ETV Bharat / state

KMC Water Supply : শনিতে পূর্ব ও দক্ষিণ কলকাতায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ

শহরের নানা এলাকায় জল পরিবেষার বিভিন্ন ত্রুটি মেরামতের কাজ হবে ৷ তাই 26 মার্চ জল পাবে না পূর্ব ও দক্ষিণ কলকাতার বাসিন্দারা (KMC Water Supply) ৷

KMC Water Supply News
পূর্ব ও দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বন্ধ
author img

By

Published : Mar 24, 2022, 7:39 AM IST

কলকাতা, 24 মার্চ : জয়হিন্দ প্রকল্পে একাধিক মেরামতির কাজ হওয়ার কারণে জল সরবরাহ বন্ধ শহরের বিভিন্ন জায়গায় । আগামী শনিবার 26 মার্চ এয়ার ভালবের একাধিক ছিদ্র মেরামত করা হবে । তাই এই জল প্রকল্পের আওতায় থাকা এলাকাগুলিতে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হবে । কলকাতা পৌরনিগমের তরফে একটি নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে (KMC notice over normal water supply not available in East and South Kolkata) ।

পৌরনিগমের নির্দেশিকায় বলা হয়েছে, 26 মার্চ সকাল থেকে জল সরবরাহ বন্ধ থাকবে । 27 মার্চ থেকে জল সরবরাহ আবার স্বাভাবিক হবে । এই জলপ্রকল্প থেকে জিজে খান বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সিএন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জিএস বুস্টার পাম্পিং স্টেশন এবং একাধিক ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনের পানীয় জল সরবরাহ হয় ।

KMC Water Supply News
জল পরিষেবা বন্ধ রাখা নিয়ে কলকাতা পৌরনিগমের নির্দেশিকা

আরও পড়ুন : Electric Meter in KMC Markets : কলকাতা পৌরনিগমের বাজারগুলিতে দোকানদারদের নামে মিটার বসাতে সমীক্ষা

পূর্ব ও দক্ষিণ কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস সংলগ্ন এলাকা, আনন্দপুর, পিকনিকগার্ডেন, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়নাটাউন, আরুপোতা, বাঘাযতীন, নিউগড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলালবাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্ক-সহ বিস্তীর্ণ এলাকা, বরো 7, বরো 10, বরো 11 এবং বরো 12-এর আংশিক এলাকা প্রভাবিত হবে । এই জল প্রকল্পের অধীনে ওয়ার্ডগুলি হল 57, 58, 66, 67, 91, 92, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109 এবং 110 নম্বর ওয়ার্ড এলাকা ওই দিন জল শূন্য থাকবে । রবিবার ফের প্রতিদিনের মতো স্বাভাবিক হবে জলপরিষেবা ।

কলকাতা, 24 মার্চ : জয়হিন্দ প্রকল্পে একাধিক মেরামতির কাজ হওয়ার কারণে জল সরবরাহ বন্ধ শহরের বিভিন্ন জায়গায় । আগামী শনিবার 26 মার্চ এয়ার ভালবের একাধিক ছিদ্র মেরামত করা হবে । তাই এই জল প্রকল্পের আওতায় থাকা এলাকাগুলিতে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হবে । কলকাতা পৌরনিগমের তরফে একটি নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে (KMC notice over normal water supply not available in East and South Kolkata) ।

পৌরনিগমের নির্দেশিকায় বলা হয়েছে, 26 মার্চ সকাল থেকে জল সরবরাহ বন্ধ থাকবে । 27 মার্চ থেকে জল সরবরাহ আবার স্বাভাবিক হবে । এই জলপ্রকল্প থেকে জিজে খান বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সিএন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জিএস বুস্টার পাম্পিং স্টেশন এবং একাধিক ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনের পানীয় জল সরবরাহ হয় ।

KMC Water Supply News
জল পরিষেবা বন্ধ রাখা নিয়ে কলকাতা পৌরনিগমের নির্দেশিকা

আরও পড়ুন : Electric Meter in KMC Markets : কলকাতা পৌরনিগমের বাজারগুলিতে দোকানদারদের নামে মিটার বসাতে সমীক্ষা

পূর্ব ও দক্ষিণ কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস সংলগ্ন এলাকা, আনন্দপুর, পিকনিকগার্ডেন, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়নাটাউন, আরুপোতা, বাঘাযতীন, নিউগড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলালবাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্ক-সহ বিস্তীর্ণ এলাকা, বরো 7, বরো 10, বরো 11 এবং বরো 12-এর আংশিক এলাকা প্রভাবিত হবে । এই জল প্রকল্পের অধীনে ওয়ার্ডগুলি হল 57, 58, 66, 67, 91, 92, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109 এবং 110 নম্বর ওয়ার্ড এলাকা ওই দিন জল শূন্য থাকবে । রবিবার ফের প্রতিদিনের মতো স্বাভাবিক হবে জলপরিষেবা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.