ETV Bharat / state

KMDA Parking Lot: আয় বাড়াতে নিজস্ব পার্কিং লট তৈরি করছে কেএমডিএ, গাড়ি রাখলে গুনতে হবে পার্কিং ফি! - পার্কিং লট

এতদিন কেএমডিএ-র এলাকায় নিজস্ব কোনও পার্কিং লট ছিল না তাদের। আয় বাড়াতে কেএমডিএ-র পক্ষ থেকে পার্কিং ফি-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

KMDA
গাড়ি রাখলে গুনতে হবে পার্কিং ফি
author img

By

Published : Jul 24, 2023, 10:08 PM IST

Updated : Jul 25, 2023, 6:11 AM IST

কলকাতা, 24 জুলাই: কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটি (কেএমডিএ) এবার নিজের এলাকায় একাধিক জায়গায় তৈরি করছে পার্কিং লট। আয় বাড়াতে এবার কেএমডিএ নেবে পার্কিং ফি। যদিও এখন পুরো বিষয়টি প্রক্রিয়া চলছে। আর এই পার্কিং থেকে আয়ের পুরো প্রক্রিয়া কীভাবে হবে তার জন্য কেএমডিএ সাহায্য নিচ্ছে কলকাতা কর্পোরেশনের।

কলকাতা কর্পোরেশন এলাকা-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা কেএমডিএ-র অধীনে। সেখানে বিভিন্ন আবাসন, বাজার দোকানপাট আছে। স্বাভাবিকভাবেই বহু মানুষের আনাগোনা গাড়ি রাখার বিষয় আছে। তাই নিজেস্ব পার্কিং লট তৈরি করতে চলেছে কেএমডিএ। এক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের পার্কিং পদ্ধতিকেই অনুসরণ করছে তারা। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে পার্কিং নীতির খসরা। সম্প্রতি হতে চলেছে টেন্ডার। কোন কোন জায়গায় পার্কিং লট হবে বর্তমানে সেই জায়গা চিহ্নিতকরণের কাজ চলছে।

কেএমডিএ-র তরফে কিছু জায়গা স্থির করা হয়েছে। অপেক্ষা শুধু পুলিশি অনুমতির। সেই অনুমতি পেলেই কাজ শুরু হয়ে যাবে। এতদিন কেএমডিএ-র এলাকায় নিজস্ব কোনও পার্কিং লট ছিল না তাদের। অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় পুলিশের অনুমতি নিয়ে গাড়ি পার্ক করতেন এলাকার বাসিন্দারা। তার থেকে কেএমডিএ কোনও আয় করত না। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, পার্কিং সংক্রান্ত খসড়া নিয়ে কলকাতা পার্কিং বিভাগের সঙ্গে আলোচনা করেছে। নীতি চূড়ান্ত করা হয়েছে।

ফি নেওয়ার ক্ষেত্রে কর্পোরেশনের মতো থাকছে ডিজিটাল ব্যবস্থা। একইভাবে কলকাতা কর্পোরেশনের পার্কিং ফি যা, সেই টাকাযই আপাতত রাখা হবে বলেই খবর। পুরো বিষয়টি এগোচ্ছে কলকাতা কর্পোরেশনের পার্কিং বিভাগের পরামর্শে। এই বিষয় এক আধিকারিক বলেন, "বিষয়টি আলোচনা স্তরে। আমরা প্রাথমিক নীতি তৈরি করছি। সেটার কাজ শেষ হলে তা কেএমডিএ চেয়ারম্যান ফিরহাদ হাকিমের কাছে পাঠানো হবে। তাঁর অনুমতি মিললে তার পরবর্তী পদক্ষেপ গৃহিত হবে। তবে এই কাজ করতে করতেই পার্কিং লট চিহ্নিত করেও রাখা হচ্ছে। সবটাই উপর মহলের নির্দেশ পেলে বাস্তবায়ন হবে। আর বাস্তবায়ন হলে যে অবশ্যই আয়ের একটি নতুন পথ খুলবে কেএমডিএ-র, তা বলা যেতেই পারে।

