ETV Bharat / state

KMC Ambulance: প্রখর রোদে রাস্তায় অসুস্থ, এক ফোনেই মিলবে পৌর অ্যাম্বুলেন্স পরিষেবা

তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর । প্রখর রোদে না বেরোতে চাইলেও উপায় নেই । অনেক আবার রাস্তায় বেরিয়ে অসুস্থও হয়ে পড়ছেন । এই পরিস্থিতিতে নতুন উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম ।

Etv Bharat
কলকাতায় পৌর অ্যাম্বুলেন্স পরিষেবা
author img

By

Published : Apr 14, 2023, 5:08 PM IST

কলকাতায় পৌর অ্যাম্বুলেন্স পরিষেবা

কলকাতা, 14 এপ্রিল: চৈত্রেই তীব্র তাপপ্রবাহ বাংলা জুড়ে । গরমের দাপটে হাসফাঁস অবস্থা সকলের । প্রখর রোদে বাইরে কাজে বেরিয়েও অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই । দরকার পড়ছে দ্রুত শুশ্রুষার । ভর্তি করাতে হচ্ছে হাসপাতালেও । কিন্তু দরকারের সময় অ্যাম্বুলেন্স পাওয়াটাও বড় ব্যাপার । এই অবস্থায় এগিয়ে এসেছে কলকাতা কর্পোরেশন । তাপপ্রবাহে অসুস্থদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরনিগমের তরফে । জানা গিয়েছে, 9 টি অ্যাম্বুলেন্স থাকবে বিভিন্ন জায়গায় । তাপপ্রবাহের জেরে কোনও ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে কাছে থাকা ট্রাফিক পুলিশ বা কর্তব্যরত পুলিশকে জানালেই, বিনামূল্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা । শুক্রবার এমনই ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম ।

বৃহস্পতিবারই কর্পোরেশনের তরফ থেকে একটা নোটিফিকেশন বের করা হয়েছিল । শুক্রবার সেই বিষয় কথা বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, "রাজ্যে যেভাবে তাপপ্রবাহ বাড়ছে তাতে রাস্তায় সাধারণ মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন । সানস্ট্রোকেরও আশঙ্কা থাকে । তাই তাপপ্রবাহে কারণে রাস্তায় অসুস্থ ব্যক্তিদের যাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়, তার জন্যই এই অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা হয়েছে । এই পরিষেবা পেতে ফোন করতে হবে পৌরসভার নম্বরে ।" ইতিমধ্যেই, শহরের প্রতিটি থানার কাছে পৌরনিগমের তরফে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফোন নম্বর । নম্বরটি হল, 033-2219-7202, 033-2241-1225 । পৌর সচিব হরিহর প্রসাদ মণ্ডলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাস্তায় বেড়িয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে, কলকাতা পুলিশকে অবগত করলেই সমস্যা সমাধান হবে । পুলিশের ফোন পাওয়া মাত্রই নির্দিষ্ট স্থানে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবে কর্পোরেশন । পাশাপাশি, একইসঙ্গে তাপপ্রবাহ থেকে বাঁচতে কী করা উচিত আর কী করা উচিত নয়, সেই বিষয়েও একটি পরামর্শ দেওয়া হয়েছে নাগরিক স্বার্থে ।

আরও পড়ুন: তাপপ্রবাহের ইঙ্গিত, কবে মিলবে স্বস্তি! বেলা 12টায় নিঝুম বাঁকুড়া

পৌরসচিবের তরফে নির্দেশিকায় এই সংক্রান্ত 10 টি বিষয় উল্লেখ করা হয়েছে । বলা হয়েছে, প্রখর রোদে বেশিক্ষণ রাস্তায় থাকতে নিষেধ করা হয়েছে । যদি বেরোতেই হয়, তাহলে সঙ্গে রাখতে হবে ছাতা, টুপি, সানগ্লাস । ভালো হয় পা ঢাকা জুতো পরলে । এড়িয়ে চলা উচিত স্কিন টাইট বা সিন্থেটিক পোশাক । হালকা সুতির পোশাক এই গরমে সবচেয়ে ভালো । বেলা 11টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত জরুরি প্রয়োজন রাস্তায় বেরোতে বারণ করা হয়েছে । প্রচুর পরিমাণে জল খাওয়ার কথা বলা হয়েছে । শরীরে অস্বস্তি হলে ওআরএস খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে । এছাড়াও শরীরকে সবসময় হাইড্রেটেড রাখতে সরবত, ফলের রস, লস্যি, লেবুর জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে । সাধারণ নাগরিক ছাড়াও বিশেষভাবে গর্ভবতী মহিলা ও বয়স্ক রোদ এড়িয়ে চলার চেষ্টা করতে বলা হয়েছে । হিটস্ট্রোক ও হিট ক্র্যাম্প এড়াতে শরীর ঠান্ডা রাখার কথাও বলা হয়েছে । যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে, সঙ্গে সঙ্গে তাঁকে ছায়ায় বা অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে বসানো, চোখেমুখে জলের ঝাপটা দেওয়া ও মনে হলে শরীরে ঠান্ডা জলের স্পঞ্জ করানোর পরামর্শ দেওয়া হয়েছে ।

কলকাতায় পৌর অ্যাম্বুলেন্স পরিষেবা

কলকাতা, 14 এপ্রিল: চৈত্রেই তীব্র তাপপ্রবাহ বাংলা জুড়ে । গরমের দাপটে হাসফাঁস অবস্থা সকলের । প্রখর রোদে বাইরে কাজে বেরিয়েও অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই । দরকার পড়ছে দ্রুত শুশ্রুষার । ভর্তি করাতে হচ্ছে হাসপাতালেও । কিন্তু দরকারের সময় অ্যাম্বুলেন্স পাওয়াটাও বড় ব্যাপার । এই অবস্থায় এগিয়ে এসেছে কলকাতা কর্পোরেশন । তাপপ্রবাহে অসুস্থদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরনিগমের তরফে । জানা গিয়েছে, 9 টি অ্যাম্বুলেন্স থাকবে বিভিন্ন জায়গায় । তাপপ্রবাহের জেরে কোনও ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে কাছে থাকা ট্রাফিক পুলিশ বা কর্তব্যরত পুলিশকে জানালেই, বিনামূল্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা । শুক্রবার এমনই ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম ।

বৃহস্পতিবারই কর্পোরেশনের তরফ থেকে একটা নোটিফিকেশন বের করা হয়েছিল । শুক্রবার সেই বিষয় কথা বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, "রাজ্যে যেভাবে তাপপ্রবাহ বাড়ছে তাতে রাস্তায় সাধারণ মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন । সানস্ট্রোকেরও আশঙ্কা থাকে । তাই তাপপ্রবাহে কারণে রাস্তায় অসুস্থ ব্যক্তিদের যাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়, তার জন্যই এই অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা হয়েছে । এই পরিষেবা পেতে ফোন করতে হবে পৌরসভার নম্বরে ।" ইতিমধ্যেই, শহরের প্রতিটি থানার কাছে পৌরনিগমের তরফে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফোন নম্বর । নম্বরটি হল, 033-2219-7202, 033-2241-1225 । পৌর সচিব হরিহর প্রসাদ মণ্ডলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাস্তায় বেড়িয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে, কলকাতা পুলিশকে অবগত করলেই সমস্যা সমাধান হবে । পুলিশের ফোন পাওয়া মাত্রই নির্দিষ্ট স্থানে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবে কর্পোরেশন । পাশাপাশি, একইসঙ্গে তাপপ্রবাহ থেকে বাঁচতে কী করা উচিত আর কী করা উচিত নয়, সেই বিষয়েও একটি পরামর্শ দেওয়া হয়েছে নাগরিক স্বার্থে ।

আরও পড়ুন: তাপপ্রবাহের ইঙ্গিত, কবে মিলবে স্বস্তি! বেলা 12টায় নিঝুম বাঁকুড়া

পৌরসচিবের তরফে নির্দেশিকায় এই সংক্রান্ত 10 টি বিষয় উল্লেখ করা হয়েছে । বলা হয়েছে, প্রখর রোদে বেশিক্ষণ রাস্তায় থাকতে নিষেধ করা হয়েছে । যদি বেরোতেই হয়, তাহলে সঙ্গে রাখতে হবে ছাতা, টুপি, সানগ্লাস । ভালো হয় পা ঢাকা জুতো পরলে । এড়িয়ে চলা উচিত স্কিন টাইট বা সিন্থেটিক পোশাক । হালকা সুতির পোশাক এই গরমে সবচেয়ে ভালো । বেলা 11টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত জরুরি প্রয়োজন রাস্তায় বেরোতে বারণ করা হয়েছে । প্রচুর পরিমাণে জল খাওয়ার কথা বলা হয়েছে । শরীরে অস্বস্তি হলে ওআরএস খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে । এছাড়াও শরীরকে সবসময় হাইড্রেটেড রাখতে সরবত, ফলের রস, লস্যি, লেবুর জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে । সাধারণ নাগরিক ছাড়াও বিশেষভাবে গর্ভবতী মহিলা ও বয়স্ক রোদ এড়িয়ে চলার চেষ্টা করতে বলা হয়েছে । হিটস্ট্রোক ও হিট ক্র্যাম্প এড়াতে শরীর ঠান্ডা রাখার কথাও বলা হয়েছে । যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে, সঙ্গে সঙ্গে তাঁকে ছায়ায় বা অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে বসানো, চোখেমুখে জলের ঝাপটা দেওয়া ও মনে হলে শরীরে ঠান্ডা জলের স্পঞ্জ করানোর পরামর্শ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.