কলকাতা, 8 নভেম্বর: আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল । বুলবুলের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ গোটা রাজ্যে ৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও ৷ বুলবুল মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কলকাতা পৌরনিগম ৷ মেয়র ফিরহাদ হাকিম আজ বুলবুল মোকাবিলার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন ৷ আগামী শনিবার ও রবিবার পৌরনিগম আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে ৷
মেয়র জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের সমস্ত দপ্তরের কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে । বিশেষ করে বিল্ডিং বিভাগ ও বিপর্যয় মোকাবিলা বিভাগকে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । আগামী শনি ও রবিবার সারারাত খোলা থাকবে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুম । প্রয়োজনে কন্ট্রোল রুমে নিজে থাকবেন বলে জানিয়েছেন মেয়র ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় শনিবার ও রবিবার 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি হতে পারে । সেই মতো আগাম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মেয়র । যে সমস্ত এলাকায় জল জমার সমস্যা রয়েছে, সে সব এলাকায় অস্থায়ী পাম্প বসাতে বলা হয়েছে ।