আরও পড়ুন: বকেয়া সম্পত্তি কর বাবদ একলপ্তে 43 কোটি টাকা আদায় পৌরনিগমের

কলকাতা, 24 জুলাই: কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটি (কেএমডিএ) এবার নিজের এলাকায় একাধিক জায়গায় তৈরি করছে পার্কিং লট। আয় বাড়াতে এবার কেএমডিএ নেবে পার্কিং ফি। যদিও এখন পুরো বিষয়টি প্রক্রিয়া চলছে। আর এই পার্কিং থেকে আয়ের পুরো প্রক্রিয়া কীভাবে হবে তার জন্য কেএমডিএ সাহায্য নিচ্ছে কলকাতা কর্পোরেশনের।

কলকাতা কর্পোরেশন এলাকা-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা কেএমডিএ-র অধীনে। সেখানে বিভিন্ন আবাসন, বাজার দোকানপাট আছে। স্বাভাবিকভাবেই বহু মানুষের আনাগোনা গাড়ি রাখার বিষয় আছে। তাই নিজেস্ব পার্কিং লট তৈরি করতে চলেছে কেএমডিএ। এক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের পার্কিং পদ্ধতিকেই অনুসরণ করছে তারা। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে পার্কিং নীতির খসরা। সম্প্রতি হতে চলেছে টেন্ডার। কোন কোন জায়গায় পার্কিং লট হবে বর্তমানে সেই জায়গা চিহ্নিতকরণের কাজ চলছে।

কেএমডিএ-র তরফে কিছু জায়গা স্থির করা হয়েছে। অপেক্ষা শুধু পুলিশি অনুমতির। সেই অনুমতি পেলেই কাজ শুরু হয়ে যাবে। এতদিন কেএমডিএ-র এলাকায় নিজস্ব কোনও পার্কিং লট ছিল না তাদের। অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় পুলিশের অনুমতি নিয়ে গাড়ি পার্ক করতেন এলাকার বাসিন্দারা। তার থেকে কেএমডিএ কোনও আয় করত না। কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, পার্কিং সংক্রান্ত খসড়া নিয়ে কলকাতা পার্কিং বিভাগের সঙ্গে আলোচনা করেছে। নীতি চূড়ান্ত করা হয়েছে।

ফি নেওয়ার ক্ষেত্রে কর্পোরেশনের মতো থাকছে ডিজিটাল ব্যবস্থা। একইভাবে কলকাতা কর্পোরেশনের পার্কিং ফি যা, সেই টাকাযই আপাতত রাখা হবে বলেই খবর। পুরো বিষয়টি এগোচ্ছে কলকাতা কর্পোরেশনের পার্কিং বিভাগের পরামর্শে। এই বিষয় এক আধিকারিক বলেন, "বিষয়টি আলোচনা স্তরে। আমরা প্রাথমিক নীতি তৈরি করছি। সেটার কাজ শেষ হলে তা কেএমডিএ চেয়ারম্যান ফিরহাদ হাকিমের কাছে পাঠানো হবে। তাঁর অনুমতি মিললে তার পরবর্তী পদক্ষেপ গৃহিত হবে। তবে এই কাজ করতে করতেই পার্কিং লট চিহ্নিত করেও রাখা হচ্ছে। সবটাই উপর মহলের নির্দেশ পেলে বাস্তবায়ন হবে। আর বাস্তবায়ন হলে যে অবশ্যই আয়ের একটি নতুন পথ খুলবে কেএমডিএ-র, তা বলা যেতেই পারে।

আরও পড়ুন: বকেয়া সম্পত্তি কর বাবদ একলপ্তে 43 কোটি টাকা আদায় পৌরনিগমের

Last Updated : Jul 25, 2023, 6:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.