ETV Bharat / state

KMC Tread Licence Fee: সকালে বিজেপির স্মারকলিপি জমা, বিকেলে ট্রেড লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্ত কেএমসি-র

বর্ধিত ট্রেড লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্ত নিল কেএমসি ৷ আজ সকালে বিজেপি কাউন্সিলরদের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় কর্পোরেশনের কমিশনারের কাছে ৷ তারপর বিকেলেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল কেএমসি ৷

KMC Tread Licence Fee ETV BHARAT
KMC Tread Licence Fee ETV BHARAT
author img

By

Published : Apr 24, 2023, 10:34 PM IST

ট্রেড লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্ত কেএমসি-র

কলকাতা, 24 এপ্রিল: বিরোধীদের স্মারকলিপির কয়েক ঘণ্টার মধ্যেই মেয়র পারিষদ বৈঠকে ট্রেড লাইসেন্স সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করল কলকাতা কর্পোরেশন ৷ সোমবার সকালে বিজেপির তিন পৌর প্রতিনিধি কলকাতা কর্পোরেশনের কমিশনারের সঙ্গে দেখা করেন ৷ সেখানে লাগাম ছাড়া বর্ধিত ট্রেড লাইসেন্স ফি-র বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছিলেন ৷ ব্যবস্থা না নেওয়া হলে তাহলে আগামী মাসিক অধিবেশন স্তব্ধ করে দেওয়া ও অনশনের হুমকি দেন তাঁরা ৷ এ দিন বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ৷ যদিও, বিজেপি কীসের স্মারকলিপি দিয়েছে ? তা তাঁর জানা নেই বলেই দাবি করলেন মেয়র ৷

ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে জানান, ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে মেয়র পারিষদদের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, আইন মাফিক 2500 টাকার বেশি ট্রেড লাইসেন্স ফি নেওয়া যাবে না ৷ ছোট ব্যবসাদারদের ক্ষেত্রে 500 বর্গ ফুট পর্যন্ত জায়গায় ট্রেড লাইসেন্স ফি ছাড়া অন্য কোনও পরিষেবার খরচ লাগবে না ৷ দিতে হবে না জঞ্জাল সাফাইয়ে খরচ ৷ তবে, 500 বর্গফুটের কম জায়গায় হোটেল বা রেস্তোরাঁর ক্ষেত্রে জঞ্জাল অপসারণ বাবদ অন্যান্য পরিষেবার খরচ লাগবে ৷

500 বর্গফুটের বেশি জায়গায় যারা ব্যবসা করছেন ৷ তাঁদের চাহিদা অনুযায়ী ও ব্যবহারের উপর ভিত্তি করে জঞ্জাল সাফাইয়ের খরচ নেওয়া হবে ৷ কতটা জঞ্জাল হচ্ছে ? নিকাশি নালায় কত পরিমাণ জল যাচ্ছে ? সেই অনুযায়ী টাকা ধার্য করা হবে ৷ পাশাপাশি, জানানো হয়েছে ইতিমধ্যে বাড়তি টাকার চেয়ে যাদের কাছে নোটিশ গেছে, সেটা সংশোধন করা হবে ৷

আরও পড়ুন: ফিরেছে পুরনো নিয়ম, পার্কিংয়ের খরচ কমায় খুশি গাড়িরচালক থেকে পার্কিং এজেন্সির কর্মীরাও

এর আগেও বিজেপির তরফে পার্কিং ফি বৃদ্ধি নিয়ে সরব হতে দেখা গেছিল ৷ টুইট করে প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তারপর তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে কলকাতা কর্পোরেশনের সিদ্ধান্তকে খারিজ করার কথা বলা হয় ৷ সেই চাপে শেষমেশ ছুটির দিন রাতে কর্পোরেশনের তরফে একটি নির্দেশিকা জারি হয় ৷ সেখানে বলা হয়, নয়া পার্কিং ফি প্রত্যাহার করা হয়েছে ৷ সেই পার্কিং ফিও এ দিন মেয়র পারিষদ বৈঠকে আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করা হয়েছে ৷

ট্রেড লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্ত কেএমসি-র

কলকাতা, 24 এপ্রিল: বিরোধীদের স্মারকলিপির কয়েক ঘণ্টার মধ্যেই মেয়র পারিষদ বৈঠকে ট্রেড লাইসেন্স সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করল কলকাতা কর্পোরেশন ৷ সোমবার সকালে বিজেপির তিন পৌর প্রতিনিধি কলকাতা কর্পোরেশনের কমিশনারের সঙ্গে দেখা করেন ৷ সেখানে লাগাম ছাড়া বর্ধিত ট্রেড লাইসেন্স ফি-র বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছিলেন ৷ ব্যবস্থা না নেওয়া হলে তাহলে আগামী মাসিক অধিবেশন স্তব্ধ করে দেওয়া ও অনশনের হুমকি দেন তাঁরা ৷ এ দিন বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ৷ যদিও, বিজেপি কীসের স্মারকলিপি দিয়েছে ? তা তাঁর জানা নেই বলেই দাবি করলেন মেয়র ৷

ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে জানান, ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে মেয়র পারিষদদের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, আইন মাফিক 2500 টাকার বেশি ট্রেড লাইসেন্স ফি নেওয়া যাবে না ৷ ছোট ব্যবসাদারদের ক্ষেত্রে 500 বর্গ ফুট পর্যন্ত জায়গায় ট্রেড লাইসেন্স ফি ছাড়া অন্য কোনও পরিষেবার খরচ লাগবে না ৷ দিতে হবে না জঞ্জাল সাফাইয়ে খরচ ৷ তবে, 500 বর্গফুটের কম জায়গায় হোটেল বা রেস্তোরাঁর ক্ষেত্রে জঞ্জাল অপসারণ বাবদ অন্যান্য পরিষেবার খরচ লাগবে ৷

500 বর্গফুটের বেশি জায়গায় যারা ব্যবসা করছেন ৷ তাঁদের চাহিদা অনুযায়ী ও ব্যবহারের উপর ভিত্তি করে জঞ্জাল সাফাইয়ের খরচ নেওয়া হবে ৷ কতটা জঞ্জাল হচ্ছে ? নিকাশি নালায় কত পরিমাণ জল যাচ্ছে ? সেই অনুযায়ী টাকা ধার্য করা হবে ৷ পাশাপাশি, জানানো হয়েছে ইতিমধ্যে বাড়তি টাকার চেয়ে যাদের কাছে নোটিশ গেছে, সেটা সংশোধন করা হবে ৷

আরও পড়ুন: ফিরেছে পুরনো নিয়ম, পার্কিংয়ের খরচ কমায় খুশি গাড়িরচালক থেকে পার্কিং এজেন্সির কর্মীরাও

এর আগেও বিজেপির তরফে পার্কিং ফি বৃদ্ধি নিয়ে সরব হতে দেখা গেছিল ৷ টুইট করে প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তারপর তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে কলকাতা কর্পোরেশনের সিদ্ধান্তকে খারিজ করার কথা বলা হয় ৷ সেই চাপে শেষমেশ ছুটির দিন রাতে কর্পোরেশনের তরফে একটি নির্দেশিকা জারি হয় ৷ সেখানে বলা হয়, নয়া পার্কিং ফি প্রত্যাহার করা হয়েছে ৷ সেই পার্কিং ফিও এ দিন মেয়র পারিষদ বৈঠকে আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.