ETV Bharat / state

Kolkata Car Parking Fee: কলকাতায় পার্কিং ফি'র নতুন ব্যাবস্থা চালু, গুনতে হবে না বাড়তি টাকা - গাড়ি পার্কিংয়ে কলকাতায় নতুন ব্যবস্থা

মে মাস থেকে কলকাতায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে নয়া ব্যবস্থা শুরু করতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ এরফলে গাড়ির মালিকদের পার্কিংয়ের জন্য আর কোনও বাড়তি টাকা গুনতে হবে না (Kolkata Car Parking problem) ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 22, 2023, 10:01 PM IST

কলকাতা, 22 মার্চ: নির্ধারিত টাকার 1 টাকাও বেশি আর গুনতে হবে না পার্কিং ফি বাবদ । আগামী অর্থবর্ষ থেকেই হয়রানি মুক্ত পার্কিং ফি ব্যাবস্থা চালু করছে কলকাতা কর্পোরেশন । গত 10 জানুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে পার্কিং লটে ই-পস মেশিনের ব্যবহার । ধর্মতলায় কলকাতা পৌরনিগমের পার্কিং লটে এই মেশিন ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

পৌরনিগম সূত্রে খবর, আগামী মে থেকে শহর জুড়ে এই পরিষেবা চালুর কথা ইতিমধ্যেই পৌর বাজেট অধিবেশনে জানিয়েছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার । নয়া এই ব্যবস্থায় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা বারকোড স্ক্যান করে দেওয়া যাবে পার্কিং ফি। মহানগরের রাস্তায় পার্কিং ফি দেওয়ার ডিজিটাল ব্যবস্থা বাধ্যতামূলক হচ্ছে আগামী মে মাস থেকেই । ‘ই-পস’ সিস্টেম পার্কিং-এর টাকা নেওয়া হবে।

উল্লেখ্য, দীর্ঘ 12 বছর পর বেড়েছে মহানগরের পার্কিং ফি । পৌরনিগম সূত্রে খবর, নিয়ম চালু হওয়ার পর ই-পস মেশিন যে এজেন্সি ব্যাবহার করবে না তাদের বেআইনি হিসেবে চিহ্নিত করা হবে । নতুন ফি লেখা তালিকাও ইতিমধ্যেই বসানো হয়েছে শহরের সব পার্কিং লটে । এতদিন অধিকাংশ পার্কিং লটে গাড়ি রাখলে রশিদ পাওয়া যেত না । নির্ধারিত টাকার কয়েকগুণ বেশি দাবি করত এজেন্সিগুলি । বহু ক্ষেত্রেই তা দিতে বাধ্য হতে হত নাগরিকদের । এমন বহু অভিযোগে জেরবার হতে হয়েছে কলকাতা কর্পোরেশনের পার্কিং বিভাগের কর্তাদের (Kolkata Municipal Corporation) ।

নাগরিকদের এই সমস্যা থেকে এবার সুরাহা দিতে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ‘ই-পস’ সিস্টেম। ফি দিতে নগদ টাকা আর নয়, এবার সবটাই হবে ডিজিটাল মাধ্যমে । ফলে গোটা ব্যবস্থায় স্বচ্ছতা যেমন থাকবে, তেমনই থাকবে ফি দেওয়ার প্রমাণও ৷ জানা গিয়েছে, নতুন প্রক্রিয়ায় গাড়ি পার্কিং লটে আসতেই মেশিনে তথ্য নথিভুক্ত হয়ে যাবে (Kolkata Car Parking) ।

আরও পড়ুন: পুরনো জিপসি থেকে ছড়াচ্ছে দূষণ, 30 বছরের বেশি বয়সি গাড়ি চলাচল জঙ্গলে

গাড়ি বেরনোর সময় ঠিক নিয়ম মাফিক যে টাকা হয় সেই টাকাই দেখাবে মেশিন । রশিদও বের হবে । ফলে বাড়তি কোনও টাকাই আর খরচ হবে না । প্রথম ধাপে 100টি এমন মেশিন কেনা হয়েছে । এবার মে মাস থেকে সারা শহরে চালু হচ্ছে এই পদ্ধতি । এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, পার্কিং লটগুলো নির্ধারিত সংখ্যার গাড়ির অতিরিক্ত রাখতে পারবে না । অতিরিক্ত টাকাও নিতে পারবে না । নতুন ব্যাবস্থা চালু হলে বোঝা যাবে কোথায় ফাঁক রয়ে যাচ্ছে । সেই অনুসারে গোটা ব্যাবস্থা দফায় দফায় পরিবর্তন আনা হবে ৷

কলকাতা, 22 মার্চ: নির্ধারিত টাকার 1 টাকাও বেশি আর গুনতে হবে না পার্কিং ফি বাবদ । আগামী অর্থবর্ষ থেকেই হয়রানি মুক্ত পার্কিং ফি ব্যাবস্থা চালু করছে কলকাতা কর্পোরেশন । গত 10 জানুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে পার্কিং লটে ই-পস মেশিনের ব্যবহার । ধর্মতলায় কলকাতা পৌরনিগমের পার্কিং লটে এই মেশিন ব্যবহারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

পৌরনিগম সূত্রে খবর, আগামী মে থেকে শহর জুড়ে এই পরিষেবা চালুর কথা ইতিমধ্যেই পৌর বাজেট অধিবেশনে জানিয়েছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার । নয়া এই ব্যবস্থায় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা বারকোড স্ক্যান করে দেওয়া যাবে পার্কিং ফি। মহানগরের রাস্তায় পার্কিং ফি দেওয়ার ডিজিটাল ব্যবস্থা বাধ্যতামূলক হচ্ছে আগামী মে মাস থেকেই । ‘ই-পস’ সিস্টেম পার্কিং-এর টাকা নেওয়া হবে।

উল্লেখ্য, দীর্ঘ 12 বছর পর বেড়েছে মহানগরের পার্কিং ফি । পৌরনিগম সূত্রে খবর, নিয়ম চালু হওয়ার পর ই-পস মেশিন যে এজেন্সি ব্যাবহার করবে না তাদের বেআইনি হিসেবে চিহ্নিত করা হবে । নতুন ফি লেখা তালিকাও ইতিমধ্যেই বসানো হয়েছে শহরের সব পার্কিং লটে । এতদিন অধিকাংশ পার্কিং লটে গাড়ি রাখলে রশিদ পাওয়া যেত না । নির্ধারিত টাকার কয়েকগুণ বেশি দাবি করত এজেন্সিগুলি । বহু ক্ষেত্রেই তা দিতে বাধ্য হতে হত নাগরিকদের । এমন বহু অভিযোগে জেরবার হতে হয়েছে কলকাতা কর্পোরেশনের পার্কিং বিভাগের কর্তাদের (Kolkata Municipal Corporation) ।

নাগরিকদের এই সমস্যা থেকে এবার সুরাহা দিতে বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে ‘ই-পস’ সিস্টেম। ফি দিতে নগদ টাকা আর নয়, এবার সবটাই হবে ডিজিটাল মাধ্যমে । ফলে গোটা ব্যবস্থায় স্বচ্ছতা যেমন থাকবে, তেমনই থাকবে ফি দেওয়ার প্রমাণও ৷ জানা গিয়েছে, নতুন প্রক্রিয়ায় গাড়ি পার্কিং লটে আসতেই মেশিনে তথ্য নথিভুক্ত হয়ে যাবে (Kolkata Car Parking) ।

আরও পড়ুন: পুরনো জিপসি থেকে ছড়াচ্ছে দূষণ, 30 বছরের বেশি বয়সি গাড়ি চলাচল জঙ্গলে

গাড়ি বেরনোর সময় ঠিক নিয়ম মাফিক যে টাকা হয় সেই টাকাই দেখাবে মেশিন । রশিদও বের হবে । ফলে বাড়তি কোনও টাকাই আর খরচ হবে না । প্রথম ধাপে 100টি এমন মেশিন কেনা হয়েছে । এবার মে মাস থেকে সারা শহরে চালু হচ্ছে এই পদ্ধতি । এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, পার্কিং লটগুলো নির্ধারিত সংখ্যার গাড়ির অতিরিক্ত রাখতে পারবে না । অতিরিক্ত টাকাও নিতে পারবে না । নতুন ব্যাবস্থা চালু হলে বোঝা যাবে কোথায় ফাঁক রয়ে যাচ্ছে । সেই অনুসারে গোটা ব্যাবস্থা দফায় দফায় পরিবর্তন আনা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.