ।"

এদিকে, 7 দিনের মধ্যে বউবাজারের বিপজ্জনক বাড়িগুলি পরীক্ষা করার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের । যতদূর জানা যাচ্ছে, তারা প্রাথমিক রিপোর্ট দিলে এই বিষয়টা নিয়ে কলকাতা পুরসভা আলাদা করে কেএমআরসিএলের সঙ্গে কথা বলবে ।

কলকাতা, 15 মে : সাংসদও বিধায়কের সঙ্গে বৈঠকে কেএমআরসিএল-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বউবাজারের ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা (KMRCL apologizes to Bowbazar Metro Disaster victims)। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সিংহভাগের বক্তব্য, চরম অসহায়তা এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গাপিতুরি লেন-সহ বউবাজারের মেট্রো রেলের কাজ চলা বিস্তীর্ণ অংশের মানুষ । শুধু বাড়িতে ফাটল এখানে প্রশ্ন নয়, জীবন-জীবিকার প্রশ্ন-আগামিকাল কীভাবে দিনগুজরান হবে তাও জানেন না তাঁরা । এই অবস্থায় কেএমআরসিএল-এর কর্তারা সহযোগিতার বদলে অসহযোগিতা করছেন । আর সে কারণেই বাড়ছে ক্ষোভ ।

প্রসঙ্গত, বউবাজারের ক্ষতিগ্রস্ত 2 বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ । রবিবার দিন সকালে ঘটনাস্থলে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায় । এদিন সকালে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলা হবে কি না এ নিয়ে বিস্তর আলোচনা হয় । এরপর স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় । বৈঠকে কেএমআরসিএলের এমডি চন্দ্রনাথ ঝাঁ উপস্থিত ছিলেন । ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে ।

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজার বিপর্যয় নিয়ে কেএমআরসিএল ও পৌরনিগমের মধ্যে উচ্চপর্যায় বৈঠক

এদিনের বৈঠকে কেএমআরসিএল-এর তরফ থেকে বলা হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুরাবস্থার জন্য তারা ক্ষমাপ্রার্থী । তবে এমনটা ভাবার কারণ নেই যে তাঁদের স্বার্থের কথা কেএমআরসিএল ভাবছে না । যে ঘটনা ঘটেছে কখনই সেই ঘটনা কাঙ্ক্ষিত ছিল না । বারবার যে ঘটনা ঘটছে তাতে আমাদের সময়সীমা পিছিয়ে যাচ্ছে । শুধু সময়সীমা পিছোচ্ছে না একইসঙ্গে বাড়ছে খরচও ।

বউবাজারের ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইল কেএমআরসিএল

চন্দ্রনাথ ঝাঁ বলেন, "এই অঞ্চলে সার্ভের পরেই আমরা বলতে পারব কোন বাড়িগুলি সম্পূর্ণ নতুন করে তৈরি দিতে হবে । আর কোনগুলো সংস্কার করা হবে । এটাও বুঝতে হবে এই যে ক্ষতি হচ্ছে তার পেছনে মেট্রো কর্তৃপক্ষের কোনও ইচ্ছাকৃত ভুল নেই । এই মুহূর্তে যে কোনও মন্তব্য করার আগে ওই এলাকার কিছু টেকনিক্যাল স্টাডি দরকার । তবে এইটুকু বলতে পারি এলাকার মানুষের পাশে আমরা আছি ।"

যদিও এদিনের এই বক্তব্যের পর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "এখনই কেএমআরসিএল ক্ষমা চাইছে না ৷ আর আমরা সকলে ক্ষমা করে দেব এমনটা নয় । আমরা আগামীতে নজরে রাখব মেট্রো কর্তৃপক্ষ কীভাবে কাজ করছে । প্রয়োজন হলে 15 দিন অন্তর অন্তর স্থানীয় বাসিন্দাদের একটা অংশ কাউন্সিলর এবং বিধায়কদের নিয়ে আমি বৈঠক করব ৷ তারপরেই মেট্রো কর্তৃপক্ষের কাজ সম্পর্কে আমরা সিদ্ধান্ত জানাতে পারব ।"

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজারে মেট্রো বিপর্যয়ের ঘরছাড়াদের পুর্নবাসনের দাবি কাউন্সিলর বিশ্বরূপ দে-র

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী আমাকে এই অঞ্চলের মানুষের অসুবিধা নিয়ে কথা বলতে বলেছেন । আজ যেমন আমরা কেএমআরসিএলের সঙ্গে কথা বললাম । এলাকার স্বার্থে প্রয়োজন হলে আমি রেলমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলব । কিন্তু এই এলাকার মানুষ যেন না ভাবে তাঁরা একা । তাঁদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন । তাঁদের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে ।"

এদিকে, 7 দিনের মধ্যে বউবাজারের বিপজ্জনক বাড়িগুলি পরীক্ষা করার নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের । যতদূর জানা যাচ্ছে, তারা প্রাথমিক রিপোর্ট দিলে এই বিষয়টা নিয়ে কলকাতা পুরসভা আলাদা করে কেএমআরসিএলের সঙ্গে কথা বলবে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.