ETV Bharat / state

KMC Car Parking Rules: নাইট পার্কিংয়ের অনুমতি না-থাকলে, রাস্তা থেকে গাড়ি তুলে নিয়ে যাবে কর্পোরেশন

শেষ বিনা পয়সায় গাড়ি রাখার দিন ৷ রাতে বাড়ির সামনে গাড়ি রাখতে গেলেও গুনতে হবে পার্কিং ফি ৷ গণ পরিবহণে যুক্ত ছোট গাড়ির ক্ষেত্রে নাইট পার্কিংয়ের মাসিক ফি 600 টাকা । বাস, লরির মত বড় ধরনের গাড়ির ক্ষেত্রে 1000 টাকা ধার্য করা হয়েছে ।

Etv Bharat
শহর জুড়ে পোস্টার নাইট পার্কিংয়ের
author img

By

Published : Apr 3, 2023, 11:56 PM IST

নাইট পার্কিংয়ের অনুমতি বাধ্যতামূলক

কলকাতা, 3 এপ্রিল: গাড়ি চালকদের সচেতন করতে শহর জুড়ে পোস্টার লাগাল কলকাতা কর্পোরেশেনের পার্কিং বিভাগ ৷ রাতে রাস্তায় গাড়ি রাখতে হলে পৌরনিগমের অনুমতি বাধ্যতামূলক । না-থাকলে জরিমানা 1000 টাকা গুনতে তো হবেই, সেইসঙ্গে কর্তৃপক্ষ মনে করলে গাড়ি তুলে নিয়ে চলে যেতে পারে পৌরনিগম । নাগরিককে সচেতন করতেই শহর জুড়ে পোস্টারে পড়েছে ৷ পোস্টারে উল্লেখ করা হয়েছে ওয়েব লিংক ৷ যাতে সহজেই নাইট পার্কিংয়ের অনুমতি নিতে পারেন নাগরিকরা ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কলকাতা পৌরনিগমের কোষাগার আইসোলেশেনে চলে গিয়েছে ৷ কোষাগারের হাল ফেরাতে বিভিন্ন বিভাগ নড়েচড়ে বসেছে । ফলে আয় বেড়েছে আগের থেকে বেশ খানিকটা । দীর্ঘ কয়েক বছর পরে পার্কিং ফি বাড়াল কলকাতা কর্পোরেশন ৷ যা চলতি মাসের 1 তারিখ থেকে লাগু হয়েছে শহর জুড়ে । একইভাবে নাইট পার্কিং ক্ষেত্রেও বেশ কয়েক বছর আগে মাসিক ফি'র পরিবর্তে অনুমতি দেওয়ার কথা জানিয়েছিল কলকাতা কর্পোরেশন । বলা হয়েছিল রাতের রাস্তায় গাড়ি রাখলে পার্কিং বিভাগের থেকে অনুমতি নিতে হবে । যার জন্য নাগরিককে প্রতি মাসে 450 টাকা গুনতে হবে । কিন্তু সেই সিদ্ধান্ত নাগরিকদের বড় অংশের কাছে পৌঁছয়নি ৷ গোটা শোহরে অলিগলি বড় রাস্তা জুড়ে সার দিয়ে গাড়ি থাকলেও হতে গোনা কয়েকজনই সেই অনুমতি চেয়ে আবেদন করেছিল । এবার সেদিকেই বাড়তি গুরুত্ব দিয়ে কোষাগারে আয় বাড়াতে চাইছে কর্পোরশনের পার্কিং বিভাগ ।

কলকাতা পৌরনিগমের নয়া সিদ্ধান্ত অনুয়ায়ী, অলিগলির বড় রাস্তা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পোস্টার লাগানো হয়েছে । তাতে বলা হয়েছিল, যে সমস্ত নাগরিক রাতে বাড়ির সামনে ব্যক্তিগত গাড়ি বা বাণিজ্যিক গাড়ি রাখেন তার জন্য রাতে সেই গাড়ি রাখার অনুমতি নিতে হবে পার্কিং বিভাগের কাছ থেকে । নাগরিকদের সুবিধার্থে অন লাইন লিঙ্কও দেওয়া হয়েছে পোস্টারে । সেই পোস্টারে স্পষ্টভাবে উল্লেখ করা হয় কমিশনার নির্দেশ মতে রাতে গাড়ি রাখার অনুমতি না থাকলে সেই গাড়ির মালিককে কম পক্ষে 1000 টাকা জরিমানা করা হবে। সেইসঙ্গে গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে ৷ দ্রুত গাড়ি রাখার অনুমতি আদায়ের কথাও বলা হেয়েছে ৷ মাসিক ফি বাবদ এখন খরচ হবে 500 টাকা । এছাড়াও গণ পরিবহণে যুক্ত ছোট গাড়ির ক্ষেত্রে নাইট পার্কিংয়ের মাসিক ফি 600 টাকা । বাস, লরি মত বড় ধরনের গাড়ির ক্ষেত্রে 1000 টাকা গুনতে হবে নাগরিকদের ।

আরও পড়ুন: পার্কিং টেন্ডারে কারচুপি ঠেকাতে অ্যাপের মাধ্যমে আবেদন, জানালেন ফিরহাদ

এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের গাড়ি পার্কিং বিভাগের দায়িত্ব প্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার বলেন, "আইন আছে । কিন্তু অধিকাংশ নাগরিক বলেন তাঁরা জানেন না । তাই এখন আমরা শহর জুড়ে পোস্টার দিয়ে জানাচ্ছি । এর পর বিভাগের কর্মীরা রাতে ঘুরবে ৷ যেসমস্ত গাড়িতে অনুমতি নেই নাইট পার্কিংয়ের সেই গাড়িগুলোতে স্টিকার মেরে আসবে । তার পরেও অনুমতি না নিলে শুরু হবে জরিমানা ও গাড়ি তুলে আনা ।"

নাইট পার্কিংয়ের অনুমতি বাধ্যতামূলক

কলকাতা, 3 এপ্রিল: গাড়ি চালকদের সচেতন করতে শহর জুড়ে পোস্টার লাগাল কলকাতা কর্পোরেশেনের পার্কিং বিভাগ ৷ রাতে রাস্তায় গাড়ি রাখতে হলে পৌরনিগমের অনুমতি বাধ্যতামূলক । না-থাকলে জরিমানা 1000 টাকা গুনতে তো হবেই, সেইসঙ্গে কর্তৃপক্ষ মনে করলে গাড়ি তুলে নিয়ে চলে যেতে পারে পৌরনিগম । নাগরিককে সচেতন করতেই শহর জুড়ে পোস্টারে পড়েছে ৷ পোস্টারে উল্লেখ করা হয়েছে ওয়েব লিংক ৷ যাতে সহজেই নাইট পার্কিংয়ের অনুমতি নিতে পারেন নাগরিকরা ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কলকাতা পৌরনিগমের কোষাগার আইসোলেশেনে চলে গিয়েছে ৷ কোষাগারের হাল ফেরাতে বিভিন্ন বিভাগ নড়েচড়ে বসেছে । ফলে আয় বেড়েছে আগের থেকে বেশ খানিকটা । দীর্ঘ কয়েক বছর পরে পার্কিং ফি বাড়াল কলকাতা কর্পোরেশন ৷ যা চলতি মাসের 1 তারিখ থেকে লাগু হয়েছে শহর জুড়ে । একইভাবে নাইট পার্কিং ক্ষেত্রেও বেশ কয়েক বছর আগে মাসিক ফি'র পরিবর্তে অনুমতি দেওয়ার কথা জানিয়েছিল কলকাতা কর্পোরেশন । বলা হয়েছিল রাতের রাস্তায় গাড়ি রাখলে পার্কিং বিভাগের থেকে অনুমতি নিতে হবে । যার জন্য নাগরিককে প্রতি মাসে 450 টাকা গুনতে হবে । কিন্তু সেই সিদ্ধান্ত নাগরিকদের বড় অংশের কাছে পৌঁছয়নি ৷ গোটা শোহরে অলিগলি বড় রাস্তা জুড়ে সার দিয়ে গাড়ি থাকলেও হতে গোনা কয়েকজনই সেই অনুমতি চেয়ে আবেদন করেছিল । এবার সেদিকেই বাড়তি গুরুত্ব দিয়ে কোষাগারে আয় বাড়াতে চাইছে কর্পোরশনের পার্কিং বিভাগ ।

কলকাতা পৌরনিগমের নয়া সিদ্ধান্ত অনুয়ায়ী, অলিগলির বড় রাস্তা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পোস্টার লাগানো হয়েছে । তাতে বলা হয়েছিল, যে সমস্ত নাগরিক রাতে বাড়ির সামনে ব্যক্তিগত গাড়ি বা বাণিজ্যিক গাড়ি রাখেন তার জন্য রাতে সেই গাড়ি রাখার অনুমতি নিতে হবে পার্কিং বিভাগের কাছ থেকে । নাগরিকদের সুবিধার্থে অন লাইন লিঙ্কও দেওয়া হয়েছে পোস্টারে । সেই পোস্টারে স্পষ্টভাবে উল্লেখ করা হয় কমিশনার নির্দেশ মতে রাতে গাড়ি রাখার অনুমতি না থাকলে সেই গাড়ির মালিককে কম পক্ষে 1000 টাকা জরিমানা করা হবে। সেইসঙ্গে গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে ৷ দ্রুত গাড়ি রাখার অনুমতি আদায়ের কথাও বলা হেয়েছে ৷ মাসিক ফি বাবদ এখন খরচ হবে 500 টাকা । এছাড়াও গণ পরিবহণে যুক্ত ছোট গাড়ির ক্ষেত্রে নাইট পার্কিংয়ের মাসিক ফি 600 টাকা । বাস, লরি মত বড় ধরনের গাড়ির ক্ষেত্রে 1000 টাকা গুনতে হবে নাগরিকদের ।

আরও পড়ুন: পার্কিং টেন্ডারে কারচুপি ঠেকাতে অ্যাপের মাধ্যমে আবেদন, জানালেন ফিরহাদ

এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের গাড়ি পার্কিং বিভাগের দায়িত্ব প্রাপ্ত মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার বলেন, "আইন আছে । কিন্তু অধিকাংশ নাগরিক বলেন তাঁরা জানেন না । তাই এখন আমরা শহর জুড়ে পোস্টার দিয়ে জানাচ্ছি । এর পর বিভাগের কর্মীরা রাতে ঘুরবে ৷ যেসমস্ত গাড়িতে অনুমতি নেই নাইট পার্কিংয়ের সেই গাড়িগুলোতে স্টিকার মেরে আসবে । তার পরেও অনুমতি না নিলে শুরু হবে জরিমানা ও গাড়ি তুলে আনা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.