ETV Bharat / state

Gardening training for 100 days workers: মালি নিয়োগ নয়, উদ্যান পরিচর্যায় 100 দিনের কর্মীদের প্রশিক্ষণ কলকাতা পৌরনিগমের - কলকাতা পৌরনিগমের খবর

উদ্যান পরিচর্যায় মালি নিয়োগ না করে একশো দিনের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে কলকাতা পৌরনিগম (Gardening training for 100 days workers)৷ শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির (KMC starts gardening training camp)৷

KMC starts gardening training camp for 100 days workers
মালি নিয়োগ নয়, উদ্যান পরিচর্যায় 100 দিনের কর্মীদের প্রশিক্ষণ কলকাতা পৌরনিগমের
author img

By

Published : Apr 26, 2022, 9:59 AM IST

কলকাতা, 26 এপ্রিল: নতুন করে মালি নিয়োগ করতে চাইছে না কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ । এ দিকে ক্রমশ পৌরনিগমের উদ্যান বিভাগের মালির সংখ্যা কমছে । স্থায়ী পদে নিয়োগ এখন আকাশকুসুম কল্পনা । তাই জঞ্জাল সাফাই বিভাগের পরে অল্প খরচে মালির কাজ সারতে 100 দিনের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগ (Gardening training for 100 days workers)। উদ্যান পরিচর্যার জন্য এ বার একশো দিনের কর্মী নিয়োগ হবে । সোমবার থেকে টালাপার্কে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে (KMC starts gardening training camp)।

কলকাতা পৌরনিগমের আওতায় প্রায় 700 উদ্যান রয়েছে । বিরাট সংখ্যায় উদ্যান থাকলেও মালির সংখ্যা কমতে কমতে নেমে দাঁড়িয়েছে 70-এ । মালির অভাবে উদ্যান পরিচর্যা সাংঘাতিক ধাক্কা খাচ্ছে । গাছের ডালাপালা ছাঁটা, গাছের গোড়ায় জল, মাটি ও সার দেওয়া - সবই মালিরা করে থাকেন । প্রশিক্ষিত মালি না থাকায় অধিকাংশ পার্কের অবস্থা বেহাল হয়ে পড়েছে । গাছগুলি ঠিকমতো জল না পেয়ে অকালে মারা যাচ্ছে । ঝোপঝাড়ে ভরে উঠেছে পার্কগুলি । বিভিন্ন জায়গায় সাপের বাসা তৈরি হচ্ছে । প্রাতঃভ্রমণে গিয়ে বা শিশুদের খেলার সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে । তাই উদ্যানের হাল ফেরাতে এ বার 100 দিনের কর্মীদের মালির প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম (KMC news)।

আরও পড়ুন: KMC cleaning department: কলকাতা পৌরনিগমের সাফাই বিভাগে বিপুল শূন্যপদ, বিরোধীদের প্রশ্নে রাজনীতি দেখছেন ফিরহাদ

পৌরনিগমের এক আধিকারিক বলেন, উদ্যান পরিচর্যার জন্য সোমবার থেকে টালা পার্কে 100 দিনের কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে । প্রতিটি ওয়ার্ড থেকে চারজন করে কর্মীকে এই প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে । মোট 576 জন কর্মীকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ দেওয়া হবে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, উদ্যান পরিচর্যার জন্য মালির পদ রয়েছে 284টি । অবসর নেওয়ার পর এখন মালির সংখ্যা দাঁড়িয়েছে 70টি ।

কলকাতা, 26 এপ্রিল: নতুন করে মালি নিয়োগ করতে চাইছে না কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ । এ দিকে ক্রমশ পৌরনিগমের উদ্যান বিভাগের মালির সংখ্যা কমছে । স্থায়ী পদে নিয়োগ এখন আকাশকুসুম কল্পনা । তাই জঞ্জাল সাফাই বিভাগের পরে অল্প খরচে মালির কাজ সারতে 100 দিনের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে কলকাতা পৌরনিগমের উদ্যান বিভাগ (Gardening training for 100 days workers)। উদ্যান পরিচর্যার জন্য এ বার একশো দিনের কর্মী নিয়োগ হবে । সোমবার থেকে টালাপার্কে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে (KMC starts gardening training camp)।

কলকাতা পৌরনিগমের আওতায় প্রায় 700 উদ্যান রয়েছে । বিরাট সংখ্যায় উদ্যান থাকলেও মালির সংখ্যা কমতে কমতে নেমে দাঁড়িয়েছে 70-এ । মালির অভাবে উদ্যান পরিচর্যা সাংঘাতিক ধাক্কা খাচ্ছে । গাছের ডালাপালা ছাঁটা, গাছের গোড়ায় জল, মাটি ও সার দেওয়া - সবই মালিরা করে থাকেন । প্রশিক্ষিত মালি না থাকায় অধিকাংশ পার্কের অবস্থা বেহাল হয়ে পড়েছে । গাছগুলি ঠিকমতো জল না পেয়ে অকালে মারা যাচ্ছে । ঝোপঝাড়ে ভরে উঠেছে পার্কগুলি । বিভিন্ন জায়গায় সাপের বাসা তৈরি হচ্ছে । প্রাতঃভ্রমণে গিয়ে বা শিশুদের খেলার সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে । তাই উদ্যানের হাল ফেরাতে এ বার 100 দিনের কর্মীদের মালির প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম (KMC news)।

আরও পড়ুন: KMC cleaning department: কলকাতা পৌরনিগমের সাফাই বিভাগে বিপুল শূন্যপদ, বিরোধীদের প্রশ্নে রাজনীতি দেখছেন ফিরহাদ

পৌরনিগমের এক আধিকারিক বলেন, উদ্যান পরিচর্যার জন্য সোমবার থেকে টালা পার্কে 100 দিনের কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে । প্রতিটি ওয়ার্ড থেকে চারজন করে কর্মীকে এই প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে । মোট 576 জন কর্মীকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ দেওয়া হবে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, উদ্যান পরিচর্যার জন্য মালির পদ রয়েছে 284টি । অবসর নেওয়ার পর এখন মালির সংখ্যা দাঁড়িয়েছে 70টি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.