ETV Bharat / state

রবীন্দ্র সরোবরের 100টি গাছ পুনঃস্থাপনের উদ্যোগ কলকাতা পৌরনিগমের - 100 trees will restore in Rabindra Sarobar

আমফানের দাপটে রবীন্দ্র সরোবরের প্রায় 150টি গাছ পড়ে গেছে ৷ তার মধ্যে প্রায় 100টি গাছ পুনঃস্থাপনের উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম ৷ এনিয়ে আগামীকাল বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ।

Kolkata Municipal Corporation took initiative to restore 100 trees of Rabindra Sarobar
author img

By

Published : May 29, 2020, 10:15 PM IST

কলকাতা , 29 মে : ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গেছে শহর কলকাতা ৷ প্রচুর গাছ উপড়ে পড়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , কলকাতা বিশ্ববিদ্যালয়গুলিতে বহু মূল্যবান গাছ নষ্ট হয়ে গেছে ৷ একই ছবি রবীন্দ্র সরোবরের । সেখানকার চারপাশে শতাধিক গাছ উপড়ে পড়েছে । আজ কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম রবীন্দ্র সরোবর পরিদর্শন করতে যান । তাঁর সঙ্গে পরিদর্শনে যান বিশেষজ্ঞরা ৷ গাছগুলি যাতে আবার পুনঃস্থাপন করা যায় সেই চেষ্টাই করা হবে বলে তিনি জানিয়েছেন ৷

পরিদর্শনের পর ফিরহাদ হাকিম জানিয়েছেন, গাছগুলি যাতে আবার পুনঃস্থাপন করা যায় সেই চেষ্টাই করা হবে ৷ কী কী ধরনের গাছ লাগালে সহজে ঝড়ে উপরে পড়বে না তার পরামর্শ দেবেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা । বনদপ্তর বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করবে কলকাতা পৌরনিগম ।

তিনি বলেন, রবীন্দ্র সরোবরে 150টি গাছ পড়ে গেছে ৷ তার মধ্যে 100টি গাছ পুনঃস্থাপন করা হবে ৷ 100টি গাছকেই ফের বাঁচিয়ে তোলার চেষ্টা করা হবে ৷ কলকাতায় 95 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে মাঝেমধ্যেই ৷ তাই এমন গাছ লাগাতে হবে যা সহজে ঝড়ের দাপটে পড়ে যাবে না । সেক্ষেত্রে নিম , আম ও দেবদারু গাছ লাগানো যেতে পারে ৷ সেজন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে গাছ লাগানো হবে ৷

পাশাপাশি শহরের যেখানে যত গাছ পড়ে গেছে সেখানে নতুন করে আবার গাছ লাগানোর আবেদন করলেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগম যেমন গাছ লাগাবে, তেমনই গাছ লাগানোর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে ৷ কলকাতাকে আবার সবুজ করতে হবে । তবে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে শহরের গাছ লাগাতে হবে ৷ যে গাছগুলি ঝড়ের দাপটে সহজে পড়ে যায় না সেগুলিবেশি সংখ্যায় লাগাতে হবে । সেই সঙ্গে পুলিশ ও প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে ফুটপাথের দুই ধারে যেখানে গাছ ভেঙে পড়েছে , সেখানে যেন আরও গাছ লাগানো হয় । ওই জায়গাগুলিতে যাতে কোনও দোকান না বসে সেই বিষয়গুলির দিকে লক্ষ্য রাখার জন্য তিনি আবেদন জানিয়েছেন ।

সেই সঙ্গে বনদপ্তরের বিশেষজ্ঞদের কাছে আবেদন করা হয়েছে , রবীন্দ্র সরোবর ছাড়াও সুভাষ সরোবর , ময়দান-সহ শহরের যেখানে যত গাছ পড়েছে সেগুলি যেন পুনঃস্থাপন করে বাঁচিয়ে তোলার চেষ্টা করা যায় ৷ আগামীকাল বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ।

কলকাতা , 29 মে : ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গেছে শহর কলকাতা ৷ প্রচুর গাছ উপড়ে পড়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় , কলকাতা বিশ্ববিদ্যালয়গুলিতে বহু মূল্যবান গাছ নষ্ট হয়ে গেছে ৷ একই ছবি রবীন্দ্র সরোবরের । সেখানকার চারপাশে শতাধিক গাছ উপড়ে পড়েছে । আজ কলকাতা পৌরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম রবীন্দ্র সরোবর পরিদর্শন করতে যান । তাঁর সঙ্গে পরিদর্শনে যান বিশেষজ্ঞরা ৷ গাছগুলি যাতে আবার পুনঃস্থাপন করা যায় সেই চেষ্টাই করা হবে বলে তিনি জানিয়েছেন ৷

পরিদর্শনের পর ফিরহাদ হাকিম জানিয়েছেন, গাছগুলি যাতে আবার পুনঃস্থাপন করা যায় সেই চেষ্টাই করা হবে ৷ কী কী ধরনের গাছ লাগালে সহজে ঝড়ে উপরে পড়বে না তার পরামর্শ দেবেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা । বনদপ্তর বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করবে কলকাতা পৌরনিগম ।

তিনি বলেন, রবীন্দ্র সরোবরে 150টি গাছ পড়ে গেছে ৷ তার মধ্যে 100টি গাছ পুনঃস্থাপন করা হবে ৷ 100টি গাছকেই ফের বাঁচিয়ে তোলার চেষ্টা করা হবে ৷ কলকাতায় 95 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে মাঝেমধ্যেই ৷ তাই এমন গাছ লাগাতে হবে যা সহজে ঝড়ের দাপটে পড়ে যাবে না । সেক্ষেত্রে নিম , আম ও দেবদারু গাছ লাগানো যেতে পারে ৷ সেজন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে গাছ লাগানো হবে ৷

পাশাপাশি শহরের যেখানে যত গাছ পড়ে গেছে সেখানে নতুন করে আবার গাছ লাগানোর আবেদন করলেন ফিরহাদ হাকিম । তিনি বলেন, রাজ্য সরকার ও কলকাতা পৌরনিগম যেমন গাছ লাগাবে, তেমনই গাছ লাগানোর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে ৷ কলকাতাকে আবার সবুজ করতে হবে । তবে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে শহরের গাছ লাগাতে হবে ৷ যে গাছগুলি ঝড়ের দাপটে সহজে পড়ে যায় না সেগুলিবেশি সংখ্যায় লাগাতে হবে । সেই সঙ্গে পুলিশ ও প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে ফুটপাথের দুই ধারে যেখানে গাছ ভেঙে পড়েছে , সেখানে যেন আরও গাছ লাগানো হয় । ওই জায়গাগুলিতে যাতে কোনও দোকান না বসে সেই বিষয়গুলির দিকে লক্ষ্য রাখার জন্য তিনি আবেদন জানিয়েছেন ।

সেই সঙ্গে বনদপ্তরের বিশেষজ্ঞদের কাছে আবেদন করা হয়েছে , রবীন্দ্র সরোবর ছাড়াও সুভাষ সরোবর , ময়দান-সহ শহরের যেখানে যত গাছ পড়েছে সেগুলি যেন পুনঃস্থাপন করে বাঁচিয়ে তোলার চেষ্টা করা যায় ৷ আগামীকাল বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.