ETV Bharat / state

KMC Cleans Ganges : শিবরাত্রির পর থেকেই অপরিচ্ছন্ন গঙ্গার ঘাট, দ্রুত পরিষ্কারের উদ্যোগ কলকাতা পৌরনিগমের - গঙ্গার ঘাট দ্রুত পরিষ্কার

শিবরাত্রির পর গঙ্গার ঘাটে পড়ে রয়েছে যত্রতত্র আবর্জনা ৷ সাফাই অভিযানে নামার আশ্বাস দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ দেবাশিস কুমারের (KMC Cleans Ganges) ৷

্Dirty ganges
গঙ্গার ঘাটে পড়ে রয়েছে আবর্জনা৷
author img

By

Published : Mar 8, 2022, 1:10 PM IST

কলকাতা, 8 মার্চ : শিবরাত্রির পর থেকেই যত্রতত্র মূর্তি পড়ে রয়েছে একাধিক গঙ্গার ঘাটে। ফুল-সহ আবর্জনা পড়ে গঙ্গার ঘাটগুলির অবস্থা খুবই খারাপ। এতগুলো দিন কেটে গেলেও সাফাই করতে কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি কলকাতা পুরসভার পক্ষ থেকে (KMC takes Step Over Cleaning ganga after shivratri 2022) ৷

গঙ্গার ঘাটের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন, "শিবরাত্রির পর এরকম অবস্থা হয় আমার জানা ছিল না। তবে যা দেখছি তাতে অবশ্যই ঘাটগুলি দ্রুত পরিষ্কার করব ।’’ শিবরাত্রির শেষে গঙ্গার ঘাটে সার দিয়ে পড়ে রয়েছে মূর্তি, ফুল ও পুজোর সামগ্রী। অপরিচ্ছন্ন অবস্থাতেই পড়ে রয়েছে গঙ্গার একাধিক ঘাট। পচা ফুল জলে মিশছে, পাশাপাশি মূর্তিগুলো জলে মিশে তাতে থাকা সীসাযুক্ত রং সবটাই চলে যাচ্ছে। তবু পরিষ্কার করার কোনও উদ্যোগ এখনও পর্যন্ত দেখা যায়নি কলকাতা পৌরনিগমের তরফে।

আরও পড়ুন : Disaster Management Department: নিজস্ব বিপর্যয় মোকাবিলা বিভাগ খুলতে চলেছে কলকাতা পৌরনিগম

পরিবেশ আদালতের চাপে ইতিমধ্যেই কলকাতার গঙ্গার ঘাটগুলিতে দুর্গাপুজোর বিসর্জন অথবা কালীপুজোর বিসর্জন নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। পুজোর আবর্জনা অথবা মূর্তি সরাসরি জলে না দিয়ে তার জন্য আলাদা জায়গা তৈরি করা হয়। সম্প্রতি মূর্তিগুলোর রং ধুয়ে আলাদাভাবে ফেলে দেওয়ার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে। তবে দুর্গাপুজো কালীপুজো অথবা লক্ষ্মীপুজো যেভাবে ঘাটগুলি পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দেওয়া হয়, শিবরাত্রির পর তার ছিটেফোঁটাও হয়নি। যার জেরে গঙ্গা পারে এখন প্রায় প্রত্যেকটি ঘাট যেমন নিমতলা, রাজারঘাট অথবা কাশী মিত্র ঘাট সবই আবর্জনায় ভরে গিয়েছে।

এই প্রসঙ্গে এদিন দেবাশিস কুমার বলেন, "দুর্গাপুজো অথবা কালীপুজোর পর যেভাবে আমরা পদক্ষেপ নিই তাতে গঙ্গার ঘাট ঝাঁ-চকচকে থাকে। কিন্তু আমাদের জানা ছিল না যে শিবরাত্রির পর এই অবস্থা হয়। অবশ্যই আমরা দ্রুততার সঙ্গে পরিষ্কারের কাজ করব ।"

কলকাতা, 8 মার্চ : শিবরাত্রির পর থেকেই যত্রতত্র মূর্তি পড়ে রয়েছে একাধিক গঙ্গার ঘাটে। ফুল-সহ আবর্জনা পড়ে গঙ্গার ঘাটগুলির অবস্থা খুবই খারাপ। এতগুলো দিন কেটে গেলেও সাফাই করতে কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি কলকাতা পুরসভার পক্ষ থেকে (KMC takes Step Over Cleaning ganga after shivratri 2022) ৷

গঙ্গার ঘাটের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ দেবাশিস কুমার বলেন, "শিবরাত্রির পর এরকম অবস্থা হয় আমার জানা ছিল না। তবে যা দেখছি তাতে অবশ্যই ঘাটগুলি দ্রুত পরিষ্কার করব ।’’ শিবরাত্রির শেষে গঙ্গার ঘাটে সার দিয়ে পড়ে রয়েছে মূর্তি, ফুল ও পুজোর সামগ্রী। অপরিচ্ছন্ন অবস্থাতেই পড়ে রয়েছে গঙ্গার একাধিক ঘাট। পচা ফুল জলে মিশছে, পাশাপাশি মূর্তিগুলো জলে মিশে তাতে থাকা সীসাযুক্ত রং সবটাই চলে যাচ্ছে। তবু পরিষ্কার করার কোনও উদ্যোগ এখনও পর্যন্ত দেখা যায়নি কলকাতা পৌরনিগমের তরফে।

আরও পড়ুন : Disaster Management Department: নিজস্ব বিপর্যয় মোকাবিলা বিভাগ খুলতে চলেছে কলকাতা পৌরনিগম

পরিবেশ আদালতের চাপে ইতিমধ্যেই কলকাতার গঙ্গার ঘাটগুলিতে দুর্গাপুজোর বিসর্জন অথবা কালীপুজোর বিসর্জন নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। পুজোর আবর্জনা অথবা মূর্তি সরাসরি জলে না দিয়ে তার জন্য আলাদা জায়গা তৈরি করা হয়। সম্প্রতি মূর্তিগুলোর রং ধুয়ে আলাদাভাবে ফেলে দেওয়ার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছে। তবে দুর্গাপুজো কালীপুজো অথবা লক্ষ্মীপুজো যেভাবে ঘাটগুলি পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দেওয়া হয়, শিবরাত্রির পর তার ছিটেফোঁটাও হয়নি। যার জেরে গঙ্গা পারে এখন প্রায় প্রত্যেকটি ঘাট যেমন নিমতলা, রাজারঘাট অথবা কাশী মিত্র ঘাট সবই আবর্জনায় ভরে গিয়েছে।

এই প্রসঙ্গে এদিন দেবাশিস কুমার বলেন, "দুর্গাপুজো অথবা কালীপুজোর পর যেভাবে আমরা পদক্ষেপ নিই তাতে গঙ্গার ঘাট ঝাঁ-চকচকে থাকে। কিন্তু আমাদের জানা ছিল না যে শিবরাত্রির পর এই অবস্থা হয়। অবশ্যই আমরা দ্রুততার সঙ্গে পরিষ্কারের কাজ করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.