কলকাতা, 21 ফেব্রুয়ারি: বর্ষা এলেই ভাসে গোটা শহর । রাজপথ থেকে অলিগলি, জলমগ্ন হয়ে পড়ে সর্বত্র । কোথাও হাঁটু সমান তো আবার কোথাও কোমর সমান জল । বর্ষাকালে এই ছবি দেখেই অভ্যস্ত কলকাতার নাগরিকরা । তবে আগামী বর্ষায় সেই ছবির বদল হবে বলেই মনে করছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ (Canal Renovation by Kolkata Municipal Corporation)। কারণ শহরের অভ্যন্তরীণ ও লাগোয়া 12টি খাল সংস্কারের কাজ চলছে (Administration Insists on Canal Renovation)৷
বেশ কিছু বছর ধরেই মহানগরে বেড়েছে জমা জল যন্ত্রণার ঘটনা । বর্ষায় বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে জল জমে থাকে । আবার বেশ কিছু জায়গায় কয়েকদিন জমে থাকছে । এর একটা কারণ হল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মজে যাওয়া খাল । শহরের নিকাশি নালার পলি পরিষ্কার করেও জলমগ্ন হয়ে পড়ছে শহর । কারণ বর্ষার জল নিকাশি নালা দিয়ে যে সমস্ত খালের মধ্য দিয়ে গিয়ে গঙ্গায় যায় সেগুলোর অবস্থা ভালো নয় । সংস্কার না হওয়ায় পলি বেড়েছে । জলের গতি শ্লথ হয়ে গিয়েছে । তাই বর্ষার সময় স্বাভাবিকভাবে জল যেতে পারে না ।
মেয়র ফিরহাদ হাকিম গত বছরেই এই সমস্যার কথা স্বীকার করে বলেছিলেন, সেচ দফতরকে বলা হবে খাল সংস্কার করতে । তবে আর্থিক সঙ্কটে কাজে গতি পাচ্ছিল না । প্রথমে শহরের ছোট ছোট খাল এবং পরে বড় খাল সংস্থার করা হয় । তিনটি খালের পলি তোলার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে । বাকি 9টির 80-85 শতাংশ কাজ প্রায় শেষ । ফলে এবার বর্ষায় জল হলেও হাঁটু বা কোমর জল সর্বত্র যে ছবি কয়েক বছর দেখা গেছে সেটার পুনরাবৃত্তি হবে না বলেই মনে করছে প্রশাসন ।
যে খালগুলোয় কাজ হচ্ছে সেগুলি হল গুনিয়াগাছি, সুতি, সি টু, ডিডি ওয়ান, ইই ওয়ান মাইনর, মণিখাল, ডিফান্ট মণিখাল, পর্ণশ্রী, টিপি, আইসি, পূর্ব ও পশ্চিম খাল । এর ফলে যাদবপুর, বেহালার বিস্তীর্ণ এলাকা, জোকা, টালিগঞ্জ, গার্ডেনরিচ এইসমস্ত এলাকায় দীর্ঘদিন যেভাবে জল জমে থাকে সেই ছবির বদল ঘটবে বলেই মনে করা হচ্ছে । ইতিমধ্যেই নমামি গঙ্গা প্রকল্পে টাকা অনুমোদন হওয়াতে আদি গঙ্গারও কাজ শুরু হয়েছে । সেই কাজ খতিয়ে দেখে এসেছেন মেয়র ফিরহাদ হাকিম । ফলে দু-পাড়ের প্রায় 26টি ওয়ার্ডের জল জমার সমস্যা অনেক কমে যাবে বলে মনে করা হচ্ছে ।
এই বিষয়ে কলকাতা পৌরনিগমের এক কর্তা জানান, জোরকদমে কাজ চলছে । এবার বর্ষায় জল জমলেও তা আটকে থাকবে না । অন্যবারের মতো জমা জলের ছবি থাকবে না ।
আরও পড়ুন : টালিনালা খাল সংস্কারে উদ্যোগী সেচ দফতর ও কলকাতা পৌরনিগম