ETV Bharat / state

Dengue Awareness by KMC: টনক নড়ল অবশেষে! আগামী বছর শুরু থেকেই ডেঙ্গি মোকাবিলায় তৎপর হবে কেএমসি - Health Officer

এবছর যেভাবে ডেঙ্গি তার প্রভাব বিস্তার করেছে তাতে চিন্তিত স্বাস্থ্য দফতর (Health Department) ৷ ডেঙ্গি সচেনতায় নবান্নের তরফে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে পৌর এলাকাগুলিতে ৷ আর এই চাপের মুখে শেষে টনক নড়ল কলকাতা কর্পোরেশনের। ডেঙ্গি, ম্যালেরিয়ার মরশুমে নয় আগামী বছরের প্রথম দিন থেকেই মশা নিয়ন্ত্রণে পথে নামছে কলকাতা কর্পোরশনের (Kolkata Municipal Corporation)স্বাস্থ্য বিভাগ।

Dengue Awareness
আগামী বছরের শুরু থেকেই পথে নামছে কলকাতা কর্পোরেশন
author img

By

Published : Nov 13, 2022, 4:03 PM IST

কলকাতা, 13 নভেম্বর: চলতি বছর 11 হাজারেরও বেশি আক্রান্ত ম্যালেরিয়াতে (Malaria), আর ডেঙ্গি (Dengue) আক্রান্ত 6 হাজারের বেশি। বেসরকারি তথ্য অনুসারে এই আক্রান্তের এই দুই সংখ্যা আরও কয়েকগুণ। এই নিয়ে নাগরিক মনে যেমন অসন্তোষ, তেমনই বিরোধীরা লাগাতার চাপ তৈরি করেছে। আর এই চাপের মুখে শেষমেশ টনক নড়ল কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation)।

ডেঙ্গি, ম্যালেরিয়ার মরশুমেই কেবল নয়, আগামী বছর প্রথম থেকেই মশা নিয়ন্ত্রণে পথে নামছে কলকাতা কর্পোরশনের স্বাস্থ্য বিভাগ। জানা গিয়েছে, এবার ড্রোনের মাধ্যমে কলকাতার বিভিন্ন এলাকায় সার্বিকভাবে নজরদারি চালানো হয়েছে। তাতে দেখা মিলেছে, ফাঁকা জমি-জায়গায় আবর্জনা থেকে শুরু করে ছাদের ট্যাংক খোলা, সঙ্গে জমা জল যত্রতত্র। যে সমস্ত জায়গা মশার উৎসস্থল, সেগুলোর অনেকটাই চিহ্নিত করা গিয়েছে।

বাকি এলাকায় অন্যান্য কাজ চলছে। কর্পোরেশনের স্বাস্থ্য আধিকারিকদের (Health Officer) দাবি, এই বছরের আক্রান্ত ও আতঙ্কের ছবি আগামী বছরে ফিরবে না। কারণ, যে সমস্ত জায়গা উৎস হিসেবে চিহ্নিত হয়েছে সেই জায়গাগুলোয় বছরের শুরু থেকেই হানা দেওয়া হবে। খোলা ট্যাঙ্ক বন্ধ করানো থেকে আবর্জনাময় জমি পরিষ্কার করানোর কাজ চলবে। চলবে লাগাতার সচেতনতা প্রচার।

আরও পড়ুন: বদলেছে চরিত্র থেকে বাহক, শীতেও থাকবে ডেঙ্গি; বলছে গবেষণা

এবছর 8 হাজার 454টি জায়গায় নোটিশ পাঠানো হয়েছিল। 21টির বিরুদ্ধে মামলা হয়েছে। আগামী বছরে আর কোনও রেয়াত করা হবে না। নোটিশের পর হুঁশ না-ফিরলে মামলা রুজু করা হবে। স্থানীয় সূত্রে খবর, কর্তৃপক্ষর টনক নড়লেও নবান্নের নির্দেশের পরও সেভাবে কাউন্সিলরদের প্রচার চালাতে দেখা যাচ্ছে না। একাংশ কাউন্সিলর নির্দেশ রক্ষায় একদিন পথে নামলেও সার্বিকভাবে উদাসীনতাই দেখা যাচ্ছে পৌর এলাকায় ৷

কলকাতা, 13 নভেম্বর: চলতি বছর 11 হাজারেরও বেশি আক্রান্ত ম্যালেরিয়াতে (Malaria), আর ডেঙ্গি (Dengue) আক্রান্ত 6 হাজারের বেশি। বেসরকারি তথ্য অনুসারে এই আক্রান্তের এই দুই সংখ্যা আরও কয়েকগুণ। এই নিয়ে নাগরিক মনে যেমন অসন্তোষ, তেমনই বিরোধীরা লাগাতার চাপ তৈরি করেছে। আর এই চাপের মুখে শেষমেশ টনক নড়ল কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation)।

ডেঙ্গি, ম্যালেরিয়ার মরশুমেই কেবল নয়, আগামী বছর প্রথম থেকেই মশা নিয়ন্ত্রণে পথে নামছে কলকাতা কর্পোরশনের স্বাস্থ্য বিভাগ। জানা গিয়েছে, এবার ড্রোনের মাধ্যমে কলকাতার বিভিন্ন এলাকায় সার্বিকভাবে নজরদারি চালানো হয়েছে। তাতে দেখা মিলেছে, ফাঁকা জমি-জায়গায় আবর্জনা থেকে শুরু করে ছাদের ট্যাংক খোলা, সঙ্গে জমা জল যত্রতত্র। যে সমস্ত জায়গা মশার উৎসস্থল, সেগুলোর অনেকটাই চিহ্নিত করা গিয়েছে।

বাকি এলাকায় অন্যান্য কাজ চলছে। কর্পোরেশনের স্বাস্থ্য আধিকারিকদের (Health Officer) দাবি, এই বছরের আক্রান্ত ও আতঙ্কের ছবি আগামী বছরে ফিরবে না। কারণ, যে সমস্ত জায়গা উৎস হিসেবে চিহ্নিত হয়েছে সেই জায়গাগুলোয় বছরের শুরু থেকেই হানা দেওয়া হবে। খোলা ট্যাঙ্ক বন্ধ করানো থেকে আবর্জনাময় জমি পরিষ্কার করানোর কাজ চলবে। চলবে লাগাতার সচেতনতা প্রচার।

আরও পড়ুন: বদলেছে চরিত্র থেকে বাহক, শীতেও থাকবে ডেঙ্গি; বলছে গবেষণা

এবছর 8 হাজার 454টি জায়গায় নোটিশ পাঠানো হয়েছিল। 21টির বিরুদ্ধে মামলা হয়েছে। আগামী বছরে আর কোনও রেয়াত করা হবে না। নোটিশের পর হুঁশ না-ফিরলে মামলা রুজু করা হবে। স্থানীয় সূত্রে খবর, কর্তৃপক্ষর টনক নড়লেও নবান্নের নির্দেশের পরও সেভাবে কাউন্সিলরদের প্রচার চালাতে দেখা যাচ্ছে না। একাংশ কাউন্সিলর নির্দেশ রক্ষায় একদিন পথে নামলেও সার্বিকভাবে উদাসীনতাই দেখা যাচ্ছে পৌর এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.