কলকাতা, 12 অগস্ট: কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, মুক্তরামবাবু স্ট্রিট এই সমস্ত জায়গাগুলো জমা জলের জন্যই এক কথায় যে কেউ চিনে যান। ঝম ঝমিয়ে বৃষ্টি তো দূরের কথা হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই এই সমস্ত জায়গায় হাটু, কোমর সমান জল জমে যায়। তাই এ সমস্যা দূর করতে নতুন পাম্পিং স্টেশন করবে পৌরনিগম (KMC Takes Step to Remove Water Logging Problems) ৷
একটা সময় নৌকা নামিয়ে লোকজন যাতায়াত করত। সমস্যা সমাধানে মাঝে মধ্যে নিকাশির একাধিক কাজ করেও সুরাহা মেলেনি। এবার বড় পদক্ষেপ করছে কলকাতা পৌরনিগম। এই সমস্ত এলাকার বিরাট পরিমাণ জল বের করতে নতুন নিকাশি পাম্পিং স্টেশন তৈরি করতে চলেছে কলকাতা পৌরনিগম।
সম্প্রতি দু'দিন 80 ও 65 মিলিমিটার বৃষ্টি হয়। তাতেই ডুবে গিয়েছিল গোটা চত্বর। প্রায় 7 ঘণ্টা দাঁড়িয়েছিল জল। জল নামানোর বহু চেষ্টা করেছে নিকাশি বিভাগ। শহরে ঘণ্টায় 30-40 মিলিলিটার বৃষ্টি হলে জল চলে যাবে। তবে এক ঘণ্টার মধ্যে তার বেশি বৃষ্টি হলে বেশ কিছু সময় জল থাকবে। নিকাশি বিভাগের আধিকারিকরা এই এলাকার স্থায়ী সমাধান বের করতে গিয়ে সিদ্ধান্ত নেন নতুন পাম্পিং স্টেশন করার।
আরও পড়ুন: হকারদের অধিকার আদায়ে আন্দোলনে ফিরল বামেরা
পাশাপাশি পাম্প বাড়ানোর চিন্তা ভাবনাও রয়েছে। ঠনঠনিয়া পাম্পিং স্টেশন ছোট। মানিকতলা পাম্পিং স্টেশনের জমিতে তা তৈরি হবে। সেখানে একটি শ্রমিক আবাসন রয়েছে। দরকার পড়লে সেই আবাসন সরিয়ে দেওয়া হবে। এলাকা পরিদর্শন করেছেন আধিকারিকরা। ডিপিআর প্রস্তুতি চলছে। ঠনঠনিয়া থেকে মানিকতলা পাম্পিং স্টেশনের দূরত্ব মেরে কেটে 700 মিটার বলে জানাচ্ছেন আধিকারিকরা। তাঁদের কথায়, নতুন করে কিছু ভূগর্ভস্থ নিকাশির পাইপ লাইন করে অভিমুখ বদলে দিলে অসুবিধা হবে না